![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
মার্কিন মুলুকে ফের চলল গুলি, জখম শিশু সহ ৩
নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে গুলিতে জখম হয়েছে বছর চারেকের এক শিশু কন্যা সহ ৩ জন।
![মার্কিন মুলুকে ফের চলল গুলি, জখম শিশু সহ ৩ Three including a 4-year-old injured in Times Square shooting মার্কিন মুলুকে ফের চলল গুলি, জখম শিশু সহ ৩](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/28/1a773b09844debd13e602a117a6a1334_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: ফের মার্কিন প্রদেশে চলল গুলি। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে গুলিতে জখম হয়েছে বছর চারেকের এক শিশু কন্যা সহ ৩ জন। পুলিশ সূত্রে, কয়েকজনের মধ্যে বচসা চলছিল। সেইসময় গুলি চলে। পুলিশের দাবি।, গুলিতে জখম এক শিশু-সহ ৩ জন নিরীহ নাগরিক।
জানা গিয়েছে, স্থানীয় সময় শনিবার বিকেল ৫টা নাগাদ ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ হয়েছেন ৪ বছর বয়সী এক শিশু কন্যা সহ দুই মহিলা। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। সূত্রের খবর, আহতদের ইতিমধ্যেই ভর্তি করা হয়েছে হাসপাতালে।
পুলিশ জানিয়েছে, আহত ৩ জনের মধ্যে একজন নিউ ইয়র্কের পর্যটক। ওই শিশুর জন্য খেলনা কিনতে বেড়িয়েছিলেন এক মহিলা। আহতদের মধ্যে ৪৬ বছর বয়সী মহিলার পায়ে গুলি লেগেছে। ২৩ বছর বয়সী এক তরুণীরও পায়ে আঘাত লেগেছে বলে খবর। নিউ ইয়র্ক পুলিশ কমিশনার জানিয়েছেন, সঙ্গে সঙ্গে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে, ওই ৩ দিন কয়েকজেনর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। সেই সময় একজন গুলি চালায়। ক্যামেরা ফুটেজ দেখে অভিযুক্তদের খোঁজ শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হবে প্রত্যক্ষদর্শীদের।
উল্লেখ্য, মহামারীর আগে পর্যন্ত, পর্যটকদের জন্য হটস্পট ছিল টাইম স্কোয়ার। গত বছর মার্চ মাস থেকে বন্ধ সব প্রেক্ষাগৃহ। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শুধুমাত্র চলতি বছরের প্রথম ৩ মাসে ২৫টি অপারধমূলক ঘটনা ঘটেছে। গত বছর সংশ্লিষ্ট সময়ের হিসেবে এই সংখ্যাটা ছিল ১৭। গত বছর জর্জ ফ্লয়েডের মৃত্যুতে উত্তাল হয়ে ওঠে আমেরিকা। আমেরিকার মিনেপোলিস পুলিশের হাতে মৃত জর্জ ফ্লয়েডের মৃত্যু হয়। রীতিমতো হাঁটুতে চেপে ধরে তাঁকে হত্যা করা হয়। শ্বেতাঙ্গ পুলিশের হেফাজতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদে আমেরিকার বিভিন্ন শহরে বিক্ষোভ, প্রতিবাদ শুরু হয়। গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগের একাধিক ঘটনা ঘটেছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)