এক্সপ্লোর
Advertisement
হোম কোয়ারেন্টাইনের পরামর্শ উড়িয়ে বিদেশ থেকে হায়দরাবাদ ফিরে ট্রেনে চেপে ধৃত ৫, মামলা তেলঙ্গানা রেল পুলিশের, ধরে পাঠানো হল হাসপাতালে
রেল পুলিশ সুপার বি অনুরাধা জানিয়েছেন, বিদেশ থেকে আসা সব যাত্রীকে বিমানবন্দরে থার্মাল স্ক্রিনিংয়ের মাধ্যমে পরীক্ষা করিয়ে যাদের ক্ষেত্রে প্রয়োজন, তাঁদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হচ্ছে।
হায়দরাবাদ: বিদেশ থেকে হায়দারাবাদ ফিরে হোম কোয়ারেন্টাইনে যাওয়ার পরামর্শ দেওয়া হলেও ট্রেনে চেপে সরকারি নির্দেশ অগ্রাহ্য করার অভিযোগে ৫ যাত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করল তেলঙ্গানা রেল পুলিশ। এদের দুজন মহিলা। রেল পুলিশ সুপার বি অনুরাধা জানিয়েছেন, বিদেশ থেকে আসা সব যাত্রীকে বিমানবন্দরে থার্মাল স্ক্রিনিংয়ের মাধ্যমে পরীক্ষা করিয়ে যাদের ক্ষেত্রে প্রয়োজন, তাঁদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হচ্ছে। তাঁদের হাতে স্ট্যাম্প মেরে দেওয়া হচ্ছে, তাতে কতদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে, সেই তারিখও লেখা থাকছে। এঁদের গণপরিবহণে অর্থাত বাস,ট্রাম, ট্রেনে চাপা উচিত নয়। তবুও এঁরা গত শনিবার ও রবিবার গন্তব্য়ে পৌঁছতে রেল স্টেশনে এসে ট্রেনে চেপে বসেন। তাঁদের বিভিন্ন জায়গা থেকে ভ্রমণরত অবস্থায় ধরে হাসপাতালে পাঠানো হয়।
চাঞ্চল্য়কর তথ্য হল, এঁদের একজনের শরীরে করোনাভাইরাসের সম্ভাব্য লক্ষণগুলি ছিল। পাঁচজনই উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশের। সহযাত্রীরাই এঁদের ব্যাপারে পুলিশকে সাবধান করেন। অস্ট্রেলিয়া, নাইজিরিয়া, আমেরিকা, দুবাই যাত্রার ইতিহাস আছে ৫ জনেরই। ভারতীয় দণ্ডবিধি ও ১৮৯৭ সালের মহামারী আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে এঁদের বিরুদ্ধে। কোভিড ১৯ সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশ লঙ্ঘনের মোকাবিলায় শনিবার রাজ্যে এই আইন চালু করেছে তেলঙ্গানা সরকার।
স্বাস্থ্য দপ্তরের কর্মীরা আগেই জানিয়েছেন, করোনাভাইরাস সংক্রমণের লক্ষণ থাক বা না থাক, যে কেউ বাইরের দেশ থেকে ফিরলেই বা ট্রানজিটে থাকলেই, তাঁকে ভারতে আসার সময় থেকে ১৪ দিন সেল্ফ হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement