(Source: ECI/ABP News/ABP Majha)
Cyclone Yaas: ঘূর্ণিঝড় মোকাবিলায় দিঘায় নামানো হচ্ছে সেনা, আজ পৌঁছচ্ছে ৭০ জনের দল
ধেয়ে আসছে ইয়াস, প্রস্তুতিতে কোনও ফাঁক রাখছে না প্রশাসন
পূর্ব মেদিনীপুর: ধেয়ে আসছে ইয়াস। আগামীকাল ভোরে তা আছড়ে পড়তে পারে স্থলভাগে।
আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ঘূর্ণিঝড় মোকাবিলায় দিঘায় নামানো হচ্ছে সেনা। জেলা প্রশাসন সূত্রে খবর, আজই এসে পৌঁছোচ্ছে সেনার ৭০ জনের দল।
ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুরের দিঘায় মোতায়েন হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও আধা সামরিক বাহিনী। যেহেতু রাজ্যের উপকূল এলাকার মধ্যে দিঘায় ঘুর্ণিঝড় ইয়াসের সবথেকে বেশি প্রভাব পড়ার কথা, তাই প্রস্তুতিতে কোনও ফাঁক রাখছে না প্রশাসন।
এদিকে, অতিরিক্ত ১০টি জাতীয় বিপর্যয় মোকবিলা টিম রাজ্যে মোতায়েন করা হয়েছে। এই নিয়ে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৪৫টি টিম রাজ্যে মোতায়েন করা হল বলে জানিয়েছেন এনডিআরএফ -এর ডিজি।
রাজ্যে ঘূর্ণিঝড় মোকাবিলায় নৌবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি, নৌবাহিনীর ২টি ডুবুরিদের টিম ও ৫টি বন্যাত্রাণের টিমও প্রয়োজনে নামানো হতে পারে।
মৌসম ভবন সূত্রে খবর, আজ সকাল সাড়ে ৯টা নাগাদ পূর্ব মেদিনীপুরের দিঘা থেকে ৪২০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড়। বালেশ্বর থেকে ৪৩০ কিলোমিটার এবং পারাদ্বীপ থেকে ৩২০ কিলোমিটার দূরে অবস্থান ঘূর্ণিঝড়ের।
আজই তা অতি শক্তিশালী ঘুর্ণিঝড়ে পরিণত হবে। আগামীকাল ভোরে তা আছড়ে পড়তে পারে স্থলভাগে। পারাদ্বীপ ও সাগরদ্বীপের মধ্যে দিয়ে যাবে ঘূর্ণিঝড়। বালেশ্বরের কাছাকাছি এলাকায় তা আছড়ে পড়তে পারে। সেই সময় হাওয়ার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৮৫ কিলোমিটার।
এর প্রভাবে গোটা রাজ্যে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি ও উত্তর ২৪ পরগনায়।
পূর্ব মেদিনীপুরে আগামীকাল ভোরে হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৯০ থেকে ১১০ কিলোমিটার। ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সময় সর্বোচ্চ গতিবেগ পৌঁছোতে পারে ঘণ্টায় ১৪৫ কিলোমিটারে।
মৌসম ভবন সূত্রে খবর, ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সময় কলকাতায় ঘণ্টায় ৭০ থেকে ১০০ কিলোমিটার হাওয়ার গতিবেগ হতে পারে। ওই সময় দক্ষিণ ও উত্তর ২৪ পরগনায় হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৯০ থেকে ১১০ কিলোমিটার।