ট্রেন থেকে পড়ে মর্মান্তিক পরিণতি ছাত্রের
দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যায় কালনা রেল পুলিশ। এই ঘটনার জেরে শোকের ছায়া নেমে আসে স্কুল ও ছাত্রের বাড়িতে। জানা গিয়েছে, গতকাল জয়েন্টের পরীক্ষা দিতে আদি সপ্তগ্রামের একটি বেসরকারি স্কুলে মায়ের সাথে যায় কালনার একটি ইংরেজি মাধ্যমের স্কুলের ছাত্র শুভম দে।
রানা দাস, পূর্ব বর্ধমান: জয়েন্টের পরীক্ষা দিয়ে ফেরার সময় ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু কিশোরের। গতকাল, শুক্রবার জয়েন্ট পরীক্ষা দিয়ে মায়ের সঙ্গে ফিরছিল ওই কিশোর। ট্রেনে চেপে ফেরার সময় ট্রেনের গেটে দাঁড়িয়ে বন্ধুর সঙ্গে মোবাইল ফোনে কথা বলছিল সে। আর ঠিক সেই সময় আচমকা চলন্ত ট্রেন থেকে পড়ে যায় শুভম দে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বেসরকারি ইংরেজি মাধ্যমের কৃতি ছাত্রের। ঘটনাটি কাটোয়া ব্যান্ডেল লাইনের হুগলির বেহুলা স্টেশনের সংলগ্ন জায়গায়।
দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যায় কালনা রেল পুলিশ। এই ঘটনার জেরে শোকের ছায়া নেমে আসে স্কুল ও ছাত্রের বাড়িতে। জানা গিয়েছে, গতকাল জয়েন্টের পরীক্ষা দিতে আদি সপ্তগ্রামের একটি বেসরকারি স্কুলে মায়ের সাথে যায় কালনার একটি ইংরেজি মাধ্যমের স্কুলের ছাত্র শুভম দে। পরীক্ষা দিয়ে মায়ের সঙ্গে গতকালই হুগলির জিরাটে নিজের আত্মীয় বাড়িতে আসেন শুভম।
আজ সকালে সেখান থেকে কালনার গোয়ারার নিজের বাড়ি ফিরছিলেন শুভম ও তার মা। তার জন্য কাটোয়াগামী লোকাল ট্রেন ধরে তারা। বেহুলা স্টেশন ঢোকার আগে শুভমের মোবাইলে একটি ফোন আসে। সেই ফোন ধরে ট্রেনের গেটের সামনে দাঁড়িয়ে কথা বলতে থাকে তখনই মায়ের সামনে হঠাৎ করে চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে যায় শুভম। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। কালনা রেল পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কালনা মহকুমা হাসপাতালে পাঠায়। শুভমকে শেষবারের দেখতে কালনা মর্গের সামনে ভিড় জমায় তার বন্ধু বান্ধব ও স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ গ্রামবাসীরা।