এক্সপ্লোর
কার হিরোর করোনা ফান্ডে কত দান? রজনী ফ্যান মেরেই ফেলল বিজয় ফ্যানকে
দুজনের ঝঞ্ঝাটের বিষয় শুনলে চোখ কপালে তুলতে হয়। কার হিরো করোনা ফান্ডে কত টাকা দিয়েছেন!
চেন্নাই: করোনার জেরে গোটা দেশে লকডাউন। তামিলনাড়ুতে কিন্তু নায়কদের অনুরাগীদের রেষারেষি যথারীতি চলছে আগের মত। আর এবার গন্ডগোলের জেরে রজনীকান্তের এক ফ্যান তাঁরই বন্ধু, দক্ষিণের আর এক নায়ক বিজয়ের জনৈক ফ্যানকে মেরে ফেলেছেন। দুজনের ঝঞ্ঝাটের বিষয় শুনলে চোখ কপালে তুলতে হয়। কার হিরো করোনা ফান্ডে কত টাকা দিয়েছেন!
অভিযুক্তের নাম দীনেশ বাবু। অভিযোগ, তিনি মেরে ফেলেছেন বন্ধু যুবরাজকে। ভিল্লুপুরম এলাকায় আড্ডা মারতে বসেন ২ বন্ধু। নেশার ঘোরে শুরু হয় করোনা নিয়ে আলোচনা। সেখান থেকে প্রশ্ন ওঠে, কার হিরো করোনা ফান্ডে কত ডোনেশন দিয়েছেন। থালাইভার রজনীকান্ত দিয়েছেন ৫০ লক্ষ টাকা আর নতুন হিরো থালাপাথি বিজয় দিয়েছেন ১ কোটি ৩০ লক্ষ টাকা। স্বভাবতই বিজয়ের ফ্যান যুবরাজের দেমাক বেশি। কিন্তু রজনীর ডাইহার্ড ফ্যান দীনেশের তা সহ্য হবে কেন। দু-এক কথা থেকে তুমুল ঝগড়া, দীনেশ ধাক্কা মেরে ফেলে দেন যুবরাজকে, মাথায় গুরুতর চোট পেয়ে ঘটনাস্থলেই যুবরাজের মৃত্যু হয়। পুলিশ দীনেশকে গ্রেফতার করেছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement