(Source: Poll of Polls)
West Bengal News Live: স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে তৎপর রাজ্য সরকার, আরও ২০ হাজার পড়ুয়াকে দেওয়া হল কার্ড
Get the latest West Bengal News and Live Updates : রাজ্যের প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের আপডেটে চোখ রাখুন...
LIVE
Background
হাসপাতাল চত্বরে পার্টি অফিস খোলা যাবে না। মুখ্যমন্ত্রীর কড়াবার্তার পরই তৎপর প্রশাসন। হাবড়া হাসপাতালের কাছে যেখানে ঘর ভাড়া নিয়েছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা, সেই এলাকা পরিদর্শন করলেন প্রশাসনিক কর্তারা। পুরভোটের আগে চাপে রাখার চেষ্টা হচ্ছে, মন্তব্য করেছে বিজেপি।
ভেড়ির মাছ চোর সন্দেহে ৮ বছরের শিশুকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার শাসনে। মারধরের অভিযোগে গ্রেফতার তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সদস্যর আত্মীয়। দুঃখজনক ঘটনা, তদন্ত হচ্ছে, প্রতিক্রিয়া স্থানীয় তৃণমূল নেতৃত্বের।
সমস্যা রয়েছে ব্যারাকপুরের রাস্তা ও নিকাশি নিয়ে। প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর কাছে বিধায়ক পরিস্থিতির কথা তুলে ধরতেই তৎপর প্রশাসন। ব্যারাকপুরের লালকুঠি এলাকায় ঘোষপাড়া রোড পরিদর্শন করল পূর্ত দফতর ও পুলিশ-প্রশাসন। দ্রুত রাস্তা সংস্কারের আশ্বাস মিলেছে পূর্ত দফতর ও প্রশাসনের তরফে।
প্রত্যন্ত কোনও গ্রামের রাস্তা নয়। কিন্তু দু’পাশের বেড়ে ওঠা আগাছার জঙ্গল দেখে বিশ্বাস করাই কঠিন, এই রাস্তা খড়গপুর পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের। শুধু জঙ্গলই বেড়ে ওঠেনি, প্রায়দিনই এখান থেকে বেরিয়ে আসে বিষধর সাপ! বুধবার সাপের কামড়ে এক পঞ্চম শ্রেণির পড়ুয়ার মৃত্যুর পর আগাছার ভিড় কমাতে উদ্যোগ নিলেন স্থানীয়রাই। খড়গপুর পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের কালকাটি এলাকার বাসিন্দাদের অভিযোগ, বারবার ওয়ার্ড কো-অর্ডিনেটরকে জানিয়েও কোনও লাভ হয়নি। এই ঘটনায় ঘটনায় তুঙ্গে রাজনৈতিক তরজা।
এবার কি আলাদা পুরসভা হওয়ার পথে মালদার চাঁচল? পরিবহণমন্ত্রীর মন্তব্যে নতুন করে স্বপ্ন দেখছেন এলাকার বাসিন্দা। পুরভোটের আগে পুরসভা গঠন সম্ভব নয়, কটাক্ষ বিজেপির। সব প্রতিশ্রুতি পূরণ করেছেন মুখ্যমন্ত্রী, দ্রুত চাঁচলে পুরসভা হবে, পাল্টা দাবি করেছে তৃণমূল।
WB News Live Updates: বেহালায় অস্বাভাবিক মৃত্যু স্কুলছাত্রীর
বেহালার পর্ণশ্রীতে অস্বাভাবিক মৃত্যু হল এক স্কুলছাত্রীর। পুলিশ সূত্রে খবর, ঘর থেকে উদ্ধার হয়েছে ঝুলন্ত দেহ। পরিবারের তরফে জানানো হয়েছে মোবাইলে আসক্তি ছিল ছাত্রীর। তার জন্য বকাঝকা করেছিলেন বাবা। অনুমান, তাতেই অভিমানে আত্মঘাতী হয়েছে মেয়ে।
West Bengal News Live : অভিনব কায়দায় প্রতারণা নাকতলায়
অভিনব কায়দায় প্রতারণার অভিযোগ নাকতলায়। নিজের ঘড়ি, আঙটি মহিলার জিম্মায় দিয়ে, মহিলার সোনার আঙটি নিয়ে চম্পট দিলেন ব্যক্তি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
WB News Live Updates: ভাইরাল অডিও ক্লিপ বিতর্কে নাম জড়াল সৌমিত্র খাঁর
এবার ভাইরাল অডিও ক্লিপ বিতর্কে নাম জড়াল সৌমিত্র খাঁর। কথোপকথনে শোনা যায়, লোকসভা ভোটে বাংলায় তিনটের বেশি আসন পাবে না বিজেপি। পঞ্চায়েত ভোটে ভরাডুবি হবে নিশীথ প্রামাণিকের। তৃণমূল বা তাঁর বিরোধীরা এর সঙ্গে যুক্ত বলে দাবি বিষ্ণুপুরের বিজেপি সাংসদের।
West Bengal News Live : উদ্ধার ২ হাত বাঁধা কিশোর
হাত বেঁধে ২ কিশোরীকে বাইকে করে নিয়ে যাওয়ার সময় কান্না শুনে সন্দেহ। তিলজলায় হাতেনাতে পাকড়াও করল পুলিশ। দুই কিশোরীকে পাচারের চেষ্টা? তদন্তে পুলিশ।
WB News Live Updates: ট্রেনে ফের মিলবে রান্না করা খাবার, সিদ্ধান্ত রেল কর্তৃপক্ষের
ট্রেনে ফের মিলবে রান্না করা খাবার। সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। তোড়জোড় শুরু হয়ে গিয়েছে বেস কিচেনগুলিতে। ট্রেনের যাত্রাপথে ফের মিলবে গরম গরম খাবারের স্বাদ। মেল, এক্সপ্রেসে ফিরে আসছে প্যান্ট্রি কার। সেই সঙ্গে খুলে যাচ্ছে বেস কিচেন। রেল কর্তৃপক্ষের সিদ্ধান্তের পরই প্রস্তুতি শুরু শিয়ালদা বেস কিচেনে।