এক্সপ্লোর
Advertisement
আলু-পেঁয়াজের দামে আগুন, সরকারি আলু ২২ টাকা কেজি দরে, ২৫ টাকায় বেচতে পারবেন ব্যবসায়ীরা, জানাল বণিক সংগঠন
শুধু আলু নয়, পেঁয়াজের দামও চোখে জল আনার পক্ষে যথেষ্ট। ব্যবসায়ীদের দাবী, পোস্তার বাজারে গত কয়েকদিন পেঁয়াজের আমদানি কম হওয়ায় চড়ছে পেঁয়াজের দাম। বুধবারও কলকাতার বাজারে পেঁয়াজের দাম ৭০ টাকা। কোথাও কোথাও ৮০ টাকা দরে বিকোচ্ছে বাছাই করা পেঁয়াজ।
কলকাতা: উত্সবের মরশুম শেষ! তা সত্ত্বেও বাজারের ব্যাগ ভরাতে গিয়ে নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের! বাজারের জন্য যা বরাদ্দ, তা পকেট থেকে বেরিয়ে গেলেও অর্ধেক ব্যাগও ভরছে না! তার মধ্যেই দামে ঝড় তুলছে আলু-পেঁয়াজ। জ্যোতি থেকে চন্দ্রমুখী-প্রতি সপ্তাহে নিজের গড়া রেকর্ড নিজেই ভাঙছে ভাতের পাতের এই অপরিহার্য সদস্য! বুধবার কলকাতার একাধিক বাজারে জ্যোতি আলুর দাম ছিল ৪৫ টাকা কেজি। চন্দ্রমুখী আলুর দাম ঘোরাফেরা করছে ৪৮ থেকে ৫০ টাকার মধ্যে। ব্যবসায়ীদের দাবি, নতুন আলু না ওঠা পর্যন্ত খুচরো বাজারে দাম কমার সম্ভাবনা নেই।
মঙ্গলবারই কেন্দ্রীয় কৃষি আইনের প্রসঙ্গ তুলে মূল্যবৃদ্ধির জন্য কেন্দ্রকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর বুধবার ফেডারেশন অফ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, সরকারি আলু ব্যবসায়ীদের ২২ টাকা কিলো দরে দেওয়া হবে। সেই আলু ২৫ টাকা দরে বিক্রি করতে পারবেন তারা।
শুধু আলু নয়, পেঁয়াজের দামও চোখে জল আনার পক্ষে যথেষ্ট। ব্যবসায়ীদের দাবী, পোস্তার বাজারে গত কয়েকদিন পেঁয়াজের আমদানি কম হওয়ায় চড়ছে পেঁয়াজের দাম। বুধবারও কলকাতার বাজারে পেঁয়াজের দাম ৭০ টাকা। কোথাও কোথাও ৮০ টাকা দরে বিকোচ্ছে বাছাই করা পেঁয়াজ। এই প্রেক্ষাপটে ফের একবার আলু-পিঁয়াজের দাম-বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে দুষেছেন মমতা। বলেছেন, বিজেপি ৩৬৫ দিন মানুষকে বোকা বানায়। চাষীদের আলু-পিঁয়াজ লুঠ করছে। বিজেপি দেশের সবচেয়ে বড় অভিশাপ। বিজেপিকে জব্দ করতে হবে। পাল্টা বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের তোপ, আমফানের টাকাও মেরে দেয় তৃণমূল। দিদির সঙ্গে ভাইয়েরাও জেলে যাবেয সব মিলিয়ে আলু-পেঁয়াজের দামবৃদ্ধি থেকে দুর্নীতি নিয়ে তৃণমূল-বিজেপি বাগযুদ্ধ চরমে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement