WB Election 2021: 'মোদিও যা শোভনও তাই, একটা বাজে লোক', প্রচারে নেমেই তোপ রত্নার
"শোভন এলে ওর সঙ্গে খেলা হবে, একের পর এক গোল হবে...", বলেছেন বেহালা পূর্বের তৃণমূল প্রার্থী
কলকাতা: পয়া শুক্রবারে বিধানসভা ভোটে ২৯১ জন প্রার্থীর নাম ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর ঘোষণার কিছু পরেই সংযুক্ত মোর্চার তরফে প্রথম দু’দফার প্রার্থীদের নাম ঘোষণা হয়।
শনিবার প্রথম দু’দফার প্রার্থীদের প্রতীক দেয় তৃণমূল। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর কাছে প্রতীক নিতে আসেন তৃণমূল প্রার্থীরা। সবংয়ের তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়া বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, যা নির্দেশ দেবেন সেভাবে এগোব।
চণ্ডীপুরের তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তী বলেন, আমার পাশের সিট নন্দীগ্রাম, এটা আমার কাছে বাড়তি সুবিধা মমতা বন্দ্যোপাধ্যায় ওই আসনে লড়ছেন।
প্রথম দফার তৃণমূলের প্রার্থীদের যখন প্রতীক নেওয়ার ব্যস্ততা, পরের দফার প্রার্থীদের সেই তাড়াহুড়ো নেই। তাঁরা ব্যস্ত প্রচারে।
টিকিট পাওয়ার শুক্রবারই প্রচারে নেমে পড়েন সুজিত বসু। শনিবার দমদম পার্কে রং, তুলি নিয়ে দেওয়াল লিখন শুরু করেন তিনি। বিধাননগর থেকে টানা দু’বার তৃণমূলের টিকিটে জিতেছেন সুজিত বসু।
তবে লোকসভা ভোটের নিরিখে বিধাননগরে লিড পেয়েছে বিজেপি। হ্যাটট্রিকের মুখে দাঁড়িয়ে প্রচারে জোর দিয়েছেন দমকলমন্ত্রী। তিনি বলেছেন, বিরোধী প্রার্থী কে হচ্ছে তা নিয়ে ভাবছি না, আমি যা উন্নয়নমূলক কাজ করেছি, সেই কথা বলে মানুষের কাছে যাব।
২৭ মার্চ ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রে ভোট। এদিকে সকাল থেকেই প্রচারে ব্যস্ত জোট সমর্থিত সিপিএম প্রার্থী মধুজা সেন রায়। তিনি বলেন, একসময় ঝাড়গ্রামে মাওবাদিরা দাপিয়ে বেড়াত। তাদের কেউ এখন তৃণমূলে, কেউ বিজেপিতে। গত পাঁচ বছরে ঝাড়গ্রাম জেলার সার্বিক উন্নয়ন হয়নি। বিজেপি এখনও প্রার্থী ঘোষণা না করলেও, মধুজার লড়াই হবে তৃণমূল প্রার্থী অভিনেত্রী বীরবাহা হাঁসদার সঙ্গে।
শুক্রবার টিকিট পাওয়ার পরই দলনেত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছিলেন। শনিবার প্রচারে নেমে পড়লেন বেহালা পূর্বের তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়। ১৪২ নম্বর ওয়ার্ডে কবরডাঙা এলাকায় বাড়ি বাড়ি প্রচারে জোর দেন তিনি। বলেন, শোভন এলে ওর সঙ্গে খেলা হবে, একের পর এক গোল হবে, আমি চাই না উনি থাকুন বেহালা পূর্বে, মোদিও যা শোভনও তাই, উনি একটা বাজে লোক, খেলা হবে।
বেহালা পূর্বের পাশাপাশি আরও এক নজরকাড়া কেন্দ্র যাদবপুর। আসনটি বামেদের থেকে ছিনিয়ে নিতে তৃণমূলের বাজি বিদায়ী পুরবোর্ডের মেয়র পারিষদ দেবব্রত মজুমদার। বাড়ি বাড়ি নয় প্রচারে বাজারগুলিতে ঢুঁ মারছেন তৃণমূল প্রার্থী। বললেন, বাজারগুলিতে এলে অনেকের সঙ্গে দেখা হয়ে যায়, শ্রীকলোনি-বিজয়গড়ে ঘুরছি।
সব মিলিয়ে মহাযুদ্ধের প্রস্তুতিতে মহা ব্যস্ত ডান-বাম প্রার্থীরা।