এক্সপ্লোর
Advertisement
West Bengal Elections Live Update: শুধু সরকার নয়, বিচারধারারও পরিবর্তন হবে, হুঙ্কার নাড্ডার
তৃণমূল সাংসদের আইনজীবীর পাঠানো চিঠিতে বলা হয়েছে, বয়সে বড় হওয়া সত্ত্বেও শুভেন্দু অধিকারী অযোগ্য এবং অসফল। সেই কারণেই ২ বারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগ্যতা, জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাঁকে শিশু এবং অপরিণত বলেছেন শুভেন্দু।
LIVE
Background
কলকাতা: শুভেন্দু অধিকারীর মানহানি-নোটিসের জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। চিঠিতে বলা হয়েছে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সুদীপ্ত সেনের চিঠিতে তোলাবাজি, সারদাকাণ্ড এবং নারদকাণ্ডে দুর্নীতি ও ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এমন কোন ফৌজদারি মামলা নেই।
তৃণমূল সাংসদের আইনজীবীর পাঠানো চিঠিতে বলা হয়েছে, বয়সে বড় হওয়া সত্ত্বেও শুভেন্দু অধিকারী অযোগ্য এবং অসফল। সেই কারণেই ২ বারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগ্যতা, জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাঁকে শিশু এবং অপরিণত বলেছেন শুভেন্দু। পাশাপাশি, ওই চিঠিতে অভিযোগ তোলা হয়েছে, সারদা ও নারদকাণ্ডে তদন্ত এড়াতেই শুভেন্দু অধিকারী অন্য দলে গিয়েছেন।
19:09 PM (IST) • 06 Feb 2021
বাংলার সংস্কৃতি রক্ষা করার ক্ষমতা নেই তৃণমূল সরকারের। বঙ্গ সংস্কৃতি রক্ষা করবে বিজেপিই। নবদ্বীপের সভা থেকে আক্রমণ জে পি নাড্ডার।
18:25 PM (IST) • 06 Feb 2021
ভোটের আগে কলকাতার পুলিশ কমিশনার বদল। নতুন পুলিশ কমিশনার হলেন সৌমেন মিত্র। এডিজি-সিআইডি হলেন অনুজ শর্মা। ২০১৬-য় ভোটের সময় কলকাতার সিপি হয়েছিলেন সৌমেন মিত্র। জাভেদ শামিম হলেন এডিজি আইনশৃঙ্খলা। রাজ্য সশস্ত্র পুলিশের এডিজি হলেন জ্ঞানবন্ত সিংহ। হাওড়া, বিধাননগর, ব্যারাকপুরের পুলিশ কমিশনার বদল। হাওড়ার পুলিশ কমিশনার হলেন সি সুধাকর। বিধাননগরের পুলিশ কমিশনার হলেন সুপ্রতিম সরকার। ব্যারাকপুরের পুলিশ কমিশনার হলেন অজয় নন্দ। হাওড়ার বর্তমান পুলিশ কমিশনার কুণাল আগরওয়াল। তিনি হলেন মেদিনীপুর রেঞ্জের ডিআইজি। বিধাননগরের বর্তমান পুলিশ কমিশনার মুকেশ। তিনি হলেন বারাসাত রেঞ্জের ডিআইজি। ব্যারাকপুরের বর্তমান পুলিশ কমিশনার মনোজ ভর্মা। তিনি হলেন সিআইএফ-এর আইজি। সিআইডি-র বর্তমান এডিজি সিদ্ধনাথ গুপ্ত হলেন এডিজি দক্ষিণবঙ্গ। বর্তমানে এডিজি দক্ষিণবঙ্গ রাজীব মিশ্র হলেন এডিজি প্ল্যানিং।
16:45 PM (IST) • 06 Feb 2021
মহেশতলায় শোভন-বৈশাখীর রোড শো। মিছিল আটকানোর অভিযোগে পুলিশের সঙ্গে বচসা। কালো পতাকা নিয়ে তৃণমূলের বিক্ষোভ।
16:35 PM (IST) • 06 Feb 2021
তৃণমূলকে আক্রমণ করে নাড্ডা আরও বলেন, ‘বাংলায় মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও রাজ্যে মহিলাদের উপর অত্যাচার বেশি। আমফানের চাল তৃণমূল নেতাদের বাড়িতে পাওয়া গেছে। জয় শ্রীরাম স্লোগানে এত ঘৃণা কেন মমতার? কেউ স্লোগান দিলে এত রাগ করছেন কেন? মমতা যা করছেন রাজনীতি এবং ভোটের জন্য করছেন। বাজেটে বাংলার উন্নয়নে একাধিক ঘোষণা করা হয়েছে। মোদিজির প্রকল্পের নাম বদলে দিচ্ছেন মমতা। প্রকল্পের নাম বদলালেই মানুষের মন থেকে মোদির নাম মুছতে পারবেন না। কেউ মমতার সমালোচনা করলেই তাঁকে জেলে পাঠানো হচ্ছে। বাংলার সংস্কৃতির রক্ষা বাংলার বিজেপি নেতৃত্বই করবে। বহিরাগত স্লোগান তুলে কোনও কাজ হবে না। অনেক হয়েছে মমতা, পরিবর্তন চাইছে জনতা। দুর্নীতি দূর হবে, সুশাসন আসবে।’
16:30 PM (IST) • 06 Feb 2021
‘নবদ্বীপ থেকে পরিবর্তন যাত্রার সূচনা হবে। এই পরিবর্তন শুধু সরকারের পরিবর্তন হবে না। এই পরিবর্তনে বিচারধারার পরিবর্তন হবে। এই মা-মাটি-মানুষের সরকার মানুষের সঙ্গে প্রতারণা করেছে। প্রশাসনের রাজনীতিকরণ করেছে তৃণমূল সরকার। তোলাবাজি, তোষণ করে চলেছে তৃণমূল সরকার। বাংলার মানুষ এবার জেগে উঠেছেন। বাংলার মানুষ ঠিক করে নিয়েছেন, এই সরকারকে তাড়াতে হবে। মমতার সরকার উৎখাতের পর বাংলায় কেন্দ্রের কৃষক প্রকল্প বাস্তাবায়িত হবে। রাজ্যের ৫ জায়গা থেকে পরিবর্তন যাত্রার সূচনা হবে। মোদিজি বাংলার জন্য অনেক প্রকল্পের ঘোষণা করেছেন। কিন্তু মমতা শুধু নেতিবাচক রাজনীতি করছেন। ২৩ মে-র পর বাংলায় সব হবে। বাংলায় আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হতে দেননি মমতা। বিজেপি ক্ষমতায় এলে আয়ুষ্মান ভারত বাংলায় চালু হবেই। কিষাণ সম্মান নিধিতে বাংলার ৭০ লক্ষ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। মমতা সরলেই ৭০ লক্ষ কৃষক কিষান নিধির সুবিধা পাবেন। বাংলায় যেখানেই যাই পিসি-ভাইপোর করজোড়ে পোস্টার দেখতে পাই। আমায় অভ্যর্থনা জানানোর জন্য আপনাদের ধন্যবাদ। বাংলার সংস্কৃতি বোঝার ক্ষমতা মমতার নেই। যেভাবে আমার নামের বিকৃতি করেছেন, তাতেই আপনার সংস্কৃতি বোধ স্পষ্ট। বিজেপি বাংলায় ক্ষমতায় এলেই সুস্থ সংস্কৃতি ফিরবে।’ নবদ্বীপের সভায় আক্রমণ বিজেপি সর্বভারতীয় সভাপতির।
Load More
Tags :
West Bengal Assembly Elections 2021 WB Polls WB Elections WB Election 2021 BJP TMC WB Elections With ABP Ananda West Bengal Elections With ABP Ananda Congress WB Elections 2021 WB Election Prashant Kishore WB Polls With ABP Ananda West Bengal Assembly Elections Bengal Polls WB Polls 2021 West Bengal Election West Bengal Elections West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election Suvendu Adhikari Bengal Election 2021 Bengal Elections Mamata Banerjee Amit Shah Dilip Ghoshবাংলার সব ব্রেকিং খবর সবার আগে দেখুন এবিপি আনন্দে। বিনোদন, খেলা, করোনা ভ্য়াকসিন সহ অন্যান্য পছন্দের খবরের আপডেট পেতে পড়ুন বাংলার নির্ভরযোগ্য খবরের ওয়েবসাইট, এবিপি আনন্দ। অন্যান্য সম্পর্কিত খবরের জন্য ফলো করুন : এবিপি আনন্দ
New Update
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
খবর
জেলার
জেলার
Advertisement