Passport Scam : কীভাবে নজর এড়িয়ে তৈরি হচ্ছে ভুয়ো পাসপোর্ট? পুলিশ ভেরিফিকেশনে গাফিলতি দেখছেন শমীক
ABP Ananda LIVE : কীভাবে প্রশাসনের নজর এড়িয়ে তৈরি হচ্ছে ভুয়ো পাসপোর্ট?পুলিশের ভেরিফিকেশনে গাফিলতি দেখছেন শমীক ভট্টাচার্য। পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে সপ্তম গ্রেফতার। ধৃত মনোজ গুপ্ত জালিয়াতি চক্রের অন্যতম মাথা বলে লালবাজারের দাবি। পুলিশ সূত্রে খবর, বেহালার শীলপাড়ার বাসিন্দা মনোজ সখেরবাজারে ট্রাভেল এজেন্সির অফিস খুলে জাল নথি দিয়ে পাসপোর্ট বানাতেন। তার জন্য মোটা টাকাও নিতেন মনোজ। পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে আরেক ধৃত পর্ণশ্রীর বাসিন্দা দীপঙ্কর দাস মনোজের অফিসেই ডেটা এন্ট্রি অপারেটরের কাজ করতেন। গতকাল উত্তর ২৪ পরগনার গাইঘাটার চাঁদপাড়া স্টেশন রোড এলাকা থেকে জালিয়াতিকাণ্ডের অন্যতম মাথা মনোজ গুপ্তকে গ্রেফতার করে লালবাজারের গোয়েন্দা পুলিশ।
এবার মালদার হবিবপুরে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে উদ্ধার হল চোরাই মোবাইল ফোন, নগদ ও বিদেশি মদ। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল হবিবপুরের কলাইবাড়ি এলাকায় যৌথ অভিযান চালায় BSF ও পুলিশ। দীপঙ্কর মণ্ডল নামে এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হয় ৫২টি মোবাইল ফোন, ৫০ হাজার টাকা এবং ২০টি বিদেশি মদের বোতল। এর পিছনে বাংলাদেশ যোগ রয়েছে কি না, খতিয়ে দেখছে হবিবপুর থানার পুলিশ।
কেউ পশ্চিমবঙ্গে এসে গোপন বৈঠক করেছে। কেউ আবার পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ হয়ে পাকিস্তানে যাওয়ার ছক কষেছিল। কেউ আবার ১০ বছর ধরে ঘাঁটি গেঁড়েছিল এ রাজ্য়ে। একের পর এক জঙ্গির বঙ্গ-যোগ নিয়ে যখন ক্রমেই বাড়ছে উদ্বেগ, তখনই মালদার হবিবপুরে ভারত বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার হল প্রচুর চোরাই মোবাইল ফোন, নগদ টাকা।