WB Election 2021: জ্যোতিপ্রিয়র ধমকে তাঁর নামেরই দেওয়াল লিখন ঢাকল কাপড়ে! তরজা উত্তর ২৪ পরগণায়
প্রার্থী ঘোষণার আগেই অত্যুৎসাহী কিছু তৃণমূল সমর্থকেরা জ্যোতিপ্রিয় মল্লিকের নাম দেওয়ালে প্রার্থী হিসেবে লিখে ফেললেন। অভিযোগ তৃণমূল নেতা নেহাল আলী এই কান্ড ঘটিয়েছেন। ঘটনার পরেই খাদ্যমন্ত্রীর ধমকে ফের সেই দেওয়ালের সামনে নামের জায়গায় কাপড় টাঙিয়ে আড়াল করা হল।
![WB Election 2021: জ্যোতিপ্রিয়র ধমকে তাঁর নামেরই দেওয়াল লিখন ঢাকল কাপড়ে! তরজা উত্তর ২৪ পরগণায় West Bengal Election 2021: TMC leader Jyotipriyo Mullick reaction on Wall painting in Uttar 24 Paraganas WB Election 2021: জ্যোতিপ্রিয়র ধমকে তাঁর নামেরই দেওয়াল লিখন ঢাকল কাপড়ে! তরজা উত্তর ২৪ পরগণায়](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/01/7c0a11fe3920ad4d5a410fa93298860f_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সমীরণ পাল, উত্তর ২৪ পরগণা : প্রার্থী তালিকা ঘোষণার আগেই হাবড়ার বদরে খাদ্যমন্ত্রীর নামে দেওয়াল লিখন। জানাজানি হতেই জ্যোতিপ্রিয় মল্লিকের ধমকের জেরে সেই দেওয়াল ঢাকা হল কাপড়ে। ভুল করে নাম লেখা হয়েছে, দাবি তৃণমূলের স্থানীয় নেতৃত্বের। এভাবে ভোটে জেতা যাবে না, কটাক্ষ বিজেপির। খাদ্যমন্ত্রীর প্রতিক্রিয়া এখনও মেলেনি।
প্রার্থী ঘোষণার আগেই অত্যুৎসাহী কিছু তৃণমূল সমর্থকেরা জ্যোতিপ্রিয় মল্লিকের নাম দেওয়ালে প্রার্থী হিসেবে লিখে ফেললেন। অভিযোগ তৃণমূল নেতা নেহাল আলী এই কান্ড ঘটিয়েছেন। ঘটনার পরেই খাদ্যমন্ত্রীর ধমকে ফের সেই দেওয়ালের সামনে নামের জায়গায় কাপড় টাঙিয়ে আড়াল করা হল। এমন আজব ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনা হাবরা বিধানসভা বদর এলাকায়।
হাবরা এক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নেহাল আলী গতকাল সঙ্গী-সাথীদের নিয়ে দেওয়ালজুড়ে জ্যোতিপ্রিয় মল্লিককে ভোট দেওয়ার আবেদন জানিয়ে বসেন। মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে ধমক খাওয়ার কিছুক্ষণের মধ্যেই অবশ্য সেই দেওয়ালের উপরে পর্দা টানিয়ে আড়াল করে দেওয়া হয়।
ঘটনাটি নিয়ে বিদ্রুপ করতে ছাড়েনি স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিজেপির অভিযোগকে মন্ত্রীর বেশি প্রিয় সেই কম্পিটিশন করতে গিয়েই এইসব হাস্যকর কাজ করছে তৃণমূল। বিজেপি দলের মতো তৃণমূলে কোন অনুশাসন নেই। সেই কারণে এইসব ঘটনা ঘটছে।
অন্যদিকে অভিযুক্ত নেহাল জানান, হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিককে তারা ভগবানরূপে দেখেন এবং মানুষ তাকে এতটাই ভালবাসেন যে তাদের তর সইছে না। নিশ্চিতভাবেই জ্যোতিপ্রিয় মল্লিক দাঁড়াবেন। সেই কারণে দেওয়াল লেখা হয়েছিল। যদিও পরে মন্ত্রী আপত্তিতে সেখানে কাপড় দিয়ে আড়াল করে দেওয়া হয়েছে। ঘটনার জেরে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে গুমার বদর এলাকায়।
এদিকে বিজেপির আরও অভিযোগ তাদের বিভিন্ন চুন করা দেয়াল দখল করেছে তৃণমূল।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)