West Bengal Breaking News LIVE: কাল কোচবিহার সফর নিয়ে রাজ্যপালকে কড়া চিঠি মুখ্যমন্ত্রীর
Get the latest West Bengal News and Live Updates: ‘বাংলায় বিজেপির ভরাডুবি’ বিষয়ে ভার্চুয়াল সেমিনারের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল
LIVE
Background
রাজভবনের সামনে অফিস ফেরত ফরাক্কার যুবকের মর্মান্তিক মৃত্যু। বৃষ্টিতে জলের তলায় রাস্তা, ল্যাম্পপোস্টে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর অভিযোগ। জলে দেহ ভাসতে দেখে পুলিশে খবর প্রত্যক্ষদর্শীদের।
ল্যাম্পপোস্ট থেকে খোলা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হিন্দুস্তান পেট্রোলিয়ামের ইঞ্জিনিয়রের মৃত্যুর অভিযোগ। দায় এড়িয়ে গেল সিইএসসি। এফআইআর করা হবে, জানালেন ফিরহাদ।
রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বর্ষণ। জল থইথই কলকাতার একাংশ। জলের তলায় এসএসকেএমের একাধিক ওয়ার্ড। হাওড়া, মুর্শিদাবাদ, বর্ধমান, বাঁকুড়ায় বজ্রপাতে ৬জনের মৃত্যু।
বাঙুর হাসপাতালে রোগী নিয়ে যাওয়ার ঠিক আগে আইসিইউ অ্যাম্বুল্যান্সে আগুন। পুড়ে ছাই আরও ১টি অ্যাম্বুল্যান্স। কাটোয়া হাসপাতালে রান্নার সিলিন্ডার বিস্ফোরণ। বৃষ্টির জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা।
করোনা আবহে এবার মাধ্যমিকেও কোপ। আপাতত হচ্ছে না পরীক্ষা। ১ জুন থেকে পরীক্ষা নেওয়া অসম্ভব, মনে করছে পর্ষদ। পরীক্ষা পিছোবে না এবছরের মতো বাতিল? সরকারের সিদ্ধান্তের অপেক্ষা।
১৩ তারিখ শীতলকুচি যাচ্ছেন রাজ্যপাল। ঘুরে দেখব হিংসা কবলিত এলাকা, ট্যুইটে জানালেন রাজ্যপাল। যাচ্ছেন বিএসএফের কপ্টারে। এসব ওনার কাজ নয়, কটাক্ষ সৌগতর। যেতেই পারেন, পাল্টা দিলীপ।
শীতলকুচিকাণ্ডে সিআইডির নজরে কোচবিহারের তৎকালীন পুলিশ সুপার। মাথাভাঙার আইসি-কে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পাঠানো হচ্ছে হাজিরার নোটিস। এসডিপিও, মাথাভাঙার এসআই-কেও তলব।
আক্রান্ত দলীয় কর্মীদের দেখতে গিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে বিজেপির ২ সাংসদ-বিধায়ক। চোপড়া থানা চত্বরেই রাজু বিস্ত, শঙ্কর ঘোষ ঘেরাও। উস্কানি দেওয়ার চেষ্টার প্রতিবাদ, দাবি তৃণমূলের।
বিধায়ক নয়, সাংসদই থাকতে চান নীশিথ প্রামাণিক-জগন্নাথ সরকার। দিনহাটার বিধায়ক পদে ইস্তফা ২-১দিনেই, দাবি নিশীথের। এমপি হলে, কে এমএলএ থাকতে চায়? মন্তব্য শান্তিপুরের জয়ী প্রার্থী জগন্নাথ সরকারের।
West Bengal News Live: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া। কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা-হুগলিতেও বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টি। উত্তরবঙ্গের একাংশেও বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া
WB News Live Updates: কাল কোচবিহার সফর নিয়ে রাজ্যপালকে কড়া চিঠি মুখ্যমন্ত্রীর
রাজ্যপালের ব্যক্তিগত বা সরকারি সফর রাজ্যকে জানিয়ে করার নিয়ম। কোচবিহার সফরে যাচ্ছেন, জানলাম সোশাল মিডিয়া থেকে। কয়েক দশকের প্রথা ভেঙে জেলা সফর করছেন। আপনার এই পদক্ষেপ দুর্ভাগ্যজনক। রাজ্য প্রশাসনকে এড়িয়ে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করায় যায় না। ২৬ সেপ্টেম্বর দেওয়া পরামর্শও আপনি মানেননি। ক্রমাগত সেই অনুরোধ আপনি অগ্রাহ্য করেছেন। আবারও অনুরোধ, এই ধরনের পদক্ষেপ থেকে বিরত থাকুন। রাজ্যপালকে কড়া চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
কাল কোচবিহার সফর নিয়ে রাজ্যপালকে কড়া চিঠি মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: দুয়ারে রেশন প্রকল্প দ্রুত শুরু করাই প্রথম লক্ষ্য, আনুষ্ঠানিক ভাবে খাদ্য দফতরের দায়িত্ব নিয়ে বললেন রথীন ঘোষ
এদিকে এদিন আনুষ্ঠানিক ভাবে খাদ্য দফতরের দায়িত্ব নিলেন রথীন ঘোষ। সদ্য করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরলেও ভার্চুয়ালি শপথ নেন মধ্যমগ্রামের ৪ বারের বিধায়ক। তৃণমূলের ইস্তেহারে থাকা দুয়ারে রেশন প্রকল্প দ্রুত শুরু করাই প্রথম লক্ষ্য বলে জানালেন নতুন খাদ্যমন্ত্রী।
WB News Live Updates: গঙ্গায় ভেসে মালদহে মৃতদেহ এলে সম্মানের সঙ্গে সৎকারের ব্যবস্থা নিল প্রশাসন
ভিন রাজ্য থেকে ঝাড়খণ্ড হয়ে মালদার দিকে গঙ্গায় ভেসে আসতে পারে মৃতদেহ। তেমনটা হলে মৃতদেহ উদ্ধার হলে অন্ত্যেষ্টির ব্যবস্থা করে রাখল প্রশাসন। গঙ্গায় ভেসে যাওয়া মৃতদেহ করোনা আক্রান্তদের বলে সন্দেহ। তাই মাটির অন্তত ৫ ফিট গভীরে মৃতদেহ রাখার ব্যবস্থা হয়েছে। থাকছে জীবানুনাশক। তবে মৃতদেহগুলি বাংলায় ভেসে এলে সম্মানের সঙ্গে অন্ত্যেষ্টির ব্যবস্থা করা হবে, আশ্বাস প্রশাসনের। অযথা আতঙ্কিত না হওয়ার বার্তা দেওয়া হয়েছে।
WB News Live Updates: বিদ্যুৎ চুরি হচ্ছে, সিইএসসি-র সঙ্গে এবিষয়ে কথা বলব, বললেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস
বিদ্যুৎ চুরি হচ্ছে। সিইএসসি-র সঙ্গে এবিষয়ে কথা বলব। প্রতিক্রিয়া বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসের। রাজভবনের সামনে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনার প্রতিক্রিয়ায় বললেন অরূপ বিশ্বাস।