Strand Road Fire: একটা ভুলের শিকার সবাই, ছেলেকে হারিয়ে শোকার্ত বাবা
গতকাল সন্ধে নাগাদ পূর্ব রেলের কয়লাঘাট বিল্ডিংয়ে আগুন লাগে। তাতে মৃত্যু হয়েছে ফায়ার অক্সিলিয়ারি অপারেটর অনিরুদ্ধ জানার। ২৭ বছরের এই দমকল কর্মীর বাড়ি ধাপা মাঠপুকুরে। মৃত অনিরুদ্ধ জানার বাবা নিজেকে শক্ত রেখেই বলে গেলেন, এটা দুর্ভাগ্যজনক।
কলকাতা: মা চলে গিয়েছেন প্রায় বছর দেড়েক আগে। এবার মৃত্যুর কোলে ঢোলে পড়ল ছেলেও। ভয়াবহ অগ্নিকাণ্ডে চলে গেল তরতাজা একটা প্রাণ। একমাত্র সন্তানকে হারিয়ে শোকার্ত বাবা। তবুও নিজেকে শক্ত রাখার চেষ্টা জারি রেখেছেন পূর্ব রেলের অফিসে অগ্নিকাণ্ডে মৃত দমকল কর্মী অনিরুদ্ধ জানার বাবা।
গতকাল সন্ধে নাগাদ পূর্ব রেলের কয়লাঘাট বিল্ডিংয়ে আগুন লাগে। তাতে মৃত্যু হয়েছে ফায়ার অক্সিলিয়ারি অপারেটর অনিরুদ্ধ জানার। ২৭ বছরের এই দমকল কর্মীর বাড়ি ধাপা মাঠপুকুরে। মৃত অনিরুদ্ধ জানার বাবা নিজেকে শক্ত রেখেই বলে গেলেন, এটা দুর্ভাগ্যজনক। কিন্তু এটা দুর্ঘটনা তা মানতে হবে। তাঁর কথায়, আমার একমাত্র সন্তান। এটা দুর্ঘটনা বলেই মনে করি। আমার একার পরিবারে এই ঘটনা ঘটেনি। এই ঘটনা থেকেঅনেকেই নিষ্কৃতি পাননি। মৃত্যু হয়েছে আমার ছেলের ঊর্ধ্বতন অনেকেরই। কাউকে দোষারোপ করা বা অন্য বিশেষ কিছু বলা ঠিক না।
আক্ষেপের সুরে অনিরুদ্ধের বাবা বলেন, ওর মা চলে গিয়েছিল ১ বছর ৩ মাস আগে। আবার ছেলেও চলে গেল। একটা ভুলের শিকার সবাই। একটা ভুলের জন্য আমার পরিবারের ক্ষতি হল। এই ক্ষতিপূরণের সুযোগ নেই। সরকার ক্ষতিপূরণ বা কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু এই ক্ষতি কর্মসংস্থান দিয়ে পূরণ হয় না। যা হয়েছে সেটা অনভিপ্রেত এবং দুর্ভাগ্যজনক।
উল্লেখ্য, গতকাল সন্ধে ৬টা ১০-এ স্ট্র্যান্ড রোডে পূর্ব রেলের অফিসের ১৩ তলায় আগুন লাগে। দ্রুত তা ছড়িয়ে পড়ে ১২ তলায়। সার্ভার রুমে আগুন ছড়িয়ে পড়ে। একটি লিফটে বন্ধ অবস্থায় উদ্ধার হয় রেল আধিকারিক-সহ ২ দেহ। অপর লিফটে ৪ দমকল কর্মী-সহ ৭ জনের মৃত্যু হয়। লিফটে আটকে ঝলসে দমবন্ধ হয়ে মৃত্যু বলে প্রাথমিক তদন্তে অনুমান। ভোর ৪:১০ নাগাদ নিয়ন্ত্রণে আসে আগুন। ইতিমধ্যে এই ঘটনার তদন্তভার কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। আজ ঘটনাস্থলে যায় ফরেন্সিক দল।