West Bengal Elections Live Update: শুধু সরকার নয়, বিচারধারারও পরিবর্তন হবে, হুঙ্কার নাড্ডার
তৃণমূল সাংসদের আইনজীবীর পাঠানো চিঠিতে বলা হয়েছে, বয়সে বড় হওয়া সত্ত্বেও শুভেন্দু অধিকারী অযোগ্য এবং অসফল। সেই কারণেই ২ বারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগ্যতা, জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাঁকে শিশু এবং অপরিণত বলেছেন শুভেন্দু।

Background
কলকাতা: শুভেন্দু অধিকারীর মানহানি-নোটিসের জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। চিঠিতে বলা হয়েছে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সুদীপ্ত সেনের চিঠিতে তোলাবাজি, সারদাকাণ্ড এবং নারদকাণ্ডে দুর্নীতি ও ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এমন কোন ফৌজদারি মামলা নেই।
তৃণমূল সাংসদের আইনজীবীর পাঠানো চিঠিতে বলা হয়েছে, বয়সে বড় হওয়া সত্ত্বেও শুভেন্দু অধিকারী অযোগ্য এবং অসফল। সেই কারণেই ২ বারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগ্যতা, জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাঁকে শিশু এবং অপরিণত বলেছেন শুভেন্দু। পাশাপাশি, ওই চিঠিতে অভিযোগ তোলা হয়েছে, সারদা ও নারদকাণ্ডে তদন্ত এড়াতেই শুভেন্দু অধিকারী অন্য দলে গিয়েছেন।






















