(Source: Poll of Polls)
West Bengal News Live: রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত ৭৮৪, মৃত্যু ৬ জনের
Get the latest West Bengal News and Live Updates:
LIVE
Background
কলকাতা: বিধায়ক হিসেবে শপথ নিলেন মমতা। নজিরবিহীনভাবে বিধানসভায় এসে শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল।বিধানসভায় মমতা-সহ ৩ বিধায়কের শপথগ্রহণে গরহাজির বিজেপি!
বিধায়ক হিসেবে মমতার শপথগ্রহণের দিনই বিজেপি শিবিরে আরও ভাঙন। ৪ কেন্দ্রে উপনির্বাচনের আগে তৃণমূলে ফিরলেন সব্যসাচী। (বাইট--‘কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল, আবেগতাড়িত হয়ে অন্য দলে গিয়েছিলাম’। সব্যসাচীকে নিয়ে তৃণমূলেই ভিন্নসুর। বিধানসভার মধ্যে দলবদল কেন? প্রশ্ন সুকান্তের।
৪ কেন্দ্রে ভোটের জন্য তৃণমূল প্রার্থীদের মনোনয়ন। খড়দা, গোসাবা, শান্তিপুর, দিনহাটার বিজেপি প্রার্থী ঘোষণা। শান্তিপুরে বামেদের পরে প্রার্থী দিল কংগ্রেসও।
প্রার্থী ঘোষণা বিজেপির
ফের বঙ্গ-বিজেপির দায়িত্বে কৈলাস, অরবিন্দ মেনন। ৮০জনের জাতীয় কর্মসমিতিতে মিঠুন, দীনেশ ত্রিবেদী। বিশেষ আমন্ত্রিত সদস্য রাজীব বন্দ্যোপাধ্যায়।
ফের দায়িত্বে কৈলাস
মুকুলের বিধায়ক-পদ রাখিজ নিয়ে কী সিদ্ধান্ত? হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে বিধানসভার অধ্যক্ষ। ১৫ নভেম্বর পর্যন্ত হাইকোর্টে শুনানি স্থগিত।
কয়লাকাণ্ডে এডিজি-সিআইডি জ্ঞানবন্ত সিংকে ফের তলব করল ইডি। ১১ অক্টোবর সকাল ১১টায় হাজিরা দিল্লির অফিসে হাজিরার নির্দেশ।
উদ্বেগ বাড়িয়ে রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ আটশোরই কাছে, একদিনে ১৩জনের মৃত্যু। দৈনিক মৃত্যুতে শীর্ষে উত্তর ২৪ পরগনা, সংক্রমণে কলকাতা।
আটশোরই কাছে সংক্রমণ
ভ্যাকসিনের দুটি ডোজ নিলেই মণ্ডপে ঢুকে অঞ্জলি, সিঁদুরখেলা। বড় প্যান্ডেলে সর্বাধিক ৪৫, ছোট মণ্ডপে থাকতে পারবেন সর্বোচ্চ ১০ জন। নতুন নির্দেশ হাইকোর্টের।
এবারও পুজো মণ্ডপে দর্শকদের নো এন্ট্রি। ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খুলল রাজ্য বিদ্যুত্ বণ্টন সংস্থা। পুজোর সময় বৃষ্টির ভ্রুকুটি। জল জমা রুখতে প্রস্তুতি পুরসভার।
ভিড় নিয়ন্ত্রণে বৈঠক
একাদশ-দ্বাদশের সিলেবাস থেকে বাদ বিবেকানন্দের প্রবন্ধ, নজরুলের কবিতা থেকে ধর্ম, সাম্রাজ্যবাদ। করোনা আবহে বিশেষজ্ঞদের পরামর্শে সিদ্ধান্ত, জানাল সংসদ।
WB News Live: কাটল না জট, আরজি কর মেডিক্যাল কলেজে এখনও চলছে পড়ুয়াদের অনশন
কাটল না জট। আরজি কর মেডিক্যাল কলেজে এখনও চলছে পড়ুয়াদের অনশন। দাবি দাওয়া না মেটালে, আন্দোলন থেকে পিছপা হবেন না, সাফ জানিয়ে দিয়েছে আন্দোলনকারীদের একাংশ।
WB Corona Cases: রাখতে হবে না রেফ্রিজারেটরে, আগামী দিনে ইনসুলিন রাখা যাবে ৬৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও
রাখতে হবে না রেফ্রিজারেটরে। আগামী দিনে ইনসুলিন রাখা যাবে ৬৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও। এমনই এক মলিকিউল আবিষ্কার করেছেন দুই বাঙালি বিজ্ঞানী। গবেষণাপত্র প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক সায়েন্স জার্নালে। অপেক্ষা এখন ফাইনাল পেটেন্টের।
WB News Live: ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত ৭৮৪, মৃত্যু হয়েছে ৬ জনের
শুক্রবার প্রকাশিত সরকারি বুলেটিন অনুযায়ী রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন ৭৮৪ জন। মৃত্যু হয়েছে ৬ জনের।
WB News Live Updates: হাসপাতাল থেকে ছুটি দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে মৃত্যু শিশুর, রতুয়া গ্রামীণ হাসপাতালে ভাঙচুর
সদ্যোজাতর মৃত্যু, রতুয়া গ্রামীণ হাসপাতালে ভাঙচুর। হাসপাতাল থেকে ছুটি দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে মৃত্যু শিশুর। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ পরিবারের। রতুয়া গ্রামীণ হাসপাতালে ভাঙচুর, চিকিত্সক নিগ্রহের অভিযোগ। হাসপাতাল থেকে ছুটি দেওয়ার সময় সুস্থ ছিল শিশু। বাড়িতে কোনও সমস্যা হয়ে থাকতে পারে, জানালেন বিএমওএইচ। হাসপাতালে ভাঙচুরের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
WB News Live : পুরুলিয়ার কাশীপুরে বাইক দুর্ঘটনা, মৃত্যু ৪ জনের
পুরুলিয়ার কাশীপুরে বাইক দুর্ঘটনা, মৃত্যু ৪ জনের। দু’টি বাইকের সংঘর্ষে ৪ জনের মৃত্যু, আহত ১। বাইক আরোহীদের কারও মাথায় হেলমেট ছিল না, দাবি পুলিশের।