West Bengal News Live: এখনও নিয়ন্ত্রণে আসেনি নিউ ব্যারাকপুরের আগুন, খোঁজ নেই ৪ শ্রমিকের
Get the latest West Bengal News and Live Updates: ৩ ঘণ্টার আবশ্যিক বিষয়ের পরীক্ষা দেড় ঘণ্টায় হবে
LIVE
Background
নিউ ব্যারাকপুরের তালবান্দায় গেঞ্জি কারখানা ও ওষুধের গুদামে বিধ্বংসী আগুন।শোনা যায় বিস্ফোরণের শব্দ। সিলিন্ডার বিস্ফোরণের অনুমান দমকলের। ৪ জন শ্রমিকের আটকে পড়ার আশঙ্কা। পাশেই রয়েছে রঙের গুদাম। ফলে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
হাওড়ায় পাখার গুদামেও আগুন। ভোর ৪টে নাগাদ গোলাবাড়ি থানা এলাকায় সিইএসসি অফিসের কাছে ওই গুদাম থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। উল্টোদিকেই দমকলের সদর দফতর। দমকলের ৯টি ইঞ্জিনের ঘণ্টাদুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও কারখানার একাংশ ততক্ষণে পুড়ে গিয়েছে। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক তদন্তে দমকলের অনুমান।
ইয়াসের তাণ্ডবের পরেই সাগরের চৌরঙ্গিতে কাঠকলেও আগুন। গতকাল রাত দেড়টা নাগাদ ওই কাঠকলে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের ২টি ইঞ্জিন। ঘণ্টা তিনেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুড়ে যায় কাঠকলটি। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
West Bengal News Live: রোবট এনে আগুন নেভানোর চেষ্টা ব্যর্থ
নিউ ব্যারাকপুরের গেঞ্জি কারখানায় এখনও নিয়ন্ত্রণে এল না আগুন। রোবট এনে আগুন নেভানোর চেষ্টা ব্যর্থ। কারখানা চত্বরে স্যানিটাইজারের মতো দাহ্য পদার্থ থাকাতেই বিপদ, প্রাথমিক তদন্তে ধারণা।
West Bengal News Live: নিউ ব্যারাকপুরের আগুন এখনও নিয়ন্ত্রণের বাইরে
এখনও নিয়ন্ত্রণে আসেনি নিউ ব্যারাকপুরের আগুন। খোঁজ নেই ৪ শ্রমিকেরও।
West Bengal News Live: ১৬ ঘণ্টা পরেও নেভেনি নিউ ব্যারাকপুরের গেঞ্জি কারখানার আগুন
১৪ ঘণ্টা পার, এখনও নিয়ন্ত্রণে আসেনি নিউ ব্যারাকপুরের আগুন। শিল্পতালুকে গেঞ্জি কারখানা ও ওষুধের গুদামে ভোররাতে লাগে আগুন। আগুনে সঙ্গে লড়ছে দমকলের ১৫টি ইঞ্জিন। ভিতরেই ঢুকতে পারেননি দমকল কর্মীরা। আগুন নেভাতে আনা হয় রোবট। শেষপর্যন্ত পে লোডারের সাহায্যে দেওয়াল ভাঙার কাজ চলছে।
West Bengal News Live: ১৪ ঘণ্টা পার, এখনও নিয়ন্ত্রণে আসেনি নিউ ব্যারাকপুরের আগুন
১৪ ঘণ্টা পার, এখনও নিয়ন্ত্রণে আসেনি নিউ ব্যারাকপুরের আগুন। শিল্পতালুকে গেঞ্জি কারখানা ও ওষুধের গুদামে ভোররাতে লাগে আগুন। আগুনে সঙ্গে লড়ছে দমকলের ১৫টি ইঞ্জিন। ভিতরেই ঢুকতে পারেননি দমকল কর্মীরা। আগুন নেভাতে আনা হয় রোবট। শেষপর্যন্ত পে লোডারের সাহায্যে দেওয়াল ভাঙার কাজ চলছে।
West Bengal News Live: জলমগ্ন মালদা মেডিকেল কলেজ ওয়ার্ডের একাংশ
একটানা বৃষ্টিতে জলমগ্ন মালদা মেডিকেল কলেজ ওয়ার্ডের একাংশ। জল ঢুকে পড়েছে অপারেশন থিয়েটারে।