WB Election 2021: ভোটারদের উৎসাহিত করতে বৃদ্ধাশ্রমে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা
বৃদ্ধাশ্রমের আবাসিকরা অনেকেই নির্বাচন কমিশনের প্রতিনিধিদের জানান, তাঁদের কোভিড ভ্যাকসিনের প্রয়োজন ৷ সেই বিষয়টিও খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন প্রশাসনের কর্তারা ।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ভোটারদের উৎসাহিত করতে এবার বৃদ্ধাশ্রমে গেল নির্বাচন কমিশন৷ বৃহস্পতিবার দত্তপুকুরের একটি বৃদ্ধাশ্রমে গিয়ে আবাসিকদের ভোটদানে উৎসাহিত করেন নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। বৃদ্ধাশ্রমের আবাসিকরা অনেকেই নির্বাচন কমিশনের প্রতিনিধিদের জানান, তাঁদের কোভিড ভ্যাকসিনের প্রয়োজন ৷ সেই বিষয়টিও খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন প্রশাসনের কর্তারা ।
৮০ ঊর্ধ্ব আবাসিক ভোটারদের জন্য বৃদ্ধাশ্রমে ভোট দানের ব্যবস্থা করা হচ্ছে । আর যাদের ভ্যাকসিন প্রয়োজন তাদের বারাসাত ১ নম্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বারাসাত ১ নম্বর ব্লকের উন্নয়ন আধিকারিক সৌগত পাত্র । তিনি জানান, সব বয়সের ভোটারদের উৎসাহিত করার জন্য উদ্যোগী হয়েছে নির্বাচন কমিশন ৷ কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের থেকে শুরু করে বৃদ্ধ-বৃদ্ধারা, সবাই যাতে ভোট দিতে পারেন সেই দিকেই নজর রয়েছে নির্বাচন কমিশনের । সমস্ত বিষয় খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা । জীবন সায়াহ্নে পৌঁছেও এই প্রবীণ নাগরিকরা গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য মুখিয়ে রয়েছেন। বৃদ্ধাশ্রমের আবাসিক রিতা ভট্টাচার্য জানান, তাঁর ভোটদানের ইচ্ছা রয়েছে ৷ কিন্তু শারীরিক অবস্থা এখন যা, তাতে ভোটদান কেন্দ্রে পৌঁছনোর মতো ক্ষমতা আর নেই তাঁর ৷ বারাসাত ১ নম্বর ব্লকের বিডিও সৌগত পাত্র জানান সকল আবাসিক যাতে ভোট দিতে পারেন, সেই চেষ্টাই করছে নির্বাচন কমিশন ।
এদিকে খোদ খাদ্যমন্ত্রীর বিধানসভা এলাকায় তৃণমূলের দেওয়াল দখলের অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। হাবড়া বিধানসভায় এবার ফের তৃণমূলের প্রার্থী হয়েছেন বিদায়ী বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। শাসক শিবিরের অভিযোগ, হাবড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের হিজলপুকুর গ্রিন পার্ক এলাকায় তাদের দেওয়াল দখল করে নেয় সিপিএম। এবার এই কেন্দ্রে সংযুক্ত মোর্চার সমর্থনে সিপিএমের টিকিটে লড়ছেন রিজিনন্দন বিশ্বাস। বামেদের পাল্টা দাবি, উল্টে তাদের দেওয়ালই দখল করে নেয় তৃণমূল।