Saline Controversy: স্যালাইনকাণ্ডের প্রতিবাদে কলেজ স্কোয়ারে শুভেন্দু অধিকারীর প্রতিবাদ মিছিল
ABP Ananda Live: মেদিনীপুরে মেডিক্যালে বিষ স্যালাইনকাণ্ড, এবার প্রতিবাদ কলকাতায় । স্যালাইনকাণ্ডে অসুস্থ প্রসূতির পরিবারকে নিয়ে রাজভবনে শুভেন্দু । কীভাবে দিনের পর দিন রাজ্যের সরকারি হাসপাতালে বিতর্কিত স্যালাইন? কর্ণাটকে নিষিদ্ধ, তাও কীভাবে বাংলার সরকারি হাসপাতালে RL স্যালাইন? কলেজ স্কোয়ার থেকে বিজেপিপন্থী চিকিৎসক সংগঠনের মিছিল।
স্যালাইনকাণ্ডে এফআইআরে নাম থাকা ২ চিকিৎসককে ভবানীভবনে জিজ্ঞাসাবাদ সিআইডির:
এদিকে, স্যালাইনকাণ্ডে এফআইআরে নাম থাকা ২ চিকিৎসককে ভবানীভবনে জিজ্ঞাসাবাদ সিআইডির। চিকিৎসক দিলীপ কুমার পাল ও চিকিৎসক হিমাদ্রি নায়েককে জিজ্ঞাসাবাদ। মেদিনীপুর মেডিক্যাল কলেজের ২ চিকিৎসককে জিজ্ঞাসাবাদ সিআইডি-র। প্রসূতি মৃত্যুর দিন অপারেশন থিয়েটারে থাকার কথা ছিল ২ চিকিৎসকের, ২ চিকিৎসকের নাম ছিল এফআইআরে। সরকারি হাসপাতালে চিকিৎসা না করে ২ চিকিৎসক অন্য জায়গায় ছিলেন বলে অভিযোগ। অভিযুক্ত হিসেবে ২ জনকে সমন করে সিআইডি। স্যালাইনকাণ্ডে ১৩ জন চিকিৎসকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করা হয়।


















