West Bengal News Live: ফের স্কচ পুরস্কারে সম্মানিত পশ্চিমবঙ্গ সরকার
Get the latest West Bengal News and Live Updates: মেট্রোর স্মার্ট কার্ডে বাড়ল সিকিউরিটি ডিপোজিট। স্মার্ট কার্ড নিতে গেলে এবার থেকে দিতে হবে ১২০ টাকা, ফেরতে মিলবে ৮০ টাকা।
LIVE
Background
সীমান্ত সুরক্ষা নিয়ে রাজ্যের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের বৈঠকের দিনই অশান্ত কোচবিহার। সিতাইয়ে ভারত-বাংলাদেশ সীমান্ত বিএসএফের গুলি, মৃত ৩।
বৈঠকের দিনেই অশান্ত
নিহতদের মধ্যে একজন কোচবিহারে বাসিন্দা, দুজন বাংলাদেশি। গরুপাচার ঠেকাতেই গুলি, দাবি স্থানীয়দের। পাচারকারীদের বাধা দেওয়ায় আহত ১ জওয়ান, দাবি বিএসএফের।
‘গুলিতে মৃত ভারতীয়’
কোমরের নিচে না করে কেন মাথায় গুলি ? বিএসএফের মদত ছাড়া সীমান্তে কীভাবে সম্ভব গরুপাচার ? প্রশ্ন উদয়নের। গরুপাচারে জড়িত স্থানীয় তৃণমূল নেতারাই, পাল্টা সুকান্ত।
‘কেন মাথায় গুলি ?’
বিএসএফের পরিসর বৃদ্ধির বিরুদ্ধে ১৬ নভেম্বর বিধানসভায় প্রস্তাব আনছে রাজ্য। সংসদে সরব হব, হুঁশিয়ারি সুদীপের। দেশের সুরক্ষা নিয়েও রাজনীতি, পাল্টা দিলীপ।
এক্তিয়ার-বিরোধী প্রস্তাব ?
পুরভোটের আগে হাওড়া পুরসভা থেকে আলাদা হল বালি পুরসভা। বিরোধীশূন্য বিধানসভায় পাস প্রস্তাব। মানুষের কাছে পরিষেবা পৌঁছতেই সিদ্ধান্ত, জানালেন চন্দ্রিমা।
আলাদা হাওড়া-বালি
পুরভোট নিয়ে ডিএম-এসপিদের সঙ্গে বৈঠক রাজ্য নির্বাচন কমিশনের। আজ মুখ্যসচিবের সঙ্গে বৈঠক। প্রস্তুত তৃণমূল, দাবি ফিরহাদের। সব পুরসভায় একসঙ্গে ভোটের দাবি বিজেপির।
পুরভোট তৎপরতা
আসন কমলেও উত্তরপ্রদেশ ধরে রাখতে পারেন যোগী। উত্তরাখণ্ড, মণিপুরে কংগ্রেসের সঙ্গে টক্কর বিজেপির। পাঞ্জাবে কংগ্রেসকে টেক্কা দিতে পারে আপ। আভাস সি ভোটারের সমীক্ষায়।
৫ রাজ্যে ভোট-সমীক্ষা
সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও অশান্ত ত্রিপুরা। আগরতলায় ফের আক্রান্ত তৃণমূল কংগ্রেস। আমবাসার তৃণমূল প্রার্থীর কৃষিজমি লণ্ডভণ্ড। অভিযুক্ত বিজেপি। অস্বীকার গেরুয়া শিবিরের।
ত্রিপুরায় ‘আক্রান্ত’ তৃণমূল
মঙ্গলবার থেকে সরকারি স্কুলের সঙ্গে রাজ্যে খুলছে বেসরকারি স্কুলও। কোনও স্কুলে শিফটে ক্লাস, কোথাও একসঙ্গে অনলাইন-অফলাইন ক্লাস।
খুলছে বেসরকারি স্কুলও
দূরপাল্লার ট্রেনে উঠছে স্পেশাল তকমা। করোনা আবহে দেড় বছর পর ফিরছে মেল ও এক্সপ্রেস ট্রেন। কবে থেকে বদল, প্রযুক্তিগত দিক খতিয়ে দেখে দিন ঘোষণা, জানাল রেল বোর্ড।
ফিরছে মেল-এক্সপ্রেস
মেট্রোর স্মার্ট কার্ডে বাড়ল সিকিউরিটি ডিপোজিট। স্মার্ট কার্ড নিতে গেলে এবার থেকে দিতে হবে ১২০ টাকা, ফেরতে মিলবে ৮০ টাকা। রবিবার থেকে সিদ্ধান্ত কার্যকর।
১২০ টাকায় স্মার্ট কার্ড
সল্টলেকে উদ্বেকজনক ডেঙ্গি পরিস্থিতি। গত দেড় মাসে আক্রান্ত ১৬০ জন। পরিস্থিতি সামাল দিতে জরুরি বৈঠকে বিধাননগর পুরসভা।
উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি
ভ্যাকসিন ছিটকে বিপত্তি। গবাদি পশুর রোগ ব্রুসেলোসিসের উপসর্গ নিয়ে ট্রপিক্যালে শতাধিক প্রাণিবন্ধু। একদিনে ৩০ জনের বেশি পরীক্ষা অসম্ভব, জানাল হাসপাতাল।
ব্রুসোলোসিস-বিপত্তি
২০২০ সালের অক্টোবরের তুলনায় চাহিদা কমল বাস-গাড়ির। দু চাকার বিক্রি কমল চব্বিশ দশমিক নয় চার শতাংশের। জানাল সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফাকচারার্সের।
চাহিদা কমল বাস-গাড়ির
জগদ্ধাত্রী পুজোয় আলোয় মালায় সেজেছে হুগলির চন্দননগর। নদিয়ার কৃষ্ণনগরেও চলছে জগদ্ধাত্রী আরাধনা।
West Bengal News Live : জমজমাট আনন্দপুরে অরিন্দম শীলের পুজোয়
জমজমাট আনন্দপুরে অরিন্দম শীলের পুজোয়। শান্তিপুর থেকে আনা রাজরাজেশ্বরী সাজের প্রতিমা থেকে ভোগ। ঐতিহ্যে ছেদ ফেলতে নারাজ শীল পরিবারের আজকের প্রজন্মও। সকালে পুজো, আরতি থেকে বিকেল আড্ডা, পেটপুজো। সবমিলিয়ে জমজমাট শীল বাড়ির পুজো।
West Bengal News Live : ফের স্কচ পুরস্কারে সম্মানিত পশ্চিমবঙ্গ সরকার
ফের স্কচ পুরস্কারে সম্মানিত হল পশ্চিমবঙ্গ সরকার। স্কুল শিক্ষা দফতর এবং উচ্চ শিক্ষা দফতর পেয়েছে গোল্ড অ্যাওয়ার্ড। একই পুরস্কারে সন্মানিত হয়েছে রাজ্য সরকারের পর্যটন ও সংস্কৃতি বিভাগও। ওই বিভাগের কর্মীদের শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন রাজ্য সরকারের পরিষেবা ও জনমতের উপর ভিত্তি করে, স্কচ পুরস্কার দেওয়া হয়।
West Bengal News Live : পশ্চিমবঙ্গের তৃণমূল নেতৃত্বকে যেন থাকতে না দেওয়া হয়, ত্রিপুরার হোটেলে দুষ্কৃতীদের ‘হুমকি’
ত্রিপুরার তেলিয়ামুড়ায় একটি হোটেলে দুষ্কৃতীদের ‘হুমকি’। ওই হোটেলেই উঠেছেন তৃণমূলের ২ বিধায়ক অভিজিৎ সিংহ ও খোকন দাস। "পশ্চিমবঙ্গের তৃণমূল নেতৃত্বকে যেন হোটেলে থাকতে না দেওয়া হয়।" হোটেল মালিকের স্ত্রীকে ‘হুঁশিয়ারি’ দুষ্কৃতীদের
West Bengal News Live : এবিপি আনন্দ আলোক আনন্দ বিশেষ সম্মান পেল বাদুড়বাগান সর্বজনীনের পুজো
এবিপি আনন্দ আলোক আনন্দ বিশেষ সম্মান পেল বাদুড়বাগান সর্বজনীনের পুজো। এই পুজোও এবার যথেষ্ট নজরকাড়া।
West Bengal News Live : নয় বছর আগে বিহার থেকে হারিয়ে যাওয়া ছেলেকে হাওড়া থেকে ফিরে পেল পরিবার
নয় বছর আগে বিহার থেকে হারিয়ে যাওয়া ছেলেকে হাওড়া থেকে ফিরে পেল পরিবার। সৌজন্যে হ্যাম রেডিও। মনোজ পাসওয়ান। আঠাশ বছরের এই যুবক হারিয়ে গিয়েছিলেন ৯ বছর আগে। বিহারের বাকা জেলার বাসিন্দা মনোজ পাসওয়ান। দীর্ঘদিন পরে হারানো মনোজকে ফিরে পেয়ে খুশি পরিবারের লোকজন।