এক্সপ্লোর
আজ মহাষষ্ঠীতে দেবীর বোধন, সকাল থেকে প্রতিমাদর্শনের ভিড়
আজ ষষ্ঠী৷ আজই দেবীর বোধন। মা এসে গিয়েছেন সব মণ্ডপে৷ পুজোর আমেজে পুরোপুরি মেতে উঠেছে শহর।

কলকাতা: এক সময় মহাষষ্ঠীতে বোধনের পুজো দিয়ে আনুষ্ঠানিক সূচনা হত দুর্গোৎসবের। তারপর শুরু হত ঠাকুর দেখা। সেই ট্র্যাডিশনে এসেছে বদল। এখন মহালয়ার আগে থেকে উদ্বোধন হয়ে গেছে বেশ কিছু পুজোর। সেই থেকেই মহানগরীর রাস্তায় নেমেছে দর্শনার্থীর ঢল। চতুর্থী ও পঞ্চমীর রাতে মণ্ডপের ভিড় ছিল নজর কাড়ার মতো। আজ ষষ্ঠী৷ আজই দেবীর বোধন। মা এসে গিয়েছেন সব মণ্ডপে৷ পুজোর আমেজে পুরোপুরি মেতে উঠেছে শহর। ঢাকের বোলে ফুটছে আগমনীর সুর। আকাশে বাতাসে পুজোর গন্ধ ভরপুর৷ কচিকাঁচা থেকে বড়, সকলেরই পুজো শুরু৷ নতুন জামা, খাওয়া-দাওয়া, জমজমাট আড্ডার আমেজে ভাসছে বঙ্গবাসী।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















