West Bengal News Live: ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত ৮৪২, মৃত্যু ১৬ জনের
Get the latest West Bengal News and Live Updates: গণপরিবহণে সিসিটিভি ক্যামেরার ব্যবহারের প্রস্তাব। বাসের ভিতরে, বাইরে ও বাসস্ট্যান্ডে হেল্পলাইন নম্বরের প্রচার।
LIVE
Background
পেগাসাসের নিশানায় থেকে রেহাই পায় নি সিবিআই-ও? ২০১৮-য় অপসারণের আগে হ্যাক করা হয়েছিল প্রাক্তন অধিকর্তা অলোক বর্মার ৩টি নম্বর। টার্গেটে ছিল রাকেশ আস্থানা-ও! বিস্ফোরক দাবি দ্য ওয়্যারের।
ইজরায়েলি স্পাইওয়্যার ব্যবহার করে হ্যাক করা হয়েছিল অনিল অম্বানির ফোন নম্বরও? তালিকায় ছিল রাফাল প্রস্তুতকারী ফরাসি সংস্থা দাসোঁর প্রতিনিধি-ও। পেগাসাস নিয়ে বিস্ফোরক দাবি দ্য ওয়্যারের।
পেগাসাস বিতর্কের মধ্যেই এবার লোকসভা ভোটে টেকনিক্যাল-রিগিংয়ের অভিযোগ তৃণমূলের। দফায় দফায় সংসদে বিক্ষোভ। মোদি-অমিত শাহের বিবৃতি দাবি। বাদল অধিবেশনের ঠিক আগে রিপোর্টে উদ্দেশ্য দেখছে কেন্দ্র।
স্পাইওয়্যার নিয়ে তথ্য-প্রযুক্তি মন্ত্রীর বক্তব্য পেশের সময় উত্তপ্ত রাজ্যসভা। হাত থেকে কাগজ টেনে ছিঁড়ে ফেললেন শান্তনু সেন। স্বাধিকারভঙ্গের নোটিস আনার প্রস্তুতি বিজেপির। পাল্টা হেনস্থার অভিযোগ তৃণমূলের।
ভোটের আগে কালীঘাটে সুব্রত বক্সি-অভিষেক-পিকের সঙ্গে বৈঠকও সবার অজান্তে রেকর্ডিং হয়ে গিয়েছিল। পেগাসাস বির্তকে বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর।
কর ফাঁকির অভিযোগ। দৈনিক ভাস্করের একাধিক অফিসে আয়কর হানা। সংবাদপত্রের মালিকের বাড়িতেও তল্লাশি। হিটলারি কায়দায় ভয় দেখিয়ে কণ্ঠরোধের চেষ্টা চালাচ্ছে মোদি সরকার, আক্রমণে মমতা।
সুপারি কিলার দিয়েই শহিদ দিবসের রাতে বিরাটিতে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে তৃণমূল কর্মী খুন। অনুমান পুলিশের। নেতাদের সঙ্গে অভিযুক্তের ছবি দিয়ে বিজেপি যোগের অভিযোগ তৃণমূলের। অনেকেই ছবি তোলে, পাল্টা অর্জুন।
শিক্ষক বদলি নিয়ে অনলাইনেই আবেদন। উৎসশ্রী নামে পোর্টাল চালু করছে রাজ্য। ১৬ অগাস্ট থেকে ১৫ সেপ্টেম্বর ফের দুয়ারে সরকার। ১ সেপ্টেম্বর থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধে।
West Bengal News Live: মামা রাজ্যের মত্স্যমন্ত্রী, এই পরিচয়ে সহকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার কাঁথির কৃষি দফতরের চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীর
তাঁর মামা রাজ্যের মত্স্যমন্ত্রী। তিনি অখিল গিরির ভাগ্নে। অভিযোগ, এই পরিচয়ে সহকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করতেন কাঁথির কৃষি দফতরের চুক্তিভিত্তিক এক গ্রুপ ডি কর্মী। আজ তাঁর বিরুদ্ধে বিক্ষোভ দেখান সহকর্মীরাই। অভিযুক্তকে ভাগ্নে বলে স্বীকার করে, মন্ত্রীর আস্বাস, তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
West Bengal News Live: পারিবারিক বচসার জেরে ছেলের হাতে গুলিবিদ্ধ মা
পারিবারিক বচসার জেরে ছেলের হাতে গুলিবিদ্ধ হলেন মা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদীয়ার নাকাশিপাড়ার চন্দনপুর গ্রামে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় চন্দনপুরের বাসিন্দা রাহুল শেখের সঙ্গে তার বাবা টেঙা শেখের বচসা চলছিল। অভিযোগ, সেই সময় হঠাৎই রাহুল বন্দুক বেড় করে তার বাবাকে গুলি করতে যায়।
West Bengal News Live: গাড়িতে বাতি লাগানো নিয়ে নতুন নির্দেশিকা জারি করল পরিবহণ দফতর
গাড়িতে বাতি লাগানো নিয়ে নতুন নির্দেশিকা জারি করল পরিবহণ দফতর। বিপর্যয় মোকাবিলা ও জরুরি পরিষেবায় নিযুক্তদের গাড়িতে নীলবাতি-লালবাতি নয়, লাগাতে হবে মাল্টিকালার বাতির প্যানেল। এখন থেকে গাড়িতে তিনরঙা বাতি ব্যবহার করবেন তাঁরা।
West Bengal News Live: রাজপুর-সোনারপুর পুরসভার পর এবার কসবা থানা, ফের পোশাক-ফতোয়া নিয়ে বিতর্ক
রাজপুর-সোনারপুর পুরসভার পর এবার কসবা থানা। ফের পোশাক-ফতোয়া নিয়ে বিতর্ক। হাফ প্যান্ট পরে থানায় যাওয়ায় দুই যুবককে ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠল কসবা থানার বিরুদ্ধে।পরে পোশাক বদলে তবেই থানায় ঢুকে অভিযোগ জানাতে পারেন এক যুবক। ঘটনায় তোলপাড় পুলিশ প্রশাসনে। বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে দাবি ডিসি এসএসডি-র।
West Bengal News Live: রাজ্যপালের আমন্ত্রণে রাজভবনে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়
রাজ্যপালের আমন্ত্রণে রাজভবনে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বিকেল ৪টেয় রাজভবনে যান বিধানসভার স্পিকার। প্রায় দেড় ঘণ্টা রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন।
‘মানুষের স্বার্থে সাংবিধানিক সংস্থার ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে। ট্যুইট করে জানালেন রাজ্যপাল জগদীপ ধনকড়। বিধানসভা নিয়ে রাজ্যপালের কিছু ভুল ধারণা ছিল, কেটে গেছে। বৈঠক শেষে প্রতিক্রিয়া বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের।