এক্সপ্লোর
Advertisement
রাস্তা আটকে ক্রিকেট, ফুটবল, ক্যারম-লুডো, বাসকর্মীদের লাল গোলাপ, বাসে ফুল, মাস্ক বিলি ধর্মঘটীদের
বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের সামনে রাস্তা আটকে ফুটবল খেলেন এসএফআই সমর্থকরা। লাল কালিতে লেখা হয় সদ্যপ্রয়াত দিয়েগো মারাদোনার নাম। একইভাবে ক্রিকেট, টেবল টেনিস, দাবা, এমনকি ক্যারম খেলাও হয় এদিন। একই ছবি দেখা যায় জেলাতেও।
কলকাতা: ধর্মঘট সফল করতে রাস্তা আটকে ক্রিকেট, ফুটবল, ক্যারম-লুডো খেলায় মাতলেন বাম-কংগ্রেস কর্মী সমর্থকরা। কেন্দ্রীয় নীতির বিরোধিতায় বৃহস্পতিবার ১৬টি শ্রমিক সংগঠন ধর্মঘট ডেকেছিল। কলকাতা থেকে জেলা, সর্বত্র দেখা গেল এই ছবি। এদিন মেদিনীপুরে রাস্তায় ক্রিকেট খেলায় ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের সামনে রাস্তা আটকে ফুটবল খেলেন এসএফআই সমর্থকরা। লাল কালিতে লেখা হয় সদ্যপ্রয়াত দিয়েগো মারাদোনার নাম। একইভাবে ক্রিকেট, টেবল টেনিস, দাবা, এমনকি ক্যারম খেলাও হয় এদিন। একই ছবি দেখা যায় জেলাতেও।
মেদিনীপুরে জেলাশাসকের দফতরের সামনে রাস্তায় ক্রিকেট খেলেন ধর্মঘটীরা। শহরের এলআইসি মোড়ে বাস আটকে ধর্মঘটীরা রাস্তায় ক্রিকেট খেলতে শুরু করে। এরপরই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় তাঁদের। পরে ৭ জন অবরোধকারীকে গ্রেফতার করে পুলিশ। আধঘণ্টা পর পুলিশ অবরোধ তুলে দেয়। সিপিএম রাজ্য কমিটির সদস্য তাপস সিংহ বলেন, বনধ সফল তাই ক্রিকেট খেলা। অন্য়দিকে হাওড়ার দাশনগরের শানপুরে রাস্তায় বসে লুডো খেলতে শুরু করেন ধমর্ঘটীরা। পরে গাঁধীগিরি দেখিয়ে বাস কর্মীদের হাতে তুলে দেন লাল গোলাপ। বারাসাতের চাঁপাডালি মোড়েও বাসে উঠে ফুল, মাস্ক বিলি করেন এসএফআই সমর্থকরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement