West Bengal News Live: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই রাজ্যজুড়ে স্কুল খোলার তোড়জোড় শুরু
Get the latest West Bengal News and Live Updates: উত্তর থেকে দক্ষিণে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে প্রস্তুতি শুরু জোরকদমে।
LIVE
Background
কলকাতা: করোনাকালে ১৬ নভেম্বর থেকে ফের রাজ্যে খুলছে স্কুল-কলেজ। মুখ্যসচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর। আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত খুলছে স্কুল। অষ্টম শ্রেণি পর্যন্ত অনলাইনেই পড়াশোনা। স্কুলে স্কুলে শুরু প্রস্তুতি।
করোনার দৈনিক সংক্রমণে শীর্ষেই কলকাতা, মৃত্যুতে উত্তর ২৪ পরগনার সঙ্গে ১ নম্বরে। হাওড়া, হুগলি-সহ একাধিক জেলায় কনটেনমেন্ট জোন।
গোয়ার পরে উত্তরপ্রদেশ কংগ্রেসও ভাঙন। বাবাকে সঙ্গে নিয়ে মমতার উপস্থিতিতে তৃণমূলে প্রিয়ঙ্কা ঘনিষ্ঠ ললিতেশ। গুরুত্বে নারাজ অধীর।
২৮ তারিখ গোয়ায় মমতা। তৃণমূলে যোগ দিতে পারেন রেমো ফার্ন্ডান্ডেজ, লাকি আলি থেকে নাফিসা আলি। স্থানীয় ২টি দলের সঙ্গে জোটের সম্ভাবনা।
ভারতকে পথ দেখাচ্ছে মমতার বাংলা। গোয়া-ত্রিপুরা নিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের। আগে ত্রিপুরার সব আসনে প্রার্থী দিন, কটাক্ষ শুভেন্দুর।
উত্তরাখণ্ড থেকে দু’দফায় রাজ্যে ফিরল মৃত ৫ অভিযাত্রীর দেহ। বিকাশ, তনুময়, শুভায়ন, সৌরভ, রিচার্ড মণ্ডলের দেহ ঘিরে শোকের ছায়া।
চেক আপের জন্য ভর্তি হওয়ার পর প্রবল শ্বাসকষ্ট। এসএসকেএমের আইসিসিইউ-তে পঞ্চায়েতমন্ত্রী। এইমসে ভর্তি ম্যালেরিয়া আক্রান্ত রাজ্যপাল।
রবীন্দ্র সরোবরে ভাসছে একের পর এক মরা মাছ। জল থেকে দুর্গন্ধ। দূষণই দায়ী, মনে করছেন পরিবেশবিদরা। পরিদর্শনে কেএমডিএ-মৎস্য দফতর।দূষণের গ্রাসে সরোবর
WB News Live Updates: ক্যানসার আক্রান্তকে ভর্তি নিয়েও, ছুটি দেওয়ার অভিযোগ কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের বিরুদ্ধে
ক্যানসার আক্রান্তকে ভর্তি নিয়েও, ছুটি দেওয়ার অভিযোগ উঠল। কাঠগড়ায় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল। উত্তর কলকাতার এক বাসিন্দাকে দিনভর চেষ্টা করেও, ভর্তি করানো যায়নি বলে দাবি পরিবারের।
WB News Live Updates: ক্যানসার আক্রান্তকে ভর্তি নিয়েও, ছুটি দেওয়ার অভিযোগ কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের বিরুদ্ধে
ক্যানসার আক্রান্তকে ভর্তি নিয়েও, ছুটি দেওয়ার অভিযোগ উঠল। কাঠগড়ায় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল। উত্তর কলকাতার এক বাসিন্দাকে দিনভর চেষ্টা করেও, ভর্তি করানো যায়নি বলে দাবি পরিবারের।
West Bengal News Live: রাজ্যে করোনায় লাফিয়ে বাড়ছে সংক্রমণ, স্বাস্থ্যসচিবকে চিঠি কেন্দ্রীয় স্বাস্থ্যসচিবের
রাজ্যে করোনায় লাফিয়ে বাড়ছে সংক্রমণ। রাজ্যের স্বাস্থ্যসচিবকে চিঠি কেন্দ্রীয় স্বাস্থ্যসচিবের।
WB News Live Updates: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই রাজ্যজুড়ে স্কুল খোলার তোড়জোড় শুরু
মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই স্কুল খোলার তোড়জোড় শুরু। উত্তর থেকে দক্ষিণে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে কলকাতা পুরসভার তরফে চলছে স্যানিটাইজেশন। এতদিন বন্ধ থাকায় স্কুলের ছত্রে ছত্রে প্রকট দৈন্য দশা। কীভাবে সবকিছু গুছিয়ে উঠবেন বুঝতে পারছেন না, দমদম পার্কের কৃষ্ণপুর আদর্শ বিদ্যামন্দির কর্তৃপক্ষ।
West Bengal News Live: রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৮০৬, ১৫জনের মৃত্যু
রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৮০৬, ১৫জনের মৃত্যু। দৈনিক সংক্রমণের শীর্ষে কলকাতা, একদিনে আক্রান্ত ২৪৮। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত হয়ে ৬জনের মৃত্যু। উত্তর ২৪ পরগনায় একদিনে ১৪৮জন সংক্রমিত, ৬জনের মৃত্যু।পূর্ব বর্ধমানে একদিনে ২৩জন সংক্রমিত, ২জনের মৃত্যু।