West Bengal News Live: নবান্নে শিল্পপতি গৌতম আদানির সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের সব খবরের আপডেট দেখে নিন এক নজরে...
LIVE
Background
কলকাতা: অজিত পাঁজার নাতনি, শশী পাঁজার মেয়ে। পাঁজা পরিবারের তৃতীয় প্রজন্ম এবার ভোটের ময়দানে। মায়ের হয়ে এতদিন প্রচার করেছেন, এবার তাঁর হয়ে ৮ নম্বর ওয়ার্ডে মা প্রচারে। প্রথমবার কাউন্সিলর হওয়ার লক্ষ্যে মা শশী পাঁজাই ভরসা পূজা পাঁজার।
চড়ছে পুরভোটের পারদ৷ বামেদের নতুন মুখ অন্বেষা ভৌমিক এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন কলকাতা পুরসভার ৯৫ নম্বর ওয়ার্ড থেকে। এত ব্যস্ততার মধ্যেও কীভাবে সুস্থ থাকছেন রাজনৈতিক নেতারা? কি খাচ্ছেন শরীর ঠিক রাখতে? পাওয়ার মিলে আজ অন্বেষা ভৌমিকের খাওয়া-দাওয়ার ছবি৷
বাসে (Bus) উঠে বাসযাত্রীদের সুবিধা অসুবিধার কথা শুনলেন রাজ্য পরিবহণ নিগমের সদ্যনিযুক্ত চেয়ারম্যান মদন মিত্র (Madan Mitra)। যদুবাবুর বাজার থেকে সরকারি বাসে তিনি ধর্মতলা পর্যন্ত যান। কামারহাটির তৃণমূল বিধায়ক জানান, যাত্রীদের থেকে যা শুনলেন, সে বিষয়ে তিনি পরিবহণ দফতরকে রিপোর্ট দেবেন।
জোরকদমে চলছে পুরসভার প্রচার। বাড়ি বাড়ি ঘুরছেন প্রার্থীরা। ৯১ ও ৯০ নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী, আইনজীবী বৈশ্বানর চট্টোপাধ্যায় ও তাঁর স্ত্রী চৈতালি। দেখে নেব, দম্পতির পাওয়ার মিল।
বিশ্বভারতী (ViswaBharati) কর্তৃপক্ষ জল, বিদ্যুৎ সংযোগ দিলে পৌষমেলা করতে আপত্তি নেই। বোলপুর পুরসভার চিঠির উত্তরে জানাল শান্তিনিকেতন ট্রাস্ট। মেলার আয়োজন করতে চেয়ে ২২ নভেম্বর বিশ্বভারতী কর্তৃপক্ষ ও শান্তিনিকেতন ট্রাস্টকে চিঠি দিয়েছিল পুরসভা। ২০২০ সালে করোনা পরিস্থিতিতে বন্ধ ছিল পৌষমেলা।
কলকাতা পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী কামিনী তিওয়ারি। মন্দিরে পুজো দিয়ে, প্রচার শুরু করলেন প্রার্থী। প্রচারে জনসংযোগকেই হাতিয়ার করছেন তিনি।
তাপমাত্রা কমলেও কমছে না ডেঙ্গির দাপট। করোনা আবহে ঘরবন্দি বহু পরিবার। ভাইরাসের বাহক মশার কামড়ে আক্রান্ত হচ্ছেন একই পরিবারের একাধিক সদস্য। তার জেরে ভিড় বাড়ছে হাসপাতালে। এই পরিস্থিতিতে উদ্বেগ বাড়াছে বৃষ্টির পূর্বাভাস।
মুম্বই সফরে বাংলার শিল্পবান্ধব পরিবেশ তুলে ধরলেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। কেন শিল্পপতিদের গন্তব্য হওয়া উচিত বাংলা, তা বোঝাতে মুখ্যমন্ত্রীর দাবি, বাংলায় পরিকাঠামোগত উন্নয়ন হয়েছে। জমি সমস্যা নেই। নষ্ট হয় না কর্মদিবস। বাংলায় লগ্নির জন্য সওয়াল করেন মুম্বইয়ের এক শিল্পপতিও।
সহজে লোন শোধের টোপ দিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ। নির্দিষ্ট অ্যাপ ডাউনলোডের পরামর্শ। লিঙ্কে ক্লিক করলেই হ্যাকারদের দখলে চলে যাচ্ছে মোবাইল ফোন! অ্যাকাউন্ট থেকে নিমেষে গায়েব হয়ে যাচ্ছে টাকা! কলকাতা শহরে আর্থিক প্রতারণার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। বিবৃতি দিয়ে সতর্ক করল কলকাতা পুলিশ।
West Bengal News Live Updates: নিম্নমানের কাজের অভিযোগ তুলে রাস্তা তৈরি আটকালেন গ্রামবাসীরা
নিম্নমানের কাজের অভিযোগ তুলে রাস্তা তৈরি আটকালেন গ্রামবাসীরা। মালদার মানিকচকের ঘটনা। খারাপ কাজের অভিযোগ মানতে নারাজ ঠিকাদার সংস্থা। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কাটমানির কারবার চলছে, বলে কটাক্ষ করেছে বিজেপি। অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসকদল।
WB News Live Updates: বৃহস্পতিবার মিলেনিয়াম পার্কের ফেরি ঘাট থেকে হাওড়া পর্যন্ত লঞ্চে সফর করলেন মদন মিত্র
বৃহস্পতিবার মিলেনিয়াম পার্কের ফেরি ঘাট থেকে হাওড়া পর্যন্ত লঞ্চে সফর করলেন মদন মিত্র। কথা বললেন আমজনতার সঙ্গে। তার আগে কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ পরিদর্শনে যান পরিবহণ নিগমের চেয়ারম্যান মদন মিত্র।
West Bengal News Live Updates: জমি বিবাদকে কেন্দ্র করে আক্রান্ত ক্যানিংয়ের পূর্ব শিবনগর গ্রামের বাসিন্দা
জমি বিবাদকে কেন্দ্র করে আক্রান্ত ক্যানিংয়ের পূর্ব শিবনগর গ্রামের বাসিন্দা। বাড়ি ফেরার পথে মারধরের পর এলোপাথাড়ি কোপ। গুরুতর আহত অবস্থায় ক্যানিং হাসপাতালে নিয়ে আসা হয় করিমুল্লা সর্দারকে। অবস্থার অবনতি হওয়ায় পরে নিয়ে যাওয়া হয় ন্যাশনাল মেডিক্যাল কলেজে। পলাতক অভিযুক্তদের খোঁজে পুলিশ।
WB News Live Updates: কলকাতার ইন্সটিটিউট অফ নিউরো সায়েন্স থেকে নিখোঁজ রোগী
কলকাতার ইন্সটিটিউট অফ নিউরো সায়েন্স থেকে নিখোঁজ রোগী। নিখোঁজ রোগীর নাম মহম্মদ সাদ্দাম। শৌচাগারে যাওয়ার নাম করে নিখোঁজ রোগী। আজই হাসপাতাল থেকে ছুটি হওয়ার কথা ছিল। পোশাক পরিবর্তন করে হাসপাতাল থেকে বেপাত্তা রোগী। বেনিয়াপুকুর থানায় অভিযোগ দায়ের। মহম্মদ সাদ্দাম বিহারের বাসিন্দা।
West Bengal News Live Updates: পথদুর্ঘটনা রুখতে অভিনব উদ্যোগ ছেলেহারা বাবার
পথদুর্ঘটনা রুখতে অভিনব উদ্যোগ ছেলেহারা বাবার। ঠিক যে জায়গায় বাইক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিল ছেলে, সেখানে ছেলের ছবি লাগানো ফ্লেক্স দিয়ে আস্তে গাড়ি চালানোর আর্জি জানাচ্ছেন বাবা! এমনই দৃশ্য ধরা পড়েছে পূর্ব বর্ধমানের মেমারির বিনয়পল্লিতে।