Jagdeep Dhankhar: শিক্ষায় দলবাজি! মমতাকে আক্রমণ ধনখড়ের, রাজনীতিকের মতো আচরণ, পাল্টা তৃণমূল
Jagdeep Dhankhar: রাজ্যপালের এই অভিযোগ অস্বীকার করেন তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Roy)। সাংবিধানিক পদে থেকে রাজ্যপাল রাজনৈতিক নেতার মতো আচরণ করছেন বলে মন্তব্য করেন তিনি।
কলকাতা: রাজভবন এবং রাজ্যের মধ্যে সঙ্ঘাত অব্যাহতই। এ বার শিক্ষাব্যবস্থায় দলবাজির অভিযোগে সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আক্রমণ করলেন তিনি। তাঁর অভিযোগ, মমতার আমলে রাজ্যের শিক্ষাব্যবস্থার (West Bengal Education System) ছবি ভয়াবহ।
শুক্রবার সকালে টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেন ধনখড়। তাতে তিনি বলেন, ‘‘অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে রাজ্যের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠকে ডেকেছিলেন রাজ্যপাল। কিন্তু কেউ বৈঠকে যোগ দিতে আসেননি। এ রাজ্যে আইনের শাসন চলছে না, শাসকের শাসন চলছে। নিয়মের তোয়াক্কা না করে বিশ্ববিদ্যালয়গুলিতে নিজেদের লোককে উপাচার্য নিয়োগ কার হচ্ছে। রাজ্যের হাতে শিক্ষা ছেড়ে দিলে চলবে না। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ইউজিসি-র (UGC) উচিত বিষয়গুলি তদন্ত করে দেখা।’’
Education scenario @MamataOfficial worrisome as no Chancellor & VC of Pvt Univ turned up for meeting with Governor-Visitor. Shocking unionism @AdamasUniversi1 @AmityUni @BrainwareTweet @jis_university @TnuEdu @E_Learning_SSU @snuindia @sxukolkata @svu_official @IIC_TIU @ugc_india pic.twitter.com/U8jw3HKM9i
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) December 24, 2021
নিজের টুইটার হ্যান্ডলে মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে ধনখড় আরও লেখেন, ‘‘রাজ্যের শিক্ষার অবস্থা ভয়াবহ। রাজ্যপালের ডাকা বৈঠকে যোগ দিতে এলেন না বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য-উপাচার্যরা। এই দলবাজিতে স্তম্ভিত।’’
কিন্তু রাজ্যপালের এই অভিযোগ অস্বীকার করেন তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Roy)। সাংবিধানিক পদে থেকে রাজ্যপাল রাজনৈতিক নেতার মতো আচরণ করছেন বলে মন্তব্য করেন তিনি। এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে সৌগত বলেন, ‘‘উনি কোনও রাজনৈতিক নেতা নন। কোনও বক্তব্য থাকলে, মুখ্যমন্ত্রীকে ফোন করে ব চিঠি লিখে জানাতে পারেন। এ ভাবে টুইট করা নেতার মতোই কাজ।বার বার বলেছি, এমন টুইট করলে আমাদেরও ওঁর বিরুদ্ধে বলতে হবে, যা একেবারেই ভাল লাগে না। দু’দিন আগে বিমানে দেখা হওয়ার সময়ও তা জানিয়েছি। তার পরেও এমন আচরণ।’’
Emergence of Unionism with State Universities VCs in January 20 & now with Pvt Univ indicative of intense fear quotient and reflective of Rule of ruler and not law. VCs being appointed @MamataOfficial without Chancellor authorisation mockery of law. Forced to take lawful stance. pic.twitter.com/OoFCRp83SQ
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) December 24, 2021
রাজ্যপালের অভিযোগ নিয়ে সৌগতর বক্তব্য,‘‘রাজ্যপাল শিক্ষা ব্যবস্থা নিয়ে অভিযোগ করছেন, তা একেবারে অসত্য। অতিমারিতে বিশ্ববিদ্যালয়গুলি বন্ধ ছিল। এখন আবার খুলেছে। উপাচার্য নিয়োগ হচ্ছে। নেওয়া হচ্ছে পরীক্ষাও। তার পরেও কী কারণে ভয়াবহ বলছেন উনি? শিক্ষা দফতরকে না জানিয়ে বৈঠক ডাকলে উপাচার্যদের আসাই তো মুশকিল!’’