WB Election 2021 LIVE Updates: জগদ্দলে অর্জুন সিংহর বাড়ির কাছে বোমাবাজি, জখম এক, বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের
West Bengal Assembly Election 2021 LIVE Updates: শাসক দলের প্রচারের হাতিয়ার ‘দিদির ১০ অঙ্গীকার’
LIVE
Background
বিরোধী নেতা হতে আসিনি। দল চাইলে মুখ্যমন্ত্রী মুখ হতে আপত্তি নেই। ক্ষমতায় এসে ছ’মাসের মধ্যে বাংলাকে ঘুরিয়ে দাঁড় করাব। একান্ত সাক্ষাত্কারে অকপট মিঠুন।
লকডাউনের সময় আটকানো হয় আমার পাঠানো ত্রাণ, এবিপি আনন্দে বিস্ফোরক দাবি মিঠুনের। বললেন, নীতিতে মতভেদ থাকলেও শ্রদ্ধা করেন মমতাকে।
মুখ্যসচিব, পর্যবেক্ষকের রিপোর্টের ভিত্তিতেই অপসারিত বিবেক সহায়। মুখ্যমন্ত্রীর আক্রমণের কড়া জবাব উপ নির্বাচন কমিশনারের। রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ খারিজ। এক্তিয়ার নিয়ে পাল্টা প্রশ্ন তৃণমূলের।
প্রার্থী নিয়ে বিজেপির অন্তর্দ্বন্দ্বে হেস্টিংসে ধুন্ধুমার। ইটবৃষ্টি, লাঠিচার্জ। অশান্তি হুগলি, দঃ ২৪ পরগনাতেও। রাতভর বৈঠকের পরে অমিত শাহের তলবে দিল্লি গেলেন দিলীপ, মুকুলরা।
স্টুডেন্টস ক্রেডিট কার্ড-সহ ১০ দফা প্রতিশ্রুতি দিয়ে প্রচারে নামছে তৃণমূল। আজ বিকেলই ইস্তেহার প্রকাশ। পুরুলিয়ায় তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় নির্দলকে সমর্থন, ঘোষণা অভিষেকের।
বর্ধমানের সভায় তৃণমূল প্রার্থীর হুমকি। কমিশনে যাচ্ছে বিজেপি। বাংলায় তৃণমূলকে উৎখাতের ডাক, রাজনাথের মুখে সৌরভ।
প্রথম দফার ভোট ২৭ মার্চ। তার আগেই পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রামে ৮০ ঊর্ধ্বদের পোস্টার ব্যালটে ভোটগ্রহণ শুরু। কেন্দ্রীয় বাহিনী নিয়ে ৩ অফিসারের উপস্থিতিতে বাড়িতেই তৈরি করা হল ভোটদান কক্ষ।
WB Election 2021: অর্জুন সিংহর বাড়ির কাছে বোমাবাজি
জগদ্দলে বিজেপির ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহর বাড়ির কাছে বোমাবাজি। এই ঘটনায় একজন জখম হয়েছেন বলে জানা গেছে। অর্জুন বাড়ি ঢোকার পর ফের বোমাবাজি শুরু হয়। তৃণমূল কর্মীদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ। পাল্টা অর্জুনের অভিযোগ, হামলার নেপথ্যে তৃণমূলের দুষ্কৃতীরা রয়েছে। ঘটনাস্থলে র্যাফ ও বিশাল পুলিশ বাহিনী।
West Bengal Election 2021: এবিভিপির বিক্ষোভের মুখে সায়নী
আসানসোলে এবিভিপির বিক্ষোভের মুখে আসানসোল দক্ষিণ বিধানসভা আসনের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। সায়নীর ভোটের প্রচারের সময় গো ব্যাক স্লোগান এবিভিপির। পুলিশের সামনেই বচসায় জড়িয়ে পড়ল তৃণমূল-বিজেপি। রানিগঞ্জ থানায় অভিযোগ দায়ের তৃণমূল কংগ্রেসের। দেবদেবীর অপমান করেছেন সায়নী, তাই বিরোধিতা, দাবি এবিভিপির।
WB Election 2021: ‘ভোটের দিন সমস্ত বুথ দখল করব’
‘ভোটের দিন সমস্ত বুথ দখল করব’, ময়নায় প্রকাশ্যে বুথ দখলের হুমকি তৃণমূল নেতার।
ময়নার সভা থেকে প্রকাশ্যে তৃণমূল নেতার হুমকি, ‘ভয় করে লাভ নেই, ২৪ ঘণ্টার মধ্যে সাফ করব।
ওদের দখলে ১০টা বুথ, আমরা সমস্ত বুথ দখল করব।’
TMC Manifesto Released: আগামী প্রজন্ম কী শুধুই ২ টাকার চাল খেয়ে থাকবে? প্রশ্ন বিজেপির
রাজ্য বিজেপির মুখপাত্র আরও বলেছেন, ‘তৃণমূল কংগ্রেসের সরকারের শিল্পনীতি, জমিনীতি নেই। শেষবেলায় তৃণমূলের ইস্তেহারের কোনও ভিত্তি নেই। প্রতিবছর একটা করে টেট নিতে পারেনি রাজ্য সরকার।আগামী প্রজন্ম কী শুধুই ২ টাকার চাল খেয়ে থাকবে? নাকি নিজেরা নিজেদের পায়ে দাঁড়িয়ে চাল কিনে খাবে?’
TMC Manifesto live: প্রমাণ হল এ রাজ্যে কাজ নেই, মন্তব্য বিজেপির
তৃণমূলের ইস্তেহার প্রকাশ করে দাবি করা হয়েছে, ১০০ দিনের কাজে বাংলা ১ নম্বরে। এই দাবিকে কটাক্ষ করে শমীক ভট্টাচার্য বলেছেন, এটাই প্রমাণ করে এ রাজ্যে কাজ নেই। বাংলায় যে কর্মসংস্থানের জায়গা নেই, এটাই তার প্রমাণ।