Tamil Nadu Temple Tragedy: মন্দিরের শোভাযাত্রায় মর্মান্তিক দুর্ঘটনা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ১১ জনের
Tamil Nadu: উৎসবের আনন্দ নিমেষেই বদলে গেল হাহাকারে। মন্দিরের শোভাযাত্রার মাঝেই ঘটল অঘটন।
Tamil Nadu: উৎসবের আনন্দ নিমেষেই বদলে গেল হাহাকারে। মন্দিরের শোভাযাত্রার মাঝেই ঘটল অঘটন। হাইট্রান্সমিশন লাইনে রথের চূড়া লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ১১ জনের। মৃতদের মধ্যে রয়েছে ২ জন শিশু।
Tamil Nadu Temple Tragedy: পুলিশ জানিয়েছে , তামিলনাড়ুর থাঞ্জাভুর জেলার একটি মন্দিরে রথ শোভাযাত্রার সময় বেরোলে এই দুর্ঘটনা ঘটে। সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কমপক্ষে 11 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৫ জনের বেশি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মন্দিরের রথ একটি উঁচু ট্রান্সমিশন লাইনের সংস্পর্শে এই পরিস্থিতির সৃষ্টি হয়। মন্দিরের কর্মকর্তারা জানিয়েছেন, শোভাযাত্রার গাড়ি বাঁক নেওয়ার সময় ওভারহেড লাইনের সংস্পর্শে আসে। সেই কারণেই যাবতীয় বিপত্তি। আহতদের চিকিৎসার জন্য কাছের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Tamil Nadu Temple Tragedy: স্থানীয়রা জানিয়েছেন, তামিলনাড়ুতে প্রতি বছর হাজার হাজার ভক্ত বার্ষিক এই রথ উৎসবে অংশগ্রহণ করে। ইতিমধ্যেই অপ্পার ম্যাডাম মন্দিরের এই শোভাযাত্রার জন্য সতর্কতামূলক ব্যবস্থার ত্রুটি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। এ প্রসঙ্গে সিনিয়র পুলিশ আধিকারিক জানিয়েছেন, যে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে সাধারণত মন্দিরের গাড়ির রুটে পাওয়ার লাইন বন্ধ থাকে। কিন্তু রথের উচ্চতা ততটা না থাকায় এই ক্ষেত্রে সেরকম কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
Tamil Nadu Temple Tragedy: মন্দিরের এক কর্মকতা জানান, শোভাযাত্রার গাড়ি হাই-ট্রান্সমিশন লাইন স্পর্শ করার মতো উঁচু ছিল না। সেই কারণেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়নি। মনে করা হচ্ছে, গাড়ির আলংকারিক কাঠামো রথের উচ্চতা বাড়িয়েছে। যার ফলে হাই ট্রান্সমিশন লাইনে লেগে গিয়েছে গাড়ি। সেই কারণেই এতগুলো প্রাণ গিয়েছে। ঘটনার পরই মৃতদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। দুর্ঘটনা নিয়ে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
আরও পড়ুন : AC Price Hike: এসি কিনতে 'পুড়বে হাত', দাম বাড়ল ১২ শতাংশ