এক্সপ্লোর
যখন সুস্মিতার ইনস্টাগ্রাম লাইভে ঝপ করে ঢুপকে পড়লেন তাঁর বয়ফ্রেন্ড
ডিজনি+হটস্টারে সুস্মিতা আরিয়া ওয়েব সিরিজে মুখ্য ভূমিকা আরিয়া শারিনের চরিত্রে অভিনয় করছেন।

মুম্বই: সুস্মিতা সেনের ওয়েব সিরিজ আরিয়া দারুণ হিট। সেই সাফল্য উদযাপন করতে এবার অনুরাগীদের সঙ্গে ইনস্টাগ্রাম লাইভে চ্যাট করলেন তিনি। আর তাতেই টুক করে ঢুকে পড়লেন তাঁর বয়ফ্রেন্ড রহমান শাল। লাইভ চ্যাটে সুস্মিতা ও তাঁর এক অনুরাগী একে অপরকে জোর করছিলেন, বড়ে আচ্ছে লাগতে হ্যায় গাইতে। কিন্তু তাঁরা কেউ গেয়ে ওঠার আগেই লাইভে ঢুকে পড়েন রহমাল শাল। তিনিই গেয়ে ওঠেন বড়ে আচ্ছে লাগতে হ্যায়। আর এক অনুরাগী যখন সুস্মিতা, তাঁর প্রেমিক ও মেয়েদের প্রশংসা করছিলেন, তখন রহমানকে শোনা যায় ব্যাকগ্রাউন্ডে থ্যাঙ্ক ইউ বলতে। দেখুন সেই ভিডিও
ডিজনি+হটস্টারে সুস্মিতা আরিয়া ওয়েব সিরিজে মুখ্য ভূমিকা আরিয়া শারিনের চরিত্রে অভিনয় করছেন। তাঁর চরিত্র এক সুখী, বিবাহিত মহিলার যাঁর স্বামী আচমকা গুলি খাওয়ায় জীবন পুরোপুরি বদলে যায়। তিনি জানতে পারেন এক নিষিদ্ধ ড্রাগ চক্রের কথা, যারা তাঁর সন্তানদেরও হুমকি দেওয়া শুরু করে। খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















