West Bengal News Live:জলপাইগুড়ির ধূপগুড়িতে এক ব্যক্তির রহস্যমৃত্যু, পাট ক্ষেত থেকে উদ্ধার মৃতদেহ
Get the latest West Bengal News and Live Updates: সাড়ে ২৫ টাকা দাম বাড়ল রান্নার গ্যাসের। কলকাতায় সিলিন্ডারপিছু দাম ৮৬১ টাকা। ৭৬ টাকা বেড়ে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১ হাজার ৬২৯ টাকা।
LIVE
Background
মধ্যবিত্তর ধাক্কা। সাড়ে ২৫ টাকা দাম বাড়ল রান্নার গ্যাসের। কলকাতায় সিলিন্ডারপিছু দাম ৮৬১ টাকা। ৭৬ টাকা বেড়ে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১ হাজার ৬২৯ টাকা।
নকল আইএএস কীভাবে ঘুরছিল নেতাদের সঙ্গে? যুগ্ম কমিশনার সেজে নীল বাতির গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কী করছিলেন পুলিশ, পুর কমিশনার? ভুয়ো ভ্যাকসিন নিয়ে জনস্বার্থ মামলায় রাজ্যকে ভর্ত্সনা হাইকোর্টের।
ভুয়ো ভ্যাকসিন নিয়ে এবার রাজ্যকে চিঠি কেন্দ্রের। কী পদক্ষেপ? ২দিনের মধ্যে রিপোর্ট তলব। নজরদারি থাকলে এমন ঘটনা হয় না বলে কড়া চিঠি। ক্যাম্প আসল না ভুয়ো, জানতে হোয়াটসঅ্যাপ নম্বর চালু করল কলকাতা পুরসভা।
হাইকোর্টে ধাক্কা রাজ্যের। উচ্চ প্রাথমিকে সাড়ে ১৪ হাজার শূন্যপদে নিয়োগে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ। কম নম্বর পেয়েও ইন্টারভিউয়ের তালিকায় স্বজনপোষণ, এসএসসির নিয়মভঙ্গের অভিযোগে মামলা।
উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে হাইকোর্টের স্থগিতাদেশ। মামলাকারীদের আক্রমণে মমতা।টাকা নিয়েও চাকরি দিতে পারবে না বুঝে আটকাচ্ছে তৃণমূলই, পাল্টা দিলীপ।
লোকসভার স্পিকারের কাছে বিধানসভার অভ্যন্তরীণ প্রশাসনে হস্তক্ষেপের অভিযোগ। অধ্যক্ষকে কড়া চিঠি রাজ্যপালের। সত্য থেকে বহু দূর, রাজভবনের মর্যাদার পরিপন্থী বলে পত্রঘাত। জরুরি অবস্থার সঙ্গে তুলনা।
ভাষণ ব্ল্যাক আউট, বিধানসভার গেট বন্ধ করে রাখার প্রসঙ্গ টেনে অধ্যক্ষকে পত্রাঘাত রাজ্যপালের। বিল আটকে রাখার অভিযোগও খারিজ। অধ্যক্ষের বিরুদ্ধে অবান্তর কথা রাজ্যপালের, পাল্টা আক্রমণে তৃণমূল।
কাঁথি সমবায় ব্যাঙ্কে দুর্নীতির অভিযোগ। কোর্টে যাওয়ায় নাম না করে শুভেন্দুকে আক্রমণে মমতা।আরও ব্যাঙ্ক, শিক্ষাদফতরে দুর্নীতি, তার তদন্ত হচ্ছে না কেন? পাল্টা দিলীপ।
করোনায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য দিতেই হবে। কত টাকা দেওয়া সম্ভব, জানাতে হবে ৬ সপ্তাহে। গাইডলাইন তৈরি করুক কেন্দ্র। নির্দেশ সুপ্রিম কোর্টের। ছত্রাক-সংক্রমণে মৃতদের পরিবারকেও আর্থিক সাহায্যের দাবিতে মামলা।
উচ্চশিক্ষার জন্য রাজ্যে স্টুডেন্টস ক্রেডিট কার্ড। ৪০ বছর বয়স পর্যন্ত কম সুদে ১০ লক্ষ পর্যন্ত ঋণ, গ্যারান্টার সরকার। মিলবে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশিক্ষণেও। শুধুই অপরিকল্পিত ঘোষণা, অভিযোগ বিজেপির।
ক্যান্সার রোগীদের জন্য মুম্বইয়ের টাটা মেমোরিয়ালের সঙ্গে ২টি ক্যান্সার হাসপাতাল তৈরি করছে রাজ্য সরকার। একটি হবে এসএসকেএমে, আরেকটি উত্তরবঙ্গে, ঘোষণা মুখ্যমন্ত্রীর।
West Bengal News Live: ক্যানসারের রোগী চিকিৎসা নিয়েও রাজনীতির অভিযোগ বিজেপির বিরুদ্ধে
ক্যানসারের রোগী চিকিৎসা নিয়েও রাজনীতি! প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লক্ষ ২৫ হাজার টাকা চিকিৎসার জন্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভোটের আগে রাজনীতি করেছেন কুনার হেমব্রম। অভিযোগ বীরবাহা হাঁসদার।
West Bengal News Live: হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজল মহানগরের বিভিন্ন জায়গা
মাঝ আষাঢ়ের বিকেলের বৃষ্টিতে ভ্যাপসা গরম থেকে সাময়িক রেহাই পেল কলকাতা। হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজল মহানগরের বিভিন্ন জায়গা। মৌসুমী অক্ষরেখা ও নিম্নচাপ অক্ষরেখার জোড়া প্রভাবে কাল ও শনিবার উত্তর ও দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
West Bengal News Live: কাঁকসার রাজবাঁধে বেসরকারি নার্সিংহোমে রোগীর পরিবারকে মারধরের অভিযোগ
কাঁকসার রাজবাঁধে বেসরকারি নার্সিংহোমে রোগীর পরিবারকে মারধরের অভিযোগ উঠল নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে। স্বাস্থ্য সাথী কার্ডে কোনও টাকা নেই এই যুক্তি দেখিয়ে রোগীকে আটকে রাখা হয় বলে অভিযোগ রোগীর পরিবারের। রোগীর পরিবারের সদস্যরা বর্ধমান মেডিকেল কলেজে স্থানান্তর করার জন্য জোর করলে নার্সিংহোম কর্তৃপক্ষ দলবল নিয়ে রোগীর পরিবারের ওপর চড়াও হয় বলে অভিযোগ। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে রোগিগে ছাড়তে শুধু দু-ঘন্টা সময় দেরি হয়েছে। এই কারণেই হামলা।
West Bengal News Live: মাটি ধসে বিপজ্জনক পরিস্থিতি বারাসাতের সুবর্ণপত্তনম এলাকায়
মাটি ধসে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে বারাসাতের সুবর্ণপত্তনম এলাকায়। ঝুলে পড়েছে একের পর এক বাড়ি। আশ্রয় হারানোর আশঙ্কা করছে সাতশো পরিবার
West Bengal News Live: ধনকড়ের সঙ্গে দেবাঞ্জনের দেহরক্ষীর ছবি প্রকাশ করে রাজ্যপালকে বরখাস্তের দাবি সুখেন্দুশেখরের
জগদীপ ধনকড়ের সঙ্গে দেবাঞ্জনের দেহরক্ষীর ছবি প্রকাশ করে তদন্তের আর্জি জানিয়েছেন সুখেন্দুশেৎক। প্রতারক দেবাঞ্জনের দেহরক্ষী রাজভবনে কেন তাও জানতে চেয়ে প্রশ্ন ছুঁড়েছেন তিনি। পাশাপাশি বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে সুখেন্দুশেখরের মন্তব্য, প্রতারকের সঙ্গে রাজ্য়পালের যোগাযোগ থাকলে তা রাজ্যের জন্য ভয়ঙ্কর। অবিলম্বে রাজ্যপালকে বরখাস্ত করা উচিৎ বলেও জানিয়েছেন তিনি।