West Bengal News Live: জেনারেল বিপিন রাওয়াতের কপ্টার দুর্ঘটনা, দার্জিলিঙের সেনা আধিকারিকের মৃত্যু
Get the latest West Bengal News and Live Updates: চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী দার্জিলিঙের তাকদার বাসিন্দা সৎপাল রাই। এদিন দুর্ঘটনায় তাঁরও মৃত্যু হয়েছে।
LIVE
Background
কলকাতা: দিনভর আতঙ্কের পর মৈপীঠে (South 24 Paraganas Maipith) ধরা পড়ল বাঘ (Tiger)। ছাগলের টোপেই ধানখেত থেকে খাঁচাবন্দি (Tiger Captured)। শারীরিক পরীক্ষার পরে আজ ছাড়া হতে পারে জঙ্গলে।
মৈপীঠে বাঘ বন্দি হলেও, ভালুকের ভয়ে কাঁপছে জলপাইগুড়ি। তিস্তা উদ্যানে পায়ের ছাপ, মাটিতে মিলল রক্তের দাগ। খাঁচা নিয়ে অভিযান বন দফতর।
নাগাল্যান্ডের প্রসঙ্গ টেনে ফের বিএসএফের এক্তিয়ার বৃদ্ধিতে প্রশ্ন মমতার।
২৩ হাজার পুলিশ দিয়ে পুরভোট হবে কলকাতায়। ২৫ শতাংশ বুথে ভিডিওগ্রাফি, জানাল কমিশন। প্রতি বুথে থাকবে ২জন করে সশস্ত্র পুলিশ।
কেন্দ্রীয় বাহিনী নয়, পুলিশ দিয়েই পুরভোট। রাজ্যপালকে জানাল কমিশন। সুরক্ষায় রাজ্যের আশ্বাস মেলার দাবি। সন্তুষ্ট নন রাজ্যপাল। কমিশনকে চিঠি।
কমিশনের ভূমিকায় সন্তুষ্ট নয় বিজেপি। রাজ্যপালের কাছে দরবার। ত্রিপুরায় কেন পুলিশ দিয়ে ভোট? পাল্টা তৃণমূল।
পুরভোটে কেন থাকবে না ভিভিপ্যাট? পুর-মামলায় হাইকোর্টে প্রশ্ন বিজেপির। আজকের মধ্যে কমিশন-সরকারের জবাব তলব। শুক্রবার শুনানি।
সাংসদের বৈঠকে ফের অভিষেকের নিশানায় কংগ্রেস। বাংলায় আলাদা লড়াইয়ের প্রসঙ্গ টেনে দ্বিচারিতার অভিযোগ। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের বার্তা।
সংসদে কী রণকৌশল? অভিষেকের উপস্থিতিতে তৃণমূলের সংসদীয় দলের বৈঠক। গরহাজির নুসরত-মিমি। পাঠানো হল শোকজের নোটিস।
জয়গাঁও থানার এএসআইয়ের রহস্যমৃত্যু। বালি মাফিয়াদের হাতে খুন, বিস্ফোরক অভিযোগ দিলীপের। এতকিছু জানলেন কী করে? পাল্টা তৃণমূল।
WB News Live Updates: কংগ্রেসকে নিশানা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের
কংগ্রেসের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। বাংলায় তৃণমূলকে হারাতে কংগ্রেস-বিজেপি একসঙ্গে লড়াই করে। সেই লড়াইয়ে যোগ দেয় সিপিএমও। কংগ্রেস ও বিজেপির মধ্যে যোগসূত্র আছে বললে, তা কি অবাস্তব হবে? কংগ্রেসকে নিশানা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের।
West Bengal News Live Updates: এসএসসি মামলায় কলকাতা হাইকোর্টে নজিরবিহীন ঘটনা
নিয়োগ মামলার শুনানিতে এবার এসএসসি-র আইনজীবীকেই এজলাস ছেড়ে বেরিয়ে যেতে বললেন বিচারপতি। কমিশনের আইনজীবী প্রথমে সেই নির্দেশ না মানায় শেরিফকেও ডাকলেন বিচারপতি। যদিও ডেপুটি শেরিফ আসার আগেই আদালত কক্ষ ছাড়েন এসএসসি-র আইনজীবী।
WB News Live Updates: সাইবার-অপরাধের নতুন কৌশল
সাইবার-অপরাধের নতুন কৌশল। মোবাইল ফোন হ্যাক করে টাকা হাতানোর জন্য ব্ল্যাকমেলিংয়ের অভিযোগ। টাকা না খোয়ালেও, প্রতারণার ফাঁদে সোনারপুরের খেয়াদা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্যা প্রিয়ঙ্কা মণ্ডলের। নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের।
West Bengal News Live Updates: দার্জিলিঙের সেনা আধিকারিকের মৃত্যু
জেনারেল বিপিন রাওয়াতের কপ্টার দুর্ঘটনা, দার্জিলিঙের সেনা আধিকারিকের মৃত্যু। জেনারেল বিপিন রাওয়াতের ব্যক্তিগত রক্ষী দার্জিলিঙের তাকদার বাসিন্দা সৎপাল রাই। তাঁরও আজ মৃত্যু হয়েছে। পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তা ট্যুইট করেছেন।
WB News Live Updates: প্রচারে সুদীপ বন্দ্যোপাধ্যায় ও শশী পাঁজা
কলকাতা পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী বাপি ঘোষের সমর্থনে প্রচারে সুদীপ বন্দ্যোপাধ্যায় ও শশী পাঁজা। দলীয় প্রার্থীর হয়ে এদিন বাগবাজার এলাকায় প্রচার করেন সাংসদ-বিধায়করা। গাড়িতে রং-বেরংয়ের বেলুন লাগিয়ে চলে বর্ণাঢ্য শোভাযাত্রা।