Covid: শরীরের কতদিন সক্রিয় থাকতে পারে কোভিড ? কী বলছে গবেষণা
Coronavirus Tests: গবেষকরা ৩৮ জন ব্রাজিলিয়ান রোগীকে নিয়ে এই গবেষণা করেছেন। তিনবার নেতিবাচক পরীক্ষা না হওয়া পর্যন্ত রোগীদের পর্যবেক্ষণে রাখা হয়েছিল।
নয়া দিল্লি: প্রাথমিকভাবে মনে করা হয়েছিল যে কোভিড আক্রান্ত হওয়ার পর কিছুদিনের মধ্যে দেহে অ্যান্টিবডি তৈরি হয়ে গেলেই নিশ্চিন্ত। ভাইরাস ছেড়ে দিচ্ছে দেহ। কিন্তু সাম্প্রতিক গবেষণা থেকে জানা যাচ্ছে যে এক-দু'মাস নয়, বরং বেশ কিছু লোকের মধ্যে প্রায় ৭ মাসেরও বেশি সময় ধরে সক্রিয় থাকতে পারে এই ভাইরাস।
আন্তর্জাতিক গবেষকদের একটি দল আবিষ্কার করেছে যে নভেল করোনাভাইরাস কিছু মানুষের দেহে প্রায় ২৩২ দিন পর্যন্ত সক্রিয় অবস্থায় থাকতে পারে। ফ্রান্সের পাস্তুর ইনস্টিটিউট, ইউনিভার্সিটি অফ সাও পাওলো (ইউএসপি) এবং ব্রাজিলের অসওয়াল্ডো ক্রুজ ফাউন্ডেশন (ফিওক্রুজ) এর গবেষকরা ৩৮ জন ব্রাজিলিয়ান রোগীকে নিয়ে এই গবেষণা করেছেন। RT-PCR দ্বারা পরপর দু'বার বা তিনবার নেতিবাচক পরীক্ষা না হওয়া পর্যন্ত রোগীদের পর্যবেক্ষণে রাখা হয়েছিল।
ফ্রন্টিয়ার্স ইন মেডিসিন জার্নালে প্রকাশিত ফলাফলে বলা হয়েছে, ৩৮টি কেসের মধ্যে দুজন পুরুষ এবং একজন মহিলার দেহে ৭০ দিনেরও বেশি সময় ধরে ভাইরাসের ক্রমাগত উপস্থিতি লক্ষ্য করা গেছে। এই রিপোর্টের লেখক, ম্যারিয়েলটন ডস পাসোস কুনহা বলেছেন, "এই ফলাফলের ভিত্তিতে, আমরা বলতে পারি যে SARS-CoV-2 তে সংক্রামিত প্রায় ৮ শতাংশ মানুষের শরীরে দুই মাসেরও বেশি সময় ধরে ভাইরাস থাকছে। অর্থাৎ তাঁদের থেকে সংক্রমণ ছড়াতে পারে।" অর্থাৎ ছেড়েও ছাড়ছে না কোভিড।
এমনকী এও দেখা ৩৮ বছর বয়সি ব্যক্তির দেহে ২০ দিন টানা উপসর্গ দেখা যায়। করোনা ভাইরাসের নয়া রূপও ধরা পড়ে ওই ব্যক্তির দেহে। ২৩২ দিন ধরে সক্রিয় ছিল ভাইরাসটি। এমনকী দেহ মধ্যস্থ মিউটেশনও হয় বলে দাবি গবেষকদের। বলা হয়েছে, "যদি ওই ব্যক্তিকে ক্রমাগত চিকিৎসার মধ্যে রাখা না হত, আইসোলেশনে রাখা না হত তাহলে সাত মাস জুড়ে তিনি ভাইরাস ছড়িয়ে যেতেন।"
এই গবেষক দলের প্রধান পাওলা মিনোপ্রিও বলেছেন, "আমরা এটি দেখার জন্য পরীক্ষা করছিলাম এটা দেখা জন্য যে ১৪ দিন সময়কাল যথেষ্ট কি না। তবে আমাদের ফলাফল জানাচ্ছে এই সময়ও যথেষ্ট নয়। একজন রোগীর নেতিবাচক পরীক্ষা করতে এক মাস সময় লাগতে পারে। রোগীদের দেহে হালকা লক্ষণ নিয়ে প্রত্যাশার চেয়ে বেশি সময় ধরে সক্রিয় থাকতে পারে।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )