West Bengal News Live কোচবিহারের দিনহাটায় রাজ্যপালকে গোব্যাক স্লোগান
Get the latest West Bengal News and Live Updates: বন্ধ ঘরে আগুন, ধোঁয়া বেরোতে থাকায় আতঙ্ক
LIVE
Background
হিংসা পরিস্থিতি দেখতে আজ শীতলকুচি, কাল অসমে রাজ্যপাল। বারবার অনুরোধ অগ্রাহ্য, প্রথা ভেঙে দুর্ভাগ্যজনক সফর। কড়া চিঠি ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর। আইনের শাসন থেকে সরে যাচ্ছে সরকার, পাল্টা ধনকড়।
রাজভবনের সামনে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়েই ফরাক্কার তরুণ ইঞ্জিনিয়রের মৃত্যু। প্রাথমিক রিপোর্ট ময়নাতদন্তের। বিদ্যুৎ নেওয়া হয়েছিল হুকিং করে, মত ফরেন্সিকের। তদন্তের নির্দেশ পুরপ্রশাসকের।
বিধায়ক নয়, সাংসদই থাকতে চান নিশীথ প্রামাণিক-জগন্নাথ সরকার। বিধানসভায় গিয়ে ইস্তফা। আশা পূরণ না হওয়ায় পদত্যাগ, কটাক্ষ পার্থর। দফতরে গিয়ে দায়িত্ব নিলেন রথীন, পুলক।
বাংলায় বিজেপির ভরাডুবি নিয়ে সেমিনার। বিতর্কের মুখে বিশ্বভারতীতে সেমিনার বাতিল। বিজ্ঞপ্তিও ডিলিট। হারের কারণ পর্যালোচনায় শিক্ষাঙ্গনে সেমিনারে প্রশ্ন। শুধুই বদনামের চেষ্টা, পাল্টা বিজেপি।
মাধ্যমিকের পর এবার পিছোতে পারে উচ্চমাধ্যমিকও। পরীক্ষার্থীদের জীবনের চেয়ে মূল্যবান কিছু নয়, সরকারি সিদ্ধান্তের অপেক্ষা, জানালেন সংসদ সভাপতি। পরীক্ষা হলে, হবে নিজের স্কুলে।
West Bengal News Live: রাজ্যপালকে আক্রমণ সৌগত রায়ের
কোচবিহার সফর ও গোটা ঘটনাক্রম নিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায়ের প্রতিক্রিয়া, 'সাংবিধানিক রীতি ভাঙছেন রাজ্যপালই'। ফের রাষ্ট্রপতির কাছে নালিশ জানানোর হুঁশিয়ারিও দেন তিনি।
West Bengal News Live: দিনহাটায় রাজ্যপালকে গোব্যাক স্লোগান
কোচবিহারের দিনহাটায় রাজ্যপালকে গোব্যাক স্লোগান। দিনহাটা থানার আইসি-কে ধমক রাজ্যপালের। এর আগে জোড়পাটকিতেও রাজ্যপালের বিরুদ্ধে পোস্টার, গোলকগঞ্জে কালো পতাকা।
West Bengal News Live: ডেকার্স লেনে বেসরকারি অফিসে আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন
ডেকার্স লেনে বেসরকারি অফিসে আগুন। বন্ধ ঘরে আগুন, ধোঁয়া বেরোতে থাকায় আতঙ্ক। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন
WB News Live Updates: অজয়ের বালির চর থেকে উদ্ধার একের পর এক শিবলিঙ্গ
অজয়ের বালির চর থেকে উদ্ধার একের পর এক শিবলিঙ্গ। খবর জানাজানি হতেই ভিড় জমালেন স্থানীয়রা। শুরু হয়েছে পুজোপাঠ। লাউদোহা ফরিদপুর ব্লকের গোগলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নতুন ডাঙ্গা এলাকার পাশেই বয়ে গিয়েছে অজয় নদী। সেখানেই দেখা মেলে শিবলিঙ্গগুলি। অজয় নদী থেকে বালি তোলার সময় বুধবার বিকালে একটি শিবলিঙ্গ বের হয়। বুধবার সেরকম গুরুত্ব না দিলেও বৃহস্পতিবার ফের বালি তোলার সময় বের হয় ৯টি শিবলিঙ্গ।
West Bengal News Live: "ব্যাঙ্কিং জালিয়াতি"র শিকার প্রৌঢ়া
করোনা কালেই "ব্যাঙ্কিং জালিয়াতি"র শিকার। অথর্ব স্বামীর পেনশনের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হওয়া মাত্রই সেই টাকা উধাও হয়ে যাচ্ছে দীর্ঘ দু মাস ধরে, এমনই অভিযোগ মেদিনীপুর শহরের লালদিঘি এলাকার বাসিন্দা মনিকা দাসের। তিন মাস ধরে ব্যাঙ্ক আর সাইবার ক্রাইম থানার দরজায় কড়া নেড়ে পায়ের জুতোর শুকতলা খসলেও কোনও সুরাহা পেলেন না বছর পঞ্চাশের প্রৌঢ়া।