WB Election 2021: প্রচারে মিউজিক্যাল চেয়ার খেললেন সায়ন্তিকা, মিছিল করে মনোনয়ন জমা তনুশ্রীর
রুপোলি পর্দা থেকে সরাসরি ভোটের মঞ্চে এই তারকা প্রার্থীরা
বাঁকুড়া: ভোটের প্রচারে গিয়ে বৃহস্পতিবার মিউজিক্যাল চেয়ার খেললেন বাঁকুড়ার তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। কর্মীদের নিয়ে মিছিল করে গিয়ে মনোনয়ন জমা দিলেন হাওড়ার শ্যামপুরের বিজেপি প্রার্থী তনুশ্রী চক্রবর্তী। ব্যারাকপুরে বাড়ি বাড়ি ঘুরে জনসংযোগ করলেন তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী। অন্যদিকে, ঢাক-ঢোল নিয়ে প্রচারে বের হলেন বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত বসু।
রুপোলি পর্দা থেকে সরাসরি ভোটের ময়দানে। ভোটের আগে, প্রচারে তারকা প্রার্থীরা। বাঁকুড়া বিধনসভা কেন্দ্র থেকে অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছে তৃণমূল। বৃহস্পতিবার বাঁকুড়া শহরে প্রচারে বের হন অভিনেত্রী। যোগেশ পল্লিতে একটি আবাসনে, বাসিন্দাদের সঙ্গে মিউজিক্যাল চেয়ার খেলেন সায়ন্তিকা। এরপর খোশ মেজাজে আড্ডা দিতেও দেখা যায় তৃণমূলের তারকা প্রার্থীকে। আগামী ১ এপ্রিল, দ্বিতীয় দফায় বাঁকুড়া বিধানসভা কেন্দ্রে ভোট। এখানে বিজেপি প্রার্থী করেছে নীলাদ্রিশেখর দানাকে। এই কেন্দ্র থেকে সংযুক্ত মোর্চার সমর্থনে কংগ্রেসের টিকিটে লড়ছেন রাধারানি বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার মনোনয়ন জমা দিলেন, হাওড়ার শ্যামপুরের বিজেপির তারকা প্রার্থী, অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। উলুবেড়িয়া পুরসভা থেকে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে মিছিল করে বিডিও অফিসে গিয়ে মনোনয়ন জমা দেন তিনি। শ্যামপুরে বিজেপি প্রার্থী তনুশ্রী চক্রবর্তী জানান, ‘‘অভিনয় জগৎ থেকে এলেও শ্যামপুরের মানুষ তাকে আপন করে নিয়েছেন। তিনি প্রচারে দারুণ সাড়া পাচ্ছেন। তাঁর অভিযোগ, গত ১০ বছরে তৃণমূলের কাজকর্মে মানুষ ক্ষুব্ধ। তাই তাঁরা বিকল্প হিসাবে বিজেপিকে চাইছেন। মানুষের ভালোবাসা পেয়ে তাঁর বিশ্বাস তিনি জিতবেন।’’ আগামী ৬ এপ্রিল তৃতীয় দফায় হাওড়ার শ্যামপুরে ভোট। এই কেন্দ্রে তনুশ্রীর বিপরীতে তৃণমূলের প্রার্থী কালীপদ মণ্ডল। সংযুক্ত মোর্চার সমর্থনে কংগ্রেসের টিকিটে লড়ছেন অমিতাভ চক্রবর্তী।
এদিন সকালে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে প্রচারে বের হন এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী, রাজ চক্রবর্তী। কখনও পায়ে হেঁটে, কখনও ভোটারদের সঙ্গে হাত মিলিয়ে জনসংযোগ করেন চিত্র পরিচালক। আগামী ২২ এপ্রিল, ষষ্ঠ দফায়, ব্যারাকরপুর বিধানসভা কেন্দ্রে ভোট। এই কেন্দ্রে বিজেপি টিকিট দিয়েছে, নিহত বিজেপি নেতা মণীশ শুক্লর বাবা চন্দ্রমণি শুক্লকে। এই কেন্দ্রে সিপিএমের টিকিটে দাঁড়িয়েছেন দেবাশিস ভৌমিক। বৃহস্পতিবার সকালে, পাতিপুকুর এলাকায় ভোটের প্রচারে বের হন, বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত বসু। ঢাক ঢোল নিয়ে জনসংযোগ করেন তিনি। আগামী ১৭ এপ্রিল পঞ্চম দফায় বিধাননগরে ভোট। এই কেন্দ্রে বিজেপির প্রার্থী সব্যসাচী দত্ত। সংযুক্ত মোর্চার সমর্থনে প্রার্থী দেওয়ার কথা রয়েছে কংগ্রেসের।