West Bengal News Live: রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৭২৪, মৃত ৮
Get the latest West Bengal News and Live Updates: টানা ৯ দিন কলকাতার দৈনিক সংক্রমণ একশো পার।
LIVE
Background
ত্রিপুরায় সিপিএমের পরপর পার্টি অফিসে আগুন, ভাঙচুর। অভিযোগ বিজেপির বিরুদ্ধে। সিপিএমের পার্টি অফিস থেকেই প্রথমে বোমাবাজি, পাল্টা বিজেপি। আগরতলায় সংবাদপত্রের দফতরেও হামলা। চলছে অরাজকতা, ট্যুইট অভিষেকের। বহিরাগতদের ডেকে অশান্তিতে প্ররোচনা দিলে কী হয় ট্রেলার দেখুন, হুঁশিয়ারি বিজেপির।
কয়লাকাণ্ডে জিজ্ঞাসাবাদের পরেই ফের অভিষেককে ইডির তলবে ক্ষুব্ধ মমতা। দিল্লিতে ডেকে জিজ্ঞসাবাদের উদ্দেশ্যে নিয়ে প্রশ্ন। মোদি-অমিত শাহের চক্রান্ত দেখছেন মমতা। দোষ প্রমাণ হবে, তাই ভয়, কটাক্ষ দিলীপের।
নারদকাণ্ডে মমতায় নিশানায় কী শুভেন্দু? জল্পনার মধ্যেই হাইকোর্টের রক্ষাকবচ নিয়েও কটাক্ষ। তৃণমূল হলেই মাফ? পাল্টা দিলীপ।
ইডির পরে এবার আইকোর মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআইয়ের নোটিস। চিটফান্ড সংস্থার অনুষ্ঠানে কেন গিয়েছিলেন, জানতে ১৩ সেপ্টেম্বর সিজিও কমপ্লেক্সে তলব। বিনা প্রমাণে তলব, আক্রমণে মমতা।
ভবানীপুরের ভোটকে চ্যালেঞ্জ হিসেবে দেখে ময়দানে নামতে নির্দেশ মমতার। ফের নন্দীগ্রামে চক্রান্ত করে হারানোর অভিযোগ। বিজেপির ফাঁদে পা না দিয়ে মাথা ঠান্ডা রাখতে কর্মীদের বার্তা। লড়াই হবে, পাল্টা দিলীপ।
অনুদান নিয়ে কোনও বিধিভঙ্গ হয়নি, কমিশনকে রিপোর্ট স্বরাষ্ট্রসচিবের। মিটিংয়ে ভবানীপুর, মুর্শিদাবাদের কেউ ছিল না বলে দাবি। পুজোতেও বাধা বিজেপির, খোঁচা মমতার। ওনার থেকে হিন্দুত্ব শিখব না, পাল্টা দিলীপ।
ভবানীপুরে সিপিএম প্রার্থী পেশায় আইনজীবী শ্রীজীব বিশ্বাস। বিজেপির কে? আজকের মধ্যে ঘোষণার সম্ভাবনা। পর্যবেক্ষক অর্জুন সিংহ। রাজ্যপালকেই দাঁড় করান, খোঁচা কুণালের।
WB News Live Updates: বছরের পর বছর ত্রিপলের তলাতেই কেটে যাচ্ছে জীবন
বছরের পর বছর ত্রিপলের তলাতেই কেটে যাচ্ছে জীবন। এমনই দশা পূর্ব মেদিনীপুরের এগরা পুরসভার হরিজনপল্লির দুই পরিবারের। তাঁদের অভিযোগ, আবাস যোজনায় বাড়ি তৈরির জন্য বারবার পুরসভার দারস্থ হয়েছেন। কিন্তু আশ্বাস ছাড়া আর কিছুই মেলেনি। সাধারণের যখন দুর্ভোগের অন্ত নেই, তখন এ নিয়েই শুরু হয়েছে রাজনীতি।
West Bengal News Live Updates: অফিসের বাথরুম থেকে উদ্ধার কর্মরত অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের ঝুলন্ত দেহ
অফিসের বাথরুম থেকে উদ্ধার হল কর্মরত অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের ঝুলন্ত দেহ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের কাঁথি ১নং পঞ্চায়েত সমিতিতে। খুন নাকি আত্মহত্যা? অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে কাঁথি থানা।
WB News Live Updates: মালদার কুশলপুরে গ্যাস সিলিন্ডার থেকে বাড়িতে আগুন
মালদার কুশলপুরে গ্যাস সিলিন্ডার থেকে বাড়িতে আগুন। পুড়ে ছাই স্থানীয় কৃষকের বাড়ির আসবাবপত্র। আগুনের গ্রাসে চলে গেছে বাড়িতে মজুত প্রায় ১০০ কুইন্টাল পাটও, দাবি ক্ষতিগ্রস্ত কৃষকের। আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে কৃষকের বৃদ্ধা মাকে।
West Bengal News Live Updates: মুর্শিদাবাদ শহরে উদ্বোধনের তিনদিনের মাথায় বন্ধ হয়ে গেল তৃণমূল সাংসদের কার্যালয়
মুর্শিদাবাদ শহরে উদ্বোধনের তিনদিনের মাথায় বন্ধ হয়ে গেল তৃণমূল সাংসদের কার্যালয়। তাকে কেন্দ্র করে নবাবের তালুকে ফের প্রকাশ্যে চলে এল শাসকের গোষ্ঠীকোন্দল। তা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি।
WB News Live Updates: বারাসাত থেকে দ্রুত বাইপাস চালু করার উদ্যোগ
দীর্ঘ যানজট। পথে বেরিয়ে কখন গন্তব্যে পৌঁছবেন তার ঠিক নেই! কলকাতা থেকে বনগাঁর পেট্রাপোলে যেতে হলে নিত্যদিন যানজটের সমস্যা এড়ানোর কোনও উপায় নেই! এই পরিস্থিতিতে বারাসাত থেকে দ্রুত বাইপাস চালু করার উদ্যোগ নিল উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ।