এক্সপ্লোর
Advertisement
WB Election 2021 Updates: ‘দুয়ারে সরকার’, ‘পাড়ায় সমাধান’ দারুণ উদ্যোগ, মমতা সরকারের প্রশংসায় বিশ্বব্যাঙ্ক, ইউনিসেফ, UNDP
দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান প্রকল্প দুটির রিপোর্ট কার্ড পেশ করে মুখ্যমন্ত্রী বলেন, দুয়ারে সরকার প্রকল্পে আড়াই কোটি মানুষের আবেদন এসেছে। ৭০ থেকে ৮০ শতাংশ সমাধান করতে পেরেছি। দুয়ারে সরকার প্রোগ্রামটা খুব ভালো। এটা কিন্তু শুধু নির্বাচনের দিকে তাকিয়ে করা হয়নি। আমি যখন ২০১১ তে ক্ষমতায় আসি. তখন কিন্তু আমি আমার সরকারের সবাইকে নিয়ে জেলায় জেলায় চলে গিয়েছি, প্রশাসনকে পৌঁছে দিয়েছি।
কলকাতা: ‘দুয়ারে সরকার’ আর ‘পাড়ায় সমাধান’ দারুণ উদ্যোগ। সরকার সাধারণ মানুষের ঘরে পৌঁছে যাচ্ছে, এর চেয়ে ভাল আর কিছু হতে পারে না। জনসাধারণের উন্নয়নে পশ্চিমবঙ্গ সরকারের পদক্ষেপের প্রশংসা করে এমনই মন্তব্য করেছে আন্তর্জাতিক সংস্থা বিশ্বব্যাঙ্ক, ইউনিসেফ এবং রাষ্ট্রপুঞ্জের উন্নয়ন কর্মসূচি বিষয়ক বিভাগ UNDP। দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান- দু’টি কর্মসূচির ভূয়সী প্রশংসা করল বিশ্বব্যাঙ্ক, ইউনিসেফ এবং ইউএনডিপি। নবান্নে ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়ে তিন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের বক্তব্য, সাধারণ মানুষের উন্নয়নে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগ প্রশংসনীয়। বুধবার নবান্ন সভাঘরে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে পর্যালোচনায় বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়। ভার্চুয়াল বৈঠকে বিভিন্ন দফতরের সচিব, জেলাশাসক, এসপিদের পাশাপাশি উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মহলের অতিথিরা।
সেখানেই দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান প্রকল্প দুটির রিপোর্ট কার্ড পেশ করে মুখ্যমন্ত্রী বলেন, দুয়ারে সরকার প্রকল্পে আড়াই কোটি মানুষের আবেদন এসেছে। ৭০ থেকে ৮০ শতাংশ সমাধান করতে পেরেছি। দুয়ারে সরকার প্রোগ্রামটা খুব ভালো। এটা কিন্তু শুধু নির্বাচনের দিকে তাকিয়ে করা হয়নি। আমি যখন ২০১১ তে ক্ষমতায় আসি. তখন কিন্তু আমি আমার সরকারের সবাইকে নিয়ে জেলায় জেলায় চলে গিয়েছি, প্রশাসনকে পৌঁছে দিয়েছি।
গত ১ ডিসেম্বর থেকে রাজ্যে শুরু হয়েছে ‘দুয়ারে সরকার’ কর্মসূচি। নবান্ন সূত্রে খবর, ওই কর্মসূচিতে ১২টি প্রকল্পে নাম নথিবদ্ধ করার সুযোগ পাচ্ছেন সাধারণ মানুষ। সম্প্রতি স্বাস্থ্যসাথী প্রকল্পও চালু করেছে রাজ্য সরকার, যাতে সরকারি, বেসরকারি হাসপাতালে তার কার্ড দেখিয়ে চিকিত্সা পরিষেবা মিলবে বলে জানিয়েছে প্রশাসন।
মুখ্যমন্ত্রীর দাবি, ‘পাড়ায় সমাধান’ কর্মসূচিতেও ভাল সাড়া মিলেছে। পাশাপাশি, এদিন পুরনো প্রকল্পগুলিরও সাফল্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী।
যদিও সামনেই বিধানসভা নির্বাচন। এতদিন রাজ্যজুড়ে কিছুই করেনি, ভোটে জিততেই কিছু প্রকল্প সামনে এনে মানুষকে ভুয়ো প্রতিশ্রুতি দিচ্ছে তৃণমূল সরকার। বিরোধীদের এমনটাই দাবি।
নবান্ন সূত্রে খবর, ইউনিসেফ এবং রাষ্ট্রপুঞ্জের উন্নয়ন কর্মসূচি বিষয়ক বিভাগের প্রতিনিধিরা বলেন, কোভিড ও আমফানের সময় রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পেয়েছেন প্রায় ৯৫% মানুষ।
এর আগেও রাজ্যের একাধিক প্রকল্প আন্তর্জাতিক স্বীকৃতি পয়েছে। ২০১৭ সালে আন্তর্জাতিক স্বীকৃতি পায় কন্যাশ্রী প্রকল্প। ২০১৯ সালে রাষ্ট্রপুঞ্জ স্বীকৃত ‘ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি’র তরফে পুরস্কৃত হয় সবুজ সাথী এবং উত্কর্ষ বাংলা প্রকল্পকে। এবার আন্তর্জাতিক মহলে প্রশংসিত আরও ২টি প্রকল্প।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement