এক্সপ্লোর
Advertisement
Suvendu Adhikary: বিজেপিতে যোগদানের পর বৃহস্পতিবার কাঁথিতে পদযাত্রা শুভেন্দুর, আগের দিনই সভা তৃণমূলের
বুধবার সবুজ-ঝড়ের প্রস্তুতি নিচ্ছে শাসকদল। পরদিনই শুভেন্দুর নেতৃত্বে গেরুয়া ঝড়ের তোড়জোড় চলছে।
কলকাতা: বিজেপিতে যোগ দেওয়ার পর প্রথম বার বৃহস্পতিবার কাঁথি শহরে পদযাত্রা করবেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তার আগের দিন একই জায়গায় জনসভা করবেন সৌগত রায়, ফিরহাদ হাকিম। দুই সভা নিয়ে সরগরম কাঁথি। দুই পক্ষই জোরকদমে প্রস্তুতি সারছে। তার জন্য চলছে জোর প্রস্তুতি।
বুধবার সবুজ-ঝড়ের প্রস্তুতি নিচ্ছে শাসকদল। পরদিনই শুভেন্দুর নেতৃত্বে গেরুয়া ঝড়ের তোড়জোড় চলছে।
আগামী ২৩ ডিসেম্বর, কাঁথি শহরের ডরমেটরি মাঠে জনসভা করবে তৃণমূল। সভায় উপস্থিত থাকবেন তৃণমূল সাংসদ সৌগত রায়, তৃণমূলের স্টিয়ারিং কমিটির সদস্য তথা কলকাতার পুর প্রশাসক ফিরহাদ হাকিম। তৃণমূল সূত্রে খবর, প্রথমে কাঁথির ক্যানেল পাড় থেকে হবে পদযাত্রা। তারপর কাঁথির ডরমেটরি মাঠে হবে জনসভা। সেই জনসভায় মানুষ উপচে পড়বে বলে আশাবাদী জেলা তৃণমূল নেতৃত্ব। রাজ্য যুব তৃণমূল কংগ্রেস সহ সভাপতি সুপ্রকাশ গিরির দাবি, এখানেই সাধারণ মানুষের উচ্ছাস ও ঢল নামবে ।
পরদিনই পদযাত্রা করবেন শুভেন্দু। তার আগে তৃণমূলের সভাকে গুরুত্ব দিতে রাজি নয় বিজেপি। স্থানীয় বিজেপি নেতা কনিষ্ক পন্ডা বলেন, এটি কোনও পাল্টা সভা বা পদযাত্রা নয় । এলাকায় শান্তি প্রতিষ্ঠা বেকার যুবকদের চাকরি ও নতুন দিগন্ত দেখানোর জন্যই এই পদযাত্রা । কার দলে কত ভিড় হবে, সেটাই দেখার।
শনিবার মেদিনীপুরে অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগ দিয়ে ‘ভাইপো হঠাও’ স্লোগান দেন শুভেন্দু। এবার তাঁর বিরুদ্ধে অধীর চৌধুরীর গোপন আঁতাঁতের অভিযোগ তুললেন তৃণমূলের মুর্শিদাবাদ জেলা সভাপতি আবু তাহের খান। বলেন, মুর্শিদাবাদে গোপন গাঁটছড়া বেঁধেছেন অধীর চৌধুরী ও শুভেন্দু অধিকারী। অধীর শুভেন্দুকে একসময় হলদিয়ার লোহাচোর বলতেন। কী এমন ঘটল যে দু’জনে এত কাছাকাছি চলে এলেন। অধীর কয়েকদিন আগে শুভেন্দুর হয়ে গলা ফাটিয়েছেন।!
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement