West Bengal News Live Updates: হিংসার জন্য বাংলা ছেড়ে অসমে যাওয়া শিশুদের পুনর্বাসনের ব্যবস্থা করুন, অনুরোধ কেন্দ্রীয় সংস্থার
Get the latest West Bengal News and Live Updates: শিশুটির বাবা বলে দাবি করা ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে
LIVE
Background
আজই বাংলার ৭ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে কিষাণ সম্মান নিধির প্রথম কিস্তির টাকা। সকাল ১১টায় ভার্চুয়াল বৈঠক প্রধানমন্ত্রীর। তারপরেই অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার টাকা। আবেদন ৪০ লক্ষ কৃষকের।
শীতলকুচির পরে দিনহাটাতেও রাজ্যপালকে গো ব্যাক স্লোগান। কালো পতাকা। আইসিকে ধমক ধনকড়ের।
মমতার প্ররোচনামূলক বক্তব্যেই রক্তাক্ত বাংলা। বিজেপি সাংসদকে নিয়ে কোচবিহারে আক্রান্তদের সঙ্গে দেখা করে বিস্ফোরক রাজ্যপাল। অপসারণের দাবিতে রাষ্ট্রপতির কাছে যাওয়ার প্রস্তুতি তৃণমূলের।
কলকাতার পর এবার শিবপুর। জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বালকের মৃত্যু। জমা জল সরানোর কাজ করছিলেন পুরকর্মীরা, তাও কী করে ল্যাম্পপোস্টে বিদ্যুৎ? প্রশ্ন স্থানীয়দের। তদন্তের নির্দেশ সিইএসসির।
৬ মাস পরেও কেন হল না জিএসটি কাউন্সিলের বৈঠক? ৩ মাস অন্তর বৈঠক না ডাকা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। অবিলম্বে ভার্চুয়াল বৈঠক ডাকা হোক, নির্মলা সীতারমণকে চিঠি অমিত মিত্রর।
West Bengal News Live: হিংসার জন্য বাংলা ছেড়ে অসমে যাওয়া শিশুদের পুনর্বাসনের ব্যবস্থা করুন, অনুরোধ কেন্দ্রীয় সংস্থার
ভোট পরবর্তী হিংসার জন্য বাংলা ছেড়ে অসমে যাওয়া শিশুদের পুনর্বাসনের ব্যবস্থা করুন। অসমের ধুবরি ও কোকরাঝাড়ের জেলাশাসককে চিঠি দিয়ে অনুরোধ করল জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশন। পুলিশকেও বিষয়টি মানবিক দিক থেকে দেখার অনুরোধ করেছে কমিশন। পরিস্থিতি অনুযায়ী উপযুক্ত পদক্ষেপেরও আবেদন করা হয়েছে।
West Bengal News Live: বীরভূমের নলহাটিতে ব্যবসায়ীর রহস্যমৃত্যু, বিজেপির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, অস্বীকার শাসক দলের
বীরভূমের নলহাটিতে ব্যবসায়ীর রহস্যমৃত্যু। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ বিজেপির। বিজেপি করায় পিটিয়ে খুনের অভিযোগ।খুনের অভিযোগ অস্বীকার তৃণমূলের।খুনের মামলা রুজু করে তদন্তে পুলিশ।
WB News Live Updates: হাজার হাজার তফশিলি সম্প্রদায়ের মানুষ ঘরছাড়া, অভিযোগ সাম্পলার
হিংসার অভিযোগ খতিয়ে দেখতে দু’দিনের রাজ্য সফরে এসেছে জাতীয় তফশিলি কমিশনের ৬ সদস্যের প্রতিনিধি দল। গতকাল পূর্ব বর্ধমানের পর আজ দুই ২৪ পরগনায় যান জাতীয় তফশিলি কমিশনের চেয়ারম্যান বিজয় সাম্পলা। তাঁর অভিযোগ, বাংলায় তফশিলি সম্প্রদায়ের উপর যে অত্যাচার হয়েছে, তা দেশের স্বাধীনতার পর আর কোথাও হয়নি। হাজার হাজার তফশিলি সম্প্রদায়ের মানুষ ঘরছাড়া। সরকার অবিলম্বে তাঁদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করুক, দিক নিরাপত্তা।
West Bengal News Live: করোনাকালে আনা যাবে না অনাস্থা প্রস্তাব, নির্দেশ মুর্শিদাবাদ জেলা তৃণমূল নেতৃত্বর
করোনাকালে গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতিতে আনা যাবে না অনাস্থা প্রস্তাব। মুর্শিদাবাদে নির্দেশ দিল জেলা তৃণমূল নেতৃত্ব। যদিও উল্টো সুর দলেরই বিধায়কের গলায়। রাজ্যের শাসকদলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।
WB News Live Updates: কোচবিহারের পর এবার নন্দীগ্রাম যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনকড়
কোচবিহারের পর এবার নন্দীগ্রাম যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। ‘ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি খতিয়ে দেখবেন রাজ্যপাল’।বিএসএফের কপ্টারে কাল সকালে নন্দীগ্রামে যাচ্ছেন রাজ্যপাল।নন্দীগ্রাম বাজারে, বঙ্কিম মোড়, কেন্দামারিতে যাবেন রাজ্যপাল।এলাকা পরিদর্শনের পর জানকীনাথ মন্দির যাবেন রাজ্যপাল