SSC News: 'দাগি' অযোগ্যদের থেকে টাকা উদ্ধার হয়েছে? সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে SSC
Supreme Court SSC: 'দাগি' নন, তবু পরীক্ষায় বসতে দেওয়া হয়নি-এই আর্জিতে মামলা চাকরিহারাদের একাংশের।

বিজেন্দ্র সিংহ, নয়া দিল্লি: 'দাগি' অযোগ্যদের থেকে টাকা উদ্ধার নিয়ে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে SSC। শুক্রবার 'দাগি' তালিকা নিয়েও শীর্ষ আদালতের প্রশ্নের মুখে পড়ল স্কুল সার্ভিস কমিশন। টাকা উদ্ধারের প্রক্রিয়া কি শুরু হয়েছে? SSC-র আইনজীবীকে প্রশ্ন বিচারপতির। এখনও শুরু হয়নি, জবাব স্কুল সার্ভিস কমিশনের আইনজীবীর।
'দাগি' নন, তবু পরীক্ষায় বসতে দেওয়া হয়নি-এই আর্জিতে মামলা চাকরিহারাদের একাংশের। মামলা খারিজ করে 'দাগি'দের থেকে টাকা উদ্ধার নিয়ে প্রশ্ন বিচারপতির। প্যানেলের মেয়াদ শেষের পর ৩০০০ জনকে নিয়োগ, উল্লেখ এক আইনজীবীর। ওই ৩০০০ জনকে পরীক্ষায় বসতে দেওয়া হয়েছে, দাবি আইনজীবীর। কী করণীয়, পরীক্ষার পর আমরা খতিয়ে দেখব, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। 'দাগি' তালিকায় কেন স্বচ্ছতা নেই, SSC-র আইনজীবীকে প্রশ্ন বিচারপতির।
প্রসঙ্গত, SSC-র প্রকাশিত 'দাগি'দের তালিকায় সামনে এসেছে একাধিক তৃণমূল নেতার ঘরের লোকের নাম! কারও মেয়ে, কারও বউমা, কারও স্বামী। যা নিয়ে আক্রমণ শানিয়ে, বিজেপি বলছে, তৃণমূল কংগ্রেসের আমলে কোনও পরীক্ষা দুর্নীতিমুক্ত হতে পারে না।
একজন দাগিও যেন নতুন পরীক্ষায় বসতে না পারেন। বারবার এসএসসি-কে সতর্ক করছে সুপ্রিম কোর্ট। এই প্রেক্ষাপটেই তাদের গলায় ফের শোনা গিয়েছিল সতর্কবার্তা। শুধু SSC-র তালিকায় থাকা দাগিরাই নয়। স্কুলে যোগ দেননি কিন্তু 'দাগি', এমন কেউও যেন পরীক্ষায় বসতে না পারেন।
সুপ্রিম কোর্ট এসএসসিকে সাফ নির্দেশ দেয়, ১৮০৬ জন দাগি শিক্ষক-শিক্ষিকার নামের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। কিন্তু সেই তালিকায় অনেক 'দাগি' শিক্ষক-শিক্ষিকারই নাম নেই। এই অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এক চাকরিহারা যোগ্য শিক্ষক। সেই মামলাতেই, সোমবার স্কুল সার্ভিস কমিশনকে তালিকা যাচাই করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্ট স্পষ্ট করে নির্দেশ দিয়েছে, যাঁরা 'দাগি' বলে চিহ্নিত, তাঁরা যেন কোনওভাবেই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে না পারে। দাগীদের যে সংখ্যা এসএসসি বলছে, তা সঠিক নয়, আদতে সংখ্যাটা অনেক বেশি। ইতিমধ্যেই এই অভিযোগ উঠতে শুরু করেছে।






















