এক্সপ্লোর
যদি সেজে ওঠে ছিবড়ে চুইংগাম! করে দেখালেন এই ব্যক্তি
না খাওয়া চুইংগাম নয়, ডিজাইনের জন্য উইলসনের পছন্দ চিবনো চুইংগাম। নানা জায়গায় ঘুরে ঘুরে তিনি সংগ্রহ করে ফেলে দেওয়া চুইংগামের ছিবড়ে।

নয়াদিল্লি: চুইংগাম চিবিয়ে তা মুখ থেকে ফেলে দেওয়া রোজকার ঘটনা। কিন্তু এই ছিবড়ে করে ফেলা চুইংগামেকেই যদি সাজিয়ে তোলা্ যায় নিত্যনতুন ডিজাইনে? এই ডিজাইন করে চলেছেন লন্ডনের বাসিন্দা বেন উইলসন। এক আধদিন নয়, ১৫ বছর ধরে চুইংগামকে সাজিয়ে তুলছেন তিনি। না খাওয়া চুইংগাম নয়, ডিজাইনের জন্য উইলসনের পছন্দ চিবনো চুইংগাম। নানা জায়গায় ঘুরে ঘুরে তিনি সংগ্রহ করে ফেলে দেওয়া চুইংগামের ছিবড়ে। তারপর শুরু হয় তার ওপর ছবি আঁকা। টেমস নদীর ধারে বসেই মূলত চুইংগামকে সাজিয়ে তোলেন তিনি। বরাবর তাঁর ছবি আঁকার শখ। আগে আঁকতেন কাঠের ওপর। এখন পছন্দ চুইংগাম। এভাবে রং করেছেন অন্তত এক হাজার চুইংগামকে। তার প্রদর্শনীও হয়েছে। উইলসনের নাম এখন চুইংগাম ম্যান। এই ডিজাইনের জন্য বাজার থেকে কিছু কিনতে হয় না তাঁকে। পুরনো একটি রঙের বালতি, তুলি আর বার্নিশেই দিব্যি কাজ চলে যায়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের






















