(Source: Poll of Polls)
West Bengal News Live: তৃণমূলে যোগ দিলেন হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র মমতা জয়সওয়াল
Get the latest West Bengal News and Live Updates:কপ্টার দুর্ঘটনায় জেনারেল রাওয়াতের সঙ্গে দার্জিলিঙের জওয়ানের মৃত্যু। সিডিএসের ব্যক্তিগত রক্ষীর পরিবারকে শেষশ্রদ্ধা, ট্যুইট বিজেপি সাংসদের।
LIVE
Background
কলকাতা: কপ্টার দুর্ঘটনায় জেনারেল রাওয়াতের (General Bipin Rawat) সঙ্গে দার্জিলিঙের (Darjeeling) জওয়ানের মৃত্যু। সিডিএসের ব্যক্তিগত রক্ষীর পরিবারকে শেষশ্রদ্ধা, ট্যুইট বিজেপি সাংসদের।
রাজ্যে সরকারি চাকরি পেতে গেলে বাংলা জানা জরুরি। না হলে সমস্যা হয়। স্থানীয়দের চাকরিতে অগ্রাধিকার। মালদায় ঘোষণা মুখ্যমন্ত্রীর।
‘চাকরি পেতে বাংলা’
এবার রাজ্যের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের রাজভবনে ডাকলেন রাজ্যপাল। এক্তিয়ার নিয়ে প্রশ্ন শিক্ষামন্ত্রীর। ওমিক্রনের জেরে অনলাইনে পরীক্ষা কলকাতা বিশ্ববিদ্যালয়ে।
স্বাস্থ্য পরীক্ষার পরে সুন্দরবনের ধূলিভাষানিয়ার জঙ্গলে ফিরল রয়্যাল বেঙ্গল টাইগার।
বিনয় মিশ্রর ভাই বিকাশ মিশ্রর জামিন খারিজ করল আসানসোলের বিশেষ সিবিআই আদালত। তাঁর বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা জারি করল আদালত। বিকাশ মিশ্রকে যেন সিবিআইকে না জানিয়ে হাসপাতাল থেকে ছাড়া না হয়, এই মর্মে অ্যাপোলো হাসপাতালকে চিঠি পাঠানো হয়েছে, খবর সিবিআই সূত্রে।
WB News Live Updates: রাজ্যে করোনায় একদিনে আক্রান্ত ৫৬৭ জন, মৃত ৭ জন
রাজ্যে করোনায় একদিনে আক্রান্ত ৫৬৭ জন, মৃত ৭ জন। দৈনিক সংক্রমণে শীর্ষে কলকাতা, একদিনে আক্রান্ত ১৬৫ জন, মৃত ১। উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত ৯৫ জন, মৃত ৩ জন।
WB News Live Updates: বাগুইআটিতে আক্রান্ত মহিলা, বাড়ির পিছনের দিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার
বাগুইআটিতে আক্রান্ত মহিলা, বাড়ির পিছনের দিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার। কিছুদিন আগে বাগুইআটিতে বাড়িভাড়া নেন মহিলার স্বামী। আজ রক্তাক্ত অবস্থায় উদ্ধার হন মহিলা। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আরজি কর হাসপাতালে। মহিলাকে মারধর নাকি রক্তাক্ত অবস্থায় কেউ ফেলে দিয়ে গেছে ? খতিয়ে দেখছে বাগুইআটি থানার পুলিশ
WB News Live Updates: ভারতের সিনিয়র মহিলা ফুটবল টিমে সুযোগ পেলেন সাঁকরাইলের মমতা হাঁসদা
ভারতের সিনিয়র মহিলা ফুটবল টিমে সুযোগ পেলেন সাঁকরাইল ব্লকের প্রত্যন্ত গ্রামের মেয়ে মমতা হাঁসদা। আন্তর্জাতিক টুর্নামেন্টে ১৪ জনের দলের অন্যতম সদস্য এই মিডফিল্ডার।
WB News Live Updates: ফুলেশ্বরের হাসপাতালে জটিল অস্ত্রোপচারে প্রাণ বাঁচল শিশুর
ফের জটিল অস্ত্রোপচারে প্রাণ বাঁচল এক শিশুর। চিকিৎসকদের চেষ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরল শিশুটি। তার পরিবারের লোকজন ধন্যবাদ জানাচ্ছেন হাওড়ার ফুলেশ্বরের সঞ্জীবন হাসপাতালের চিকিৎসকদের।
WB News Live Updates: তৃণমূলে যোগ দিলেন হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র মমতা জয়সওয়াল
তৃণমূলে যোগ দিলেন হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র। মমতা জয়সওয়ালের হাতে দলীয় পতাকা তুলে দেন অরূপ রায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কর্মসূচির প্রশংসা মমতা জয়সওয়ালের।
সিপিএম জেলা কমিটির সদস্য ছিলেন মমতা জয়সওয়াল। ২০০৮ থেকে ২০১৩ পর্যন্ত হাওড়া পুরসভার মেয়র ছিলেন মমতা জয়সওয়াল। ‘গত ৫ বছর সিপিএমের সঙ্গে যোগ ছিল না’, দাবি মমতা জয়সওয়ালের।