West Bengal News Live: কন্যাসন্তান হওয়ার অপরাধে সদ্যোজাতকে খুনের অভিযোগ
সব জেলার খবর দেখে নিন এক ঝলকে
LIVE
Background
কোচবিহারের বামুনহাটের পর নয়ারহাটেও ভোট প্রচারে গিয়ে তৃণমূলের বাধার মুখে দিনহাটার বিজেপি প্রার্থী অশোক মণ্ডল। দেওয়া হয় গো ব্যাক স্লোগান। একসময় মুখোমুখি বচসাতেও জড়িয়ে পড়ে দু’পক্ষ! পুলিশ এসে সামাল দেয় পরিস্থিতি।
তৃণমূল যা করছে ভোটবাক্সে মানুষ তার জবাব দেবে। প্রচারে বাধা পেয়ে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন কোচবিহারের দিনহাটার বিজেপি প্রার্থী। জনগণের ক্ষোভের প্রতিফলন, সাফাই তৃণমূলের।
জমি বিবাদের জেরে গুলিবিদ্ধ হলেন এক যুবক। মাথাভাঙার জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের কাজিরমোড় এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, গুলিবিদ্ধ ওই যুবকের নাম মহম্মদ ছামিউল মিয়া। জবিবাদের জেরেই এমন ঘটনা বলে দাবি স্থানীয়দের।
ভয় দেখিয়ে বিজেপির নেতা-কর্মীদের দলে টানছে তৃণমূল। মতুয়া অধ্যুষিত বিলকান্দায় প্রচারে গিয়ে অভিযোগ তুললেন খড়দার বিজেপি প্রার্থী জয় সাহা। উন্নয়নে সামিল হতেই বিজেপি ছাড়ছেন অনেক নেতা-কর্মী। পাল্টা দাবি তৃণমূলের।
মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে জ্বরে আক্রান্ত শিশুর সংখ্যাবৃদ্ধির পাশাপাশি দেখা দিয়েছে ওষুধের সঙ্কট। উদ্বেগের কথা জানিয়েছেন হাসপাতালের চিকিত্সকদের একাংশ। দ্রুত সঙ্কট মেটানোর আশ্বাস মেদিনীপুর মেডিক্যালের প্রিন্সিপালের।
নাগাড়ে বৃষ্টি। প্রবল দুর্ভোগে দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকার মানুষেরা। জলের তলায় কাকদ্বীপ, ডায়মন্ড হারবার, পাথরপ্রতিমা, নামখানার বিস্তীর্ণ এলাকা। কোথাও হাঁটুসমান, কোথাও কোমর জল।
ফের প্রকৃতির রুদ্ররূপের শিকার উত্তরাখণ্ড। বেড়াতে গিয়ে বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন ১৪ জন বাঙালি পর্যটক। প্রবল বৃষ্টি ও ধসের জেরে তাঁরা আটকে পড়েন। সবাই সুস্থ থাকলেও, কবে বাড়ি ফিরবেন তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
পুজোয় বেড়াতে গিয়ে প্রবল বৃষ্টিতে কেদারনাথে আটকে পড়েছেন চুঁচুড়ার একটি পরিবার। দু’দিন ধরে মিলছে না খাবার, জল। স্থানীয় প্রশাসন কোনও সাহায্য করছে না, অভিযোগ পর্যটক পরিবারের। রাজ্য সরকারের কাছে সাহায্যের আবেদন আত্মীয়দের।
বাংলা ও উত্তর ওড়িশা উপকূলে তৈরি হওয়া নিম্নচাপ সরল বিহারে। দক্ষিণবঙ্গবাসী বৃষ্টির হাত থেকে কিছুটা রেহাই পেলেও, বৃহস্পতিবার পর্যন্ত ছাতা মাথাতেই থাকতে হবে পাহাড়কে, পূর্বাভাস আবহাওয়া দফতরের। কালিম্পং সহ একাধিক জায়গায় ধস।
গোখরোর কামড়ে মৃত্যু হল ইংরেজবাজারের এক বাসিন্দার। কোথাও সাপ বেরিয়েছে খবর পেলেই ওই যুবক সেখানে গিয়ে সেটিকে ধরে জঙ্গলে ছেড়ে আসতেন বলে স্থানীয় সূত্রে খবর। পুখুরিয়া এলাকায় সাপ ধরতে গেলে ছোবল খান তিনি।
হাতির হাত থেকে বাঁচাতে হবে লক্ষ্মীরূপী ফসল। তাই একইসঙ্গে লক্ষ্মী ও গজরাজকে তুষ্ট রাখার চেষ্টা। সেই চেষ্টারই ফল স্বরূপ বাঁকুড়ার রামকানালি গ্রামে ১২৩ বছর ধরে হয়ে আসছে গজলক্ষ্মীর আরাধনা।
দুর্গাপুরে মৌমাছির কামড়ে এক ব্যক্তির মৃত্যু। আরও অনেকে মৌমাছির কামড় খাওয়ায় এলাকাজুড়ে আতঙ্ক। প্রশাসনের তরফে বনদফতরের সঙ্গে যোগাযোগ করা হলে মৌমাছি হঠাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
WB News Live Updates: একবালপুরে একদিনের শিশুকে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে
একবালপুরে একদিনের শিশুকে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে। কন্যাসন্তান হওয়ায় বালিশ চাপা দিয়ে খুন, নার্সিংহোমেই নজরবন্দি বাবা-মা। খুনের মামলা রুজু পুলিশের। বাঁকুড়ার ছাতনায় ধানজমি খুঁড়ে ষোল দিনের শিশুকন্যার মৃতদেহ উদ্ধার করল পুলিশ। গ্রেফতার বাবা।
WB News Live: কন্যাসন্তান হওয়ার অপরাধে সদ্যোজাতকে খুনের অভিযোগ
শুধুমাত্র কন্যাসন্তান হওয়ার অপরাধে সদ্যোজাতকে খুনের অভিযোগ উঠল তাঁর মায়ের বিরুদ্ধে!তাও আবার নার্সিংহোমেরই কেবিনে! দুদিনব্যাপী মা লক্ষ্মীর আরাধনার মধ্যে এমনই ঘটনার সাক্ষী হল কলকাতার একবালপুর এলাকার একটি বেসরকারি হাসপাতাল। পুলিশ সূত্রে খবর, সোমবার একবালপুরের নেতাজি সুভাষ নার্সিংহোমে ভর্তি হন লাভলি সিং নামের এক মহিলা। মঙ্গলবার সকালে এক কন্যা সন্তানের জন্ম দেন তিনি। আজ ভোরে নার্স ও আয়ারা কেবিনে গিয়ে দেখেন সদ্যোজাত শিশুকন্যা নিথর অবস্থায় পড়ে রয়েছে। সন্দেহ হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষকে খবর দেন তাঁরা। চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন শিশুকন্যার মৃত্যু হয়েছে।
WB News Live Updates: ধানজমি খুঁড়ে উদ্ধার ষোল দিনের এক শিশুকন্যার মৃতদেহ
বাঁকুড়ার ছাতনার তুলসা গ্রামে ধানজমি খুঁড়ে ষোল দিনের এক শিশুকন্যার মৃতদেহ উদ্ধার করল পুলিশ। পুলিশ সূত্রে দাবি, জেরায় ওই শিশুকন্যাকে খুনের কথা স্বীকার নিয়েছে তার বাবা। পরপর দুটি কন্যা সন্তান হওয়ার কারণেই এক মেয়েকে খুনের সিদ্ধান্ত বলে জেরায় জানিয়েছে সে।
WB News Live: নিম্নচাপ ও কোটালের জোড়া ফলায় বিদ্ধ সুন্দরবন
নিম্নচাপের জেরে প্রবল বর্ষণ দক্ষিণবঙ্গে. এর মধ্যে গোদের ওপর বিষফোঁড়া পূর্ণিমার কোটাল। নিম্নচাপ ও কোটালে জোড়া ফলায় জেরবার দক্ষিণ ২৪ পরগনা সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল। গঙ্গাসাগরের ঘোড়ামারা দ্বীপ নদী ভাঙ্গনের ফলে হুগলি নদীর গর্ভে তলিয়ে গেল খাশিমারা নিম্ন বুনিয়াদী বিদ্যালয়। বুধবার বিকেলে হঠাৎ করে হুগলি নদীতে ভাঙ্গন দেখতে পায় স্থানীয় কয়েকজন কিছু বুঝে ওঠার আগে আস্ত স্কুল বাড়িটি হুগলি নদী গ্রাসে নিমজ্জিত হয়। টানা বৃষ্টির জেরে ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবনের বেশ কয়েকটি কাঁচা বাড়ি। এরমধ্যে প্রশাসনের তরফ থেকে বিভিন্ন স্কুল ও ফ্লাট সেন্টার গুলি সাধারণ মানুষের জন্য খুলে দেয়া হয়েছিল। কিন্তু হঠাৎ বিকেলবেলা আস্ত স্কুলবাড়ি নদীগর্ভে চলে যাচ্ছে দেখে আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয়রা।
WB News Live Updates: সিকিম ঘুরতে গিয়ে মৃত্যু হল মালদার এক পর্যটকের
সিকিম ঘুরতে গিয়ে মৃত্যু হল মালদার এক পর্যটকের। মৃত ব্যক্তি পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষক। ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া।মৃতদেহ মালদায় ফিরিয়ে নিয়া আসার বিষয়ে তৎপরতা শুরু করেছে পরিবারের সদস্যরা।