‘হিংসা থেকে দূরে থাকুন’, সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদ প্রসঙ্গে প্রতিক্রিয়া অক্ষয়ের
সোশ্যাল মিডিয়ায় নেটিজেনের ক্রোধের মুখে পড়েন বলিউডের খিলাড়ি।

মুম্বই: জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত পড়ুয়াদের ওপর পুলিশি আক্রমণের ঘটনা নিয়ে রঙ্গ তামাশা। ‘দুর্ঘটনাবশত’ সেই ভিডিও লাইক করে ফেলেন অক্ষয় কুমার। আর তারপরই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনের ক্রোধের মুখে পড়েন বলিউডের খিলাড়ি। এরপর সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদের ইস্যুতে একটি গ্রুপ সাক্ষাৎকারে নিজের মতও ব্যক্ত করতে দেখা যায় অক্ষয়কে।
সাক্ষাৎকারে বলিউড তারকা বলেন, “আমি হিংসা পছন্দ করি না। ডান বাম যে পক্ষেই হোক, দয়া করে হিংসা ছড়াবেন না। সরকারি সম্পত্তি ধ্বংস করবেন না। হিংসা থেকে বিরত থাকুন। হিংসা থামাতে একে অপরের সঙ্গে কথা বলুন। কারো সম্পত্তি ধ্বংস করবেন না, কারো তা করা উচিত নয়।” ৫২ বছরের এই অভিনেতার সাফ বক্তব্য, রাজনৈতিক বিশ্বাসের উর্ধ্বে গিয়ে বিষয়টি দেখুন এবং হিংসা থেকে বিরত থাকুন।
ফারহান আখতার, পরিণীতি চোপড়া, অনুরাগ কাশ্যপ, রিচা চাঢা, শাবানা আজমি, জাভেদ আখতার, স্বরা ভাস্কর প্রমুখ সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছেন। কিন্তু আইনের পক্ষে বা বিপক্ষে মুখ খোলেননি অক্ষয়। শুধু বলেছেন, তিনি যাবতীয় হিংসা প্রদর্শনের বিরুদ্ধে।





















