এক্সপ্লোর
Advertisement
কেরলে করোনাভাইরাস আক্রান্তদের পরিচর্যা করা ৩ স্বাস্থ্যকর্মীকে বাড়ি ছাড়তে বলল বাড়িওয়ালা!
কোট্টায়মের মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করোনাভাইরাস রোগীদের চিকিত্সায় নিযুক্ত ছিলেন ওই পুরুষ স্বাস্থ্যকর্মীরা। তাঁরা কাজ করেন আইসোলেশন ওয়ার্ডে।
তিরুঅনন্তপুরম: একই কেরলের দুই চিত্র। পাথানামথিটায় কোয়ারেন্টাইনে থাকা কয়েকটি পরিবারের বাড়িতে চাল, ডাল, তেল সহ প্রয়োজনীয় সামগ্রী পাঠিয়েছে স্থানীয় পঞ্চায়েত, পাছে পরিবারগুলির সদস্যদের জনসমক্ষে বেরতে হয়। আর করোনাভাইরাস রোগীদের সেবা, পরিচর্যা করায় তিন স্বাস্থ্যকর্মীকে বাড়ি ছাড়ার নোটিস দিল বাড়িওয়ালা! এমনি অভিযোগ মিলেছে।
কোট্টায়মের মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করোনাভাইরাস রোগীদের চিকিত্সায় নিযুক্ত ছিলেন ওই পুরুষ স্বাস্থ্যকর্মীরা। তাঁরা কাজ করেন আইসোলেশন ওয়ার্ডে। পৃথক শিফটে কাজ করেন তাঁরা। তাঁরা যে ভাড়াবাড়িতে থাকেন, তার মালিক বলেছেন, ঘর খালি করে দাও, এখানে থাকা যাবে না। তাঁদের একজন জানিয়েছেন, সকালে শিফট শেষ করে বিশ্রাম নিতে বাড়ি গেলে বাড়িওয়ালা তাঁর এই সিদ্ধান্ত জানিয়ে দেন তাঁকে। তাঁর ভয়, ওঁদের থেকে পাছে করোনাভাইরাস সংক্রমণ ঘটে!
স্থানীয় একটি টিভি চ্যানেলে তিন স্বাস্থ্যকর্মীর আচমকা সমস্য়ায় পড়ার খবর শুনে কোট্টায়মের জেলা কালেক্টর পি কে সুধীর বাবু মেডিকেল কলেজের কোয়ার্টারে তাঁদের থাকার ব্যবস্থা করেছেন। অভিযুক্ত বাড়িমালিকের দাবি, সম্প্রতি তাঁর হার্ট অপারেশন হয়েছে। সুস্থ হয়ে উঠছেন, এ সময় তিনি কোনওরকম সংক্রমণের ঝুঁকি নিতে চান না। তাই ওদের বাড়ি ছাড়তে বলেছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement