ওমর আবদুল্লাকে আটক: বোন সারার আবেদনে জম্মু-কাশ্মীর প্রশাসনকে নোটিস সুপ্রিম কোর্টের
গত ৫ তারিখ জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাকে জনসুরক্ষা আইনের আওতায় আটক করা হয়।
শ্রীনগর: প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাকে জনসুরক্ষা আইনে আটক করার বিরুদ্ধে করা বোন সারা আবদুল্লা পাইলটের আবেদনের প্রেক্ষিতে জম্মু ও কাশ্মীর প্রশাসনকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট। আগামী ২ মার্চের মধ্যে প্রশাসনের জবাব তলব করেছে শীর্ষ আদালত। এদিন বিচারপতি অরুণ মিশ্র ও বিচারপতি ইন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চে শুনানি হয়। শুনানি হওয়ার কথা ছিল বিচারপতি এন ভি রমন্না, বিচারপতি মোহন শন্তন গৌদার এবং বিচারপতি সঞ্জীব খন্নার ডিভিশন বেঞ্চে। কিন্তু, গত পরশু, অর্থাৎ ১২ তারিখ, বিচারপতি মোহন শন্তন গৌদার এই শুনানি থেকে নিজেকে সরিয়ে নেন। ফলে, মামলার শুনানি সরে যায় অন্য বেঞ্চে। সারা আবদু্ল্লা পাইলট, যিনি রাজস্থানের উপ-মুখ্যমন্ত্রী সচিন পাইলটের স্ত্রী-ও বটে, শীর্ষ আদালতে করা আবেদনে জানান, অন্যায় ও অবৈধভাবে জম্মু ও কাশ্মীর জনসুরক্ষা আইন, ১৯৭৮-এর আওতায় ওমরকে আটক করা হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী কোনওভাবেই আইনশৃঙ্খলার রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে বিপজ্জনক নন। সারা আরও দাবি করেন, রাজনৈতিক নেতা সহ বিভিন্ন ব্যক্তিদের আটক করতে যেভাবে ক্ষমতার বলে ফৌজদারি বিধিকে ব্যবহার করেছে প্রশাসন, তাতে একটা বিষয় পরিষ্কার ছিল। তা হল, প্রশাসন নিশ্চিত করতে চাইছিল, সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল প্রক্রিয়ার বিরুদ্ধে যত আওয়াজ উঠবে, সবার ‘কণ্ঠরোধ’ করা হবে। প্রসঙ্গত, গত ৫ তারিখ জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাকে জনসুরক্ষা আইনের আওতায় আটক করা হয়।