হাইকোর্টের রায় খারিজ, পরিবেশবান্ধব বাজি ফাটানোয় অনুমতি সুপ্রিমকোর্টের
রাজ্য সরকারকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের, 'রাজ্যের বাইরে থেকে নিষিদ্ধ বাজি যেন না আসে এবং বাজারে যেন বিক্রি না হয় নিষিদ্ধ বাজি'।
কলকাতা: কালীপুজো (Kali Puja) ও দীপাবলিতে (Diwali 2021) যে কোনও ধরনের বাজির (Fire Crackers) ওপর এবছরও স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। গত বছরের নির্দেশিকাই বহাল রেখে এবছরও কোনও ধরনের বাজি পোড়ানো যাবে না বলে নির্দেশ জারি করেছিল। কিন্তু বাজি নিয়ে হাইকোর্টের রায় খারিজ করল সুপ্রিম কোর্ট। জানা গিয়েছে, বাজি ফাটানোয় পুরোপুরি নিষেধাজ্ঞার হাইকোর্টের রায়কে খারিজ করে পরিবেশবান্ধব বাজি ফাটানোয় অনুমতি দিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি, রাজ্য সরকারকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের, 'রাজ্যের বাইরে থেকে নিষিদ্ধ বাজি যেন না আসে এবং বাজারে যেন বিক্রি না হয় নিষিদ্ধ বাজি'।
আরও পড়ুন - Diwali 2021: বাজি নিষিদ্ধ করার আসল কারণ জানাল সুপ্রিম কোর্ট
হাইকোর্ট জানিয়েছিল, 'বেঁচে থাকার অধিকার মৌলিক অধিকার। বৃহত্তর স্বার্থের কথা ভেবে ক্ষুদ্র স্বার্থ উপেক্ষা করতে হয় । ' এর আগে পরিবেশ বান্ধব বাজি পোড়ানোর ক্ষেত্রে কিছুক্ষণের জন্য ছাড় দিয়েছিল পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্যদ। কিন্তু পরবর্তীতে হাইকোর্ট জানায়, পরিবেশ বান্ধব বাজি চিহ্নিত করার কোনও উপায় পুলিশের কাছে নেই। পুলিশের পক্ষে বাজি চিহ্নিত করা অসম্ভব। করোনা প্রতিদিন বাড়ছে। যাঁদের শ্বাস যন্ত্রের সমস্যা আছে, তাঁদের আরও বেশি সমস্যা হতে পারে। শুধু কালীপূজা নয়, ছটপূজা, গুরুনানকের জন্মদিন, বড়দিনেও বাজি নিষিদ্ধ করেছিল আদালত। বাজির ক্রয় বিক্রয়ের ওপরও নিষেধাজ্ঞা হয়েছিল। বলা হয়েছিল, পুলিশ কড়া হাতে পরিস্থিতির মোকাবিলা করবে। আজ হাইকোর্টের এই রায়কে খারিজ করল সুপ্রিম কোর্ট। সমস্ত বাজির উপর নিষেধাজ্ঞা খারিজ করে পরিবেশবান্ধব বাজি ফাটানোয় অনুমতি মিলেছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। তবে, পরিবেশবান্ধব বাজিতে অনুমতি দিলেও রাজ্য সরকারকে কড়া নির্দেশিকাও জারি করা হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। জানা গিয়েছে, রাজ্যের বাইরে থেকে নিষিদ্ধ বাজি যেন না আসে এবং বাজারে যেন বিক্রি না হয় নিষিদ্ধ বাজি, এই সংক্রান্ত কড়া নির্দেশিকা জারি করেছে সুপ্রিম কোর্ট।