WB Election 2021 LIVE: তৃণমূল থেকে বহিষ্কার বৈশালী ডালমিয়াকে
West Bengal Assembly Election 2021 LIVE Updates: বনমন্ত্রীর পদ থেকে ইস্তফা রাজীব বন্দ্যোপাধ্যায়ের
LIVE
Background
কলকাতা: এডিজি আইনশৃঙ্খলা জ্ঞানবন্ত সিংয়ের সঙ্গে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক করলেন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সদস্যরা। তবে নির্বাচন কমিশন সূত্রে খবর, এডিজি আইনশৃঙ্খলা বৈঠকে যে রিপোর্ট পেশ করেছেন, তাতে সন্তুষ্ট নয় ফুল বেঞ্চ। কমিশন সূত্রে খবর, বৈঠকে একের পর এক প্রশ্ন করা হয় জ্ঞানবন্তকে। কিন্তু তাঁর সব উত্তরে সন্তুষ্ট হতে পারেনি কমিশন। সূত্রের খবর, রাজ্যে পা রেখেই ফুল বেঞ্চ জানিয়ে দিয়েছে, কীভাবে সুষ্ঠু ও অবাধ নির্বাচন এবার করাতে হবে, তা কমিশন জানে।
ইস্তফা না অপসারণ? রাজীব বন্দ্যোপাধ্যায়কে ঘিরে জল্পনায় সরগরম রাজ্য রাজনীতি। সম্প্রতি প্রাক্তন বনমন্ত্রীর কথাবার্তায় স্পষ্ট ইঙ্গিত ছিল, তিনি বেশ কিছু ব্যাপারে খুশি নন। ফেসবুক লাইভ করেও নিজের দলেকে অস্বস্তিতে ফেলার মতো কিছু মন্তব্যও করেন তিনি। শুক্রবার তাঁর মন্ত্রিপদ থেকে সরে যাওয়ার পর পরস্পরবিরোধী দাবি শোনা যায় তাঁর বক্তব্যে ও নবান্ন সূত্রের খবরে।
WB election 2021 Update :রাজীবের ইস্তফার দিনই বালির বিধায়ক বৈশালী ডালমিয়াকে বহিষ্কার করল তৃণমূল
বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের ইস্তফার দিনেই হাওড়ার বালির বিধায়ক বৈশালী ডালমিয়াকে বহিষ্কার করল তৃণমূল। দলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠকে বৈশালীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। রাজীবের ইস্তফার পর দলের অভ্যন্তরীন বিষয় নিয়ে প্রকাশ্যে সরব হন বৈশালী।