এক্সপ্লোর
Advertisement
সাইকেলে ৩,২১৮ কিলোমিটার, লকডাউনের মধ্যে স্কটল্যান্ড থেকে গ্রিসের বাড়ি পৌঁছে গেল এই ছাত্র
১০ মে সে ব্রিটেন ছাড়ে। হল্যান্ত আসে নৌকায় করে। তারপর সাইকেলে পেরিয়ে যায় জার্মানি, অস্ট্রিয়া ও ইতালি। গোটা সময়টা পিঠে ছিল ৩০ কেজির বোঝা। ইতালি পৌঁছে নৌকায় করে সে এসে পড়ে গ্রিসের পাত্রানসে। সেখান থেকে ফের সাইকেলে তার শহর মেলিসিয়া।
কলকাতা: ৭ সপ্তাহে স্কটল্যান্ড থেকে গ্রিস। পুরো রাস্তাটাই সাইকেলে পাড়ি।
এমনটাই করে দেখিয়েছে গ্রিসের ছেলে ক্লেওন পাপাডিমিত্রিউ। ৩,২০০ কিলোমিটার পথ পেরিয়ে স্কটল্যান্ডের আবেরডিন থেকে গ্রিসের এথেন্সে পৌঁছেছে সে।
ক্লেওন স্নাতকস্তরের ছাত্র, সে পড়াশোনা করে আবেরডিন বিশ্ববিদ্যালয়ে। বাবা মা থাকেন এথেন্সের কাছে মেলিসিয়া শহরে। মার্চে যখন ব্রিটেনে লকডাউন শুরু হয় তখনই বাড়ি ফিরতে চেয়েছিল সে। লকডাউনের জেরে ট্রেন, বাস না চলায় ক্লেওন আটকে পড়ে। কিন্তু লকডাউনের নিয়ম না ভেঙেই বাড়ি ফিরতে দৃঢ়প্রতিজ্ঞ হয় সে। ইউরোপের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে সে যাত্রা শুরু করে তার সাইকেলটায় চেপে। সঙ্গে শুধু ছিল একটা তাঁবু, কিছুটা পিনাট বাটার, পাঁউরুটি, সামুদ্রিক সার্ডিন মাছ আর কিছু টুকিটাকি জিনিসপত্র।
১০ মে সে ব্রিটেন ছাড়ে। হল্যান্ত আসে নৌকায় করে। তারপর সাইকেলে পেরিয়ে যায় জার্মানি, অস্ট্রিয়া ও ইতালি। গোটা সময়টা পিঠে ছিল ৩০ কেজির বোঝা। ইতালি পৌঁছে নৌকায় করে সে এসে পড়ে গ্রিসের পাত্রানসে। সেখান থেকে ফের সাইকেলে তার শহর মেলিসিয়া।
গোটা সফর শেষ করতে তার লেগেছে ৭ সপ্তাহ।
রাস্তায় কী কী সমস্যা হয়েছে? ক্লেওন বলেছে, সাইকেলের টায়ার পাংচার, রাস্তায় তুষারপাত, শিলাবৃষ্টির মত সমস্যা হয় তার, আবার প্রচণ্ড গরমেও পড়তে হয়। দিনের পর দিন সাইকেলে চড়ে থাকায় গায়ে ফোসকা পড়েছে। কিন্তু তার অ্যাডভেঞ্চার পছন্দ ফলে এত অসুবিধে পেরিয়েও বাড়ি ফিরতে কষ্ট হয়নি এতটুকু। তবে কড়াকড়ি উঠে গেলে সে বিমানে চড়েই স্কটল্যান্ড ফিরতে চায়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
লাইফস্টাইল-এর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement