একজন ব্যাঙ্ক কর্মীরও চাকরি খোয়া যাবে না: সীতারামণ
সরকারের গত সপ্তাহের ব্যাঙ্ক সংযুক্তিকরণ ঘোষণার পর ব্যাঙ্ক ইউনিয়নগুলি প্রতিবাদে সোচ্চার হয়।

চেন্নাই: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক সংযুক্তিকরণ হলেও কোনও কর্মী চাকরি হারাবেন না বলে আশ্বাস দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। সরকারের গত সপ্তাহের ব্যাঙ্ক সংযুক্তিকরণ ঘোষণার পর ব্যাঙ্ক ইউনিয়নগুলি প্রতিবাদে সোচ্চার হয়। তাঁদের অভিযোগ, এর ফলে, বহু কর্মচারী চাকরি হারাতে চলেছেন। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সীতারামণ বলেন, আমি প্রত্যেকটি ব্যাঙ্ক ইউনিয়নকে আশ্বস্ত করতে চাই যে, গত শুক্রবার ব্যাঙ্ক সংযুক্তিকরণের ঘোষণার সময় আমি কী বলেছিলাম। আমি স্পষ্ট করে দিয়েছিলাম, এই সংযুক্তিকরণের ফলে একজন কর্মীরও চাকরি যাবে না। প্রসঙ্গত, শুক্রবার ১০টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে যুক্ত করে ৪টি ব্যাঙ্কে পরিণত করার ঘোষণা করে কেন্দ্র সরকার। দেশের আর্থিক বৃদ্ধির হার গচ পাঁচ বছরে সর্বনিম্নে এসে ঠেকেছে। এখন তাকে চাঙ্গা করার লক্ষ্যে কম ও শক্তিশালী ব্যাঙ্কিং সিস্টেম তৈরি করতে উদ্যোগী হয়েছে কেন্দ্র। সীতারামণ জানান, ব্যাঙ্কগুলি যাতে ভালভাবে কাজ করতে পারে, তার জন্য তাতে বিপুল মূলধন লগ্নি করা হবে। এর আগে, গত ২৩ অগাস্ট কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, অর্থনীতিকে চাঙ্গা করতে ৭০ হাজার কোটি টাকা লগ্নি করা হবে।






















