West Bengal News Live : উৎসবের মরসুমেই উদ্বেগ বাড়াচ্ছে করোনা সংক্রমণ, বঙ্গে নতুন করে আক্রান্ত ৯৮২
West Bengal News LIVE Updates: পেটে সূচ, ৪দিন ধরে একের পর এক হাসপাতালের ‘প্রত্যাখ্যান’! মমতার সফর থেকে পুরভোটের প্রস্তুতি। রাজ্যের প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের আপডেটে পেতে নজর রাখুন........
LIVE
Background
রাত নামলেই সক্রিয় হয়ে উঠছে বালি মাফিয়ার দল। অজয়ের বুক থেকে অবৈধভাবে তুলে নেওয়া হচ্ছে বালি। অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। তাঁদের দাবি, তার জেরেই ভাঙনে বিপর্যস্ত বেগুনখোলা গ্রাম। পূর্ব বর্ধমানের কেতুগ্রামে এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলাশাসক।
দিনহাটায় উপনির্বাচনের আগে BSF অফিসারের সঙ্গে দেখা করে বিধিভঙ্গ করেছেন দিলীপ ঘোষরা। জেলাশাসকের কাছে এই অভিযোগ জানাল তৃণমূল। যদিও নিজেদের অবস্থানে অনড় রয়েছে বিজেপি। অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেছে বামেরা। যদিও তা মানতে নারাজ তৃণমূল।
মুর্শিদাবাদের বহরমপুরে জলাভূমি ভরাটের প্রতিবাদে বিদ্বজ্জনদের অবস্থান ও অনশন কর্মসূচি বানচাল করল পুলিশ। ছাব্বিশজন আন্দোলনকারীকে আটক করা হয়। পুলিশের বিরুদ্ধে অনশনমঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। প্রতিবাদে পথে নামেন আন্দোলনকারীরা। এই ঘটনায় তরজায় জড়িয়েছে কংগ্রেস ও তৃণমূল।
জিতুক বা হারুক, ভারতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকবে বিজেপি। গোয়ায় তৃণমূল নেত্রীর সফরের দিনই এই মন্তব্য করলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। রাহুল গান্ধী সম্পর্কেও পিকে-র গলায় কটাক্ষের সুর। বিজেপির হাত শক্ত করছেন! পাল্টা আক্রমণ কংগ্রেসের। পিকের ব্যক্তিগত মত। প্রতিক্রিয়া তৃণমূলের।
তিস্তা বিশ্বাসের মৃত্যু দুর্ঘটনা নয়। ষড়যন্ত্র। পুরভোটের আগে চাঞ্চল্যকর অভিযোগ তুলল বিজেপি। সিবিআই তদন্তেরও দাবি তুলেছে তারা। পুলিশের তদন্তের আগেই রাজনৈতিক রং লাগানো ঠিক নয়। পাল্টা মন্তব্য করেছে তৃণমূল।
কোভিড বাড়ায় কড়া পদক্ষেপ রাজপুর-সোনারপুর পুরসভার। গতকাল থেকে তিনদিন পুর-এলাকায় বন্ধ থাকবে বাজার, দোকান। শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্য বেচাকেনায় ছাড়। গতকাল সকাল থেকে বন্ধ রাজপুর, গড়িয়া, বালিয়া-সহ একাধিক বাজার। চলছে বাজার এলাকা স্যানিটাইজ করার কাজ
WB News Live Updates: এখনও বন্যার জলে ভাসছে পূর্ব মেদিনীপুরের পটাশপুরের বিস্তীর্ণ এলাকা
এখনও বন্যার জলে ভাসছে পূর্ব মেদিনীপুরের পটাশপুরের বিস্তীর্ণ এলাকা। তার ফল ভুগছেন গ্রামবাসীরা। অভিযোগ, বন্যার জলে রেশন কার্ড নষ্ট হয়ে যাওয়ায় মিলছে না দুয়ারে রেশন প্রকল্পের পরিষেবা। সমস্যার কথা মানছে রেশন ডিলার্স অ্যাসোসিয়েশন থেকে শুরু করে স্থানীয় প্রশাসনও। দ্রুত সমাধানের আশ্বাস মহকুমাশাসকের।
West Bengal News Live: স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও পরিষেবা দিতে অস্বীকার করার অভিযোগ উঠল শিলিগুড়ির মেডিকা হাসপাতালের বিরুদ্ধে
স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও পরিষেবা দিতে অস্বীকার করার অভিযোগ উঠল শিলিগুড়ির মেডিকা হাসপাতালের বিরুদ্ধে। বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পথে হাঁটছে রোগীর পরিবার। যদিও অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
WB News Live Updates: রাজ্যে ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ। তবু একাংশের মাস্ক পরায় চরম অনীহা
রাজ্যে ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ। তবু একাংশের মাস্ক পরায় চরম অনীহা। শুক্রবার সকাল থেকেই লেকটাউন-বাঙুর-দমদম পার্ক বাস স্টপ সংলগ্ন এলাকায় পথে নামে পুলিশ। দুপুর ২টো পর্যন্ত ৩৬ জনকে গ্রেফতার করা হয়।
West Bengal News Live: আন্তর্জাতিক সাইবার অপরাধচক্রের পর্দাফাঁস
আন্তর্জাতিক সাইবার অপরাধচক্রের পর্দাফাঁস। পুলিশের জালে প্রতারণাচক্রের মূল পাণ্ডা রাজেশ সিং বাঘেল-সহ ২। ধৃত রাজেশ পেশায় আইটি ইঞ্জিনিয়ার। পুলিশ সূত্রে দাবি, রাজেশের হাত ধরেই রাজ্যের একাধিক জেলায় গড়ে ওঠে ভুয়ো কল সেন্টার। ধৃতকে ৫ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।
WB News Live Updates: আন্তর্জাতিক সাইবার অপরাধচক্রের পর্দাফাঁস, পুলিশের জালে প্রতারণাচক্রের মূল পাণ্ডা রাজেশ সিং বাঘেল-সহ ২
আন্তর্জাতিক সাইবার অপরাধচক্রের পর্দাফাঁস। পুলিশের জালে প্রতারণাচক্রের মূল পাণ্ডা রাজেশ সিং বাঘেল-সহ ২। ধৃত রাজেশ পেশায় আইটি ইঞ্জিনিয়ার। পুলিশ সূত্রে দাবি, রাজেশের হাত ধরেই রাজ্যের একাধিক জেলায় গড়ে ওঠে ভুয়ো কল সেন্টার। ধৃতকে ৫ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।