West Bengal News Live: বিবাহিত হয়েও অবিবাহিত পরিচয় দিয়ে রূপশ্রী প্রকল্পের টাকা ‘লোপাট’, দায়ের মামলা
Get the latest West Bengal News and Live Updates:সম্পূর্ণ ভেন্টিলেশনে রয়েছেন রাজ্যের ক্রেতা সুরক্ষামন্ত্রী
LIVE
Background
মঙ্গলবার মাধ্যমিকের রেজাল্ট। সকাল নটায় আনুষ্ঠানিক ফলপ্রকাশ। ১০টা থেকে ওয়েবসাইটে ফল। ফলপ্রকাশের দিনেই অভিভাবকদের হাতে দেওয়া হবে মার্কশিট। প্রকাশিত হবে না মেধাতালিকা।
আদালতের নির্দেশ মেনেই উচ্চ প্রাথমিকে নিয়োগ। ১৯ জুলাই শুরু ইন্টারভিউ, চলবে চার অগাস্ট পর্যন্ত। নিয়োগ তথ্য মিলছে ওয়েবসাইটে। শূন্যপদ ১৪ হাজার ৩৩৯ জন। জানালেন শিক্ষামন্ত্রী।
আজ রাজ্যে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির প্রবেশিকা জয়েন্ট এন্ট্রান্স। করোনাকালে প্রথম পরীক্ষাকেন্দ্রে হাজির হয়ে পরীক্ষা দেবেন ৯২ হাজারের বেশি পরিক্ষার্থী। রেল-মেট্রোর স্টাফ স্পেশালে মিলবে ছাড়।
এনএইচআরসির রিপোর্ট নিয়ে আইনি পরামর্শ রাজ্যের। কুখ্যাত দুষ্কৃতী হিসেবে নাম থাকাদের দিয়ে মানহানির মামলা করানোর সম্ভাবনা। হাইকোর্টে রিপোর্টকে চ্যালেঞ্জের সম্ভাবনা। যাওয়া হতে পারে সুপ্রিম কোর্টে।
জাতীয় মানবাধিকার কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন। কমিশনের সদস্য প্রাক্তন এবিভিপি নেতা। ট্যুইটারে আতিফ রশিদের প্রোফাইল তুলে ধরে বিতর্ক উস্কে দিলেন অভিষেক মনু সিঙ্ঘভি।
দলত্যাগ বিরোধী আইনে মুকুলের বিধায়ক পদ খারিজে অধ্যক্ষের ঘরে শুনানিতে শুভেন্দু। পরবর্তী শুনানি ৩০ জুলাই। আদালতে যাওয়ার ভাবনা বিজেপির। যে যেখানে ইচ্ছে যাক, প্রতিক্রিয়া মুকুলের।
বিধানসভায় বিজেপির ছেড়ে যাওয়া স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান বদল। নতুন ৮ চেয়ারম্যানের নাম ঘোষণা অধ্যক্ষের। একটি বাদে সব কমিটির চেয়ারম্যানের দায়িত্বে তৃণমূল বিধায়করা।
কাঁথি কো-অপারেটিভ মামলায় স্বস্তি শুভেন্দুর। রিজার্ভ ব্যাঙ্কে নিয়মিত অডিট রিপোর্ট পাঠানো হচ্ছে। কোনও স্পেশাল অডিট নয়, জানাল হাইকোর্ট। সংশ্লিষ্ট সব পক্ষকে হলফনামা জমার নির্দেশ।
West Bengal News Live:বিবাহিত হয়েও অবিবাহিত পরিচয় দিয়ে রূপশ্রী প্রকল্পের টাকা ‘লোপাট’, দায়ের মামলা
বিবাহিত হয়েও অবিবাহিত পরিচয় দিয়ে রূপশ্রী প্রকল্পের টাকা ‘লোপাট’।ভুয়ো পরিচয় দিয়ে ফের রূপশ্রী প্রকল্পের টাকা হাতানোর অভিযোগ ।মুর্শিদাবাদের পর এবার বীরভূমের নলহাটি।৮ মহিলার বিরুদ্ধে অভিযোগ দায়ের নলহাটির বিডিও-র।‘৮ জনই বিবাহিত এবং সন্তানের মা’ ,অবিবাহিত দাবি করে প্রকল্পের ২৫ হাজার টাকা তুলে নেওয়ার অভিযোগ।একাধিক ধারায় মামলা রুজু করে তদন্তে পুলিশ
West Bengal News Live: প্রায় তিন মাস পর কলকাতায় করোনায় মৃত্যু শূন্য
৬৮ দিনে বাংলায় এক অঙ্কে নামল দৈনিক মৃত্যু।প্রায় তিন মাস পর কলকাতায় করোনায় মৃত্যু শূন্য।মৃত্যুর সংখ্যা স্বস্তি দিলেও, সংক্রমণে ফের শীর্ষে দার্জিলিং।রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৮৯৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতের সংখ্যা ৮ জন।রাজ্যে একদিনে সুস্থ ১০৪২ জন
West Bengal News Live: ভর সন্ধ্যায় মালদার রতুয়ায় শ্যুটআউট, গুলিবিদ্ধ ব্যবসায়ী ভর্তি হাসপাতালে
ভর সন্ধ্যায় মালদার রতুয়ায় শ্যুটআউট। ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি।বাইকে বাড়ি ফেরার পথে হামলা।ব্যবসায়ীর ডান পায়ে গুলি লাগে।গুলিবিদ্ধ ব্যবসায়ী মালদা মেডিক্যালে ভর্তি।ছিনতাইয়ের উদ্দেশ্যে হামলা বলে প্রাথমিক অনুমান পুলিশের।ঘটনার তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ
West Bengal News Live: ফের চূড়ান্ত অমানবিকতার ছবি, ৫ বছর ধরে শিকল বাঁধা অসুস্থ যুবক
কোচবিহারের পর এবার বাঁকুড়ার শালবনি।ফের চূড়ান্ত অমানবিকতার ছবি। ৫ বছর ধরে শিকল বাঁধা অসুস্থ যুবক।পরিবারের দাবি, ওই যুবক মানসিক ভারসাম্যহীন।খবর পেয়ে উদ্ধার করে চিকিৎসার আশ্বাস প্রশাসনের
West Bengal News Live: দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বাংলাদেশের নাগরিক? বিতর্ক উস্কে ট্যুইট কংগ্রেস সাংসদের
দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বাংলাদেশের নাগরিক? বিতর্ক উস্কে ট্যুইট কংগ্রেস সাংসদ রিপুন ভোরার। একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের উল্লেখ করে ট্যুইট।‘একজন বিদেশি নাগরিক কেন্দ্রীয় মন্ত্রী, বিষয়টি গভীর উদ্বেগের। তদন্ত করে বিষয়টি স্পষ্ট করতে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি।’ ট্যুইট কংগ্রেসের রাজ্যসভার সাংসদ রিপুন ভোরার