Suvendu Adhikari Meets PM Modi: বাংলায় গণতন্ত্র রক্ষিত হচ্ছে না, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর বললেন শুভেন্দু
গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু ।
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি। আজ প্রায় ৪৫ মিনিট প্রধানমন্ত্রীর বাসভবনে ছিলেন তিনি। এদিন সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপর প্রধানমন্ত্রীর বাসভবনে তাঁর সঙ্গে বৈঠক করেন শুভেন্দু অধিকারী। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু । বিজেপি সভাপতি জেপি নাড্ডার সঙ্গেও তিনি দেখা করেন এবং পশ্চিমবঙ্গে ভোট-পরবর্তী হিংসা সহ অন্যান্য বিষয়ে আলোচনা করেছেন বলে খবর।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকেও শুভেন্দু বিষয়টি নিয়ে আলোচনা করছেন বলে মনে করা হচ্ছে। যদিও গতকাল শুভেন্দু বলেছিলেন, এটি একান্তই সৌজন্য সাক্ষাৎকার। বিরোধী দলনেতা হিসেবে কীভাবে কাজ করবেন, দলের কর্মসূচী কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে, এ বিষয়ে পরামর্শ চাইবেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে শুভেন্দু বলেছেন, বাংলায় গণতন্ত্র রক্ষিত হচ্ছে না। এরপর সৌমিত্র খাঁর বাড়িতে অর্জুন সিংহ, নিশীথ অধিকারীদের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু। বিকেলে ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক। এমনই খবর সূত্রের।
গতকাল দিল্লিতে পশ্চিমবঙ্গে ভোট-পরবর্তী হিংসার অভিযোগের প্রসঙ্গ তোলেন শুভেন্দু। তিনি বলেন, ৩৫৬ যে যে কারণে লাগানো হয়, তার থেকেও মারাত্মক অবস্থা পশ্চিমবঙ্গের। তাঁর এই বক্তব্যের সমালোচনা করে সৌগত রায় বলেন, হেরে মাথাটাই খারাপ হয়ে গিয়েছে। এদিকে, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ গতকাল বলেছিলেন,আমরা রাষ্ট্রপতির কাছে যাব।
বিধানসভা ভোটের মুখে বিজেপির একাধিক নেতার মুখে শোনা যেত বাংলায় ৩৫৬ ধারা জারির কথা। তারপর দীর্ঘ হাইভোল্টেজ প্রচার ও ভোটযুদ্ধের সাক্ষী থেকেছে বঙ্গ।লড়াইয়ে বিজেপিকে হারিয়ে তৃতীয়বারের জন্য নবান্নে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রেক্ষাপটে এবার ভোটের ফল বেরোনোর পর বিজেপি নেতাদের গলায় রাষ্ট্রপতি শাসন জারির সুর।অর্জুন সিংহ বলেন, রাষ্ট্রপতি শাসন জারি না করলে মানুষ বাঁচবে না।
পাল্টা মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী কাকলি ঘোষ দস্তিদার বলেন, বিজেপি সংবিধান ধ্বংস করে দিচ্ছে...জনমতকে শ্রদ্ধা করতে জানে না। সরকার ফেলে দেওয়ার কথা বললে, মানুষ ক্ষমা করবে না।
এই প্রেক্ষাপটেই গতকাল দিল্লিতে শুভেন্দু বলেছিলেন, কেন্দ্রে একটা শক্তিশালী সরকার আছে। ওয়েট অ্যান্ড সি।
মঙ্গলবার কলকাতায় যখন রাজ্যের নেতাদের নিয়ে বৈঠক করছেন দিলীপ ঘোষ, তখন দিল্লিতে অমিত শাহ ও জেপি নাড্ডার সঙ্গে বৈঠকে ব্যস্ত শুভেন্দু অধিকারী।যা নিয়ে তৃণমূল বিধায়ক তথা পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেন কটাক্ষের সুরে টুইটে বলেছেন,দিলীপ ঘোষের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। মনে হয় দিলীপ ঘোষ জানেনই না যে, তিনি যখন বাংলায় গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করছেন, তখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কেন দিল্লিতে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন।
বিজেপির রাজ্য সভাপতি নিজেও জানিয়েছেন, শুভেন্দুর দিল্লিতে বৈঠকের বিষয়ে তাঁকে কিছু জানানো হয়নি।এ ব্যাপারে শুভেন্দু অধিকারী বলেন,দিলীপ দার সঙ্গে কথা হয়নি, অমিতাভ দা জানেন...দিলীপদার সঙ্গে আমার ভালই সম্পর্ক।